What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সেপ্টেম্বর-২০১৯ মাসের হাজিরা থ্রেডের ফলাফল (2 Viewers)

Status
Not open for further replies.

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
775
Messages
51,102
Credits
371,053
Sunflower
T-Shirt
Sari
Sari
Thermometer
Tomato
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার ধারাবাহিকতা ধরে না রাখতে পারার জন্য। বিগত কয়েকমাস আমি হাজিরা খাতা মাসের প্রথম দিনেই আপনাদের সামনে তুলে ধরেছি যা এমাসে সম্ভব হয়নি। আরো একটি কারনে এমনটি হতে পারে যে অফলাইন আড্ডার রেশ এখনও কাটাতে পারিনি মনেহয়।
বাবা সরকারী চাকুরে হলেও আমি কৃষক পরিবারেরই সন্তান। ছোটবেলায় সবরকম কৃষিকাজই করে এসেছি। সেখানে দেখতাম, ধান রোপনের কিছুদিন পর জমিটা কেমন যেন মিইয়ে গেছে, কিছু আগাছাও জন্মেছে। তখন আগাছাগুলি পরিষ্কার করে ইউরিয়া সার ছিটিয়ে দিত। তাজ্জব ব্যাপার, দুদিন পর জমিতে গেলে নিজেদের জমি আমি নিজেই চিনতাম না। আমুল পরিবর্তন। পুরোটা যেন সবুজের সমারোহ হয়ে গেছে।
সেদিনের অফলাইন আড্ডাটা আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছে। আর এমন প্রাণখোলা আড্ডাও মনেহয় এর আগে এভাবে হয়নি। ফুরিয়ে যাওয়া ব্যাটারির যেন পরিপূর্ণ চার্জ দেয়া হয়েছে দিয়াবাড়ীর ওই বটতলায়। আর আড্ডার পরিপূর্ণতা এনে দিয়েছিলেন আমাদের প্রান প্রিয় @monipuri মামা। উনার কেক, মিস্টি ধারাবাহীকতার একটা অংশ, কিন্তু উনি যা এনেছিলেন তা শুধু পরিবারের জন্য ছাড়া আমি কাওকে আনতে দেখিনি। মিস করিনি উনার বুকে বুক মিলাতে। উনি যা অর্জন করেছেন তা সবার ভাগ্যে জোটে না। এটা যে অটুট বন্ধনের একটা পরিবার, যিনি আসেননি তাকে বোঝানো যাবে না। তবে আপনারা সেটার কিছুটা আক্ষেপ নিন, তার জন্যই এখানে লেখা।
সেপ্টেম্বর মাসে হাজিরা শুধু জমেছে মাঝরাতের বেলায় কিন্তু সামগ্রিক হাজিরার সংখ্যা কমে গেছে। হয়তো অনেকেই ভুলে গেছেন যে হাজিরাও একটা গুরুত্বপূর্ণ শাখা। একমাত্র এখান থেকেই আপনি কিছু পেতে পারেন যা আপনার শোকেচে দেখাবে। অক্টোবরে এ সংখ্যা বাড়বে বলেই বিশ্বাস।
আমি বিগত ১৬ বছর ঢাকাতে বা তার আশেপাশে, এই ১৬ বছরে দেখেছি। কোন চাঞ্চল্যকর ঘটনার পেছনে অতি চাঞ্চল্যকর কিছু ঘটে চলেছে। দেশ এখন চঞ্চল্যকর ঘটনায় পরিপূর্ণ। সাবধান থাকুন, যেন অতি চাঞ্চল্যকর কিছু ঘটলে আপনি তার আওতামুক্ত থাকতে পারেন।
সুস্থ থাকুন
 
গৎবাঁধা নিয়ম-কানুনঃ (এবার হালকা পরিবর্তন করা হয়েছে)
১। ফল খাইতে হইলে যেমুন গাছ লাগাইতে হইবে তেমনি উপহার পাইতে হইলে অন্তত ১৫ দিন হাজিরা দিতে হইবেক, তবে এবার দেখা গেছে যিনি মোট ১৩ দিন হাজিরা দিয়েছেন তার পরের সংখ্যা ৪ অর্থাৎ ৪ দিন হাজিরা দিয়েছেন। বিধায় এবার পুরস্কার ১৩ টি হাজিরা যিনি দিয়েছেন তিনিও পাবেন। ফলতো বাজার থেইকা কিইন্নাও খাওন যায়!, তো কেনেন, না কইচ্চে কেডা?
২। @arn43 মামা যে পুরষ্কার বিলি বন্টন করেন তাতে কিন্তুক হালকা কারচুপির গন্ধ আছে, লাইক দিয়া জানাইয়া দিয়েন ফরমালিনমুক্ত পুরষ্কার পাইছেন। পুরষ্কার গুলান বাড়িত লইয়া যাওনের দরকার নাই আপনার ফটকের নিচে ঝুলাইয়া রাইখেন, আমরা দেখুমনে।
৩। ফলাফল তিনটা ধাপে আপনাদের হাতে দেয়া হবে। থামেন! প্রথমেই পাবেন যারা পুরষ্কার পাবেন তারা। হেরপর যারা অল্পের জইন্নে পুরষ্কারডা হাতছাড়া করছেন তারা। গত মাস থেকে যারা ১ দিন হাজিরা দিচ্ছেন তাদের এই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
আরো আছে;
৪। এই ধাপে আপনাদের পরিচিত করে দেয়া হবে বড় বড় পুরস্কারগুলা যারা আগেই বুক কইরা রাখছিল তাদের সাথে।
৫। এইবার যিনি সারা মাস মেহনত কইরা ফার্স্ট এন্ড ফিউরিয়াস খেতাব ধইরা রাখছেন, তারে উপস্থাপন।
কিছু বাঁকি থাকলে আপনেরা কইয়া দিয়েন।
 
তালিকা-১ঃ যারা ১৩ দিন বা তার বেশি দিন হাজির থেকে নিজের পুরষ্কার নিশ্চিত করেছেন।

4.jpg
 
তালিকা-২ঃ যারা ১ দিনের বেশি হাজিরা দিয়েছেন, কিন্তু পুরস্কারের ধারে কাছেও যেতে পারেন নি।

3.jpg
 
পরিচিতি পর্ব-১ঃ প্রথম স্থান অধিকারী

[TABLE=collapse,centered]
[TR]
[TD]
409.jpg

Yuvrajj
মামা (৩০ দিন)
[/TD]

[TD]
Sany13.jpg

Sany13 মামা (৩০ দিন)
[/TD]

[TD]
imranhimi.jpg

imranhimi মামা (৩০ দিন)
[/TD]

[TD]
arn43.jpg

arn43 মামা (৩০ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]

হাজিরা খাতায় ৩০ দিন হাজিরা দিয়ে প্রথম হওয়ায় নির্জনমেলার পক্ষ থেকে অভিনন্দন।
Clap-Hands-1.gif
 
পরিচিতি পর্ব-২ঃ দ্বিতীয় স্থান নিয়েও কাড়াকাড়ি কম হয়নি।

[TABLE=centered,collapse]
[TR]
[TD]
6632.jpg

apuvai মামা (২৯ দিন)
[/TD]

[TD]
image.jpg

ছোটভাই মামা (২৯ দিন)
[/TD]

[TD]
imemyself.jpg

imemyself মামা (২৯ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]
[TABLE=collapse,centered]
[TR]
[TD]
image.jpg

মরুভূমির জলদস্যু মামা
(২৯ দিন)
[/TD]

[TD]
Rainbow007.jpg

Rainbow007 মামা
(২৯ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]

দ্বিতীয়স্থান অর্জন করায় নির্জনমেলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন
M09_clap001.gif
 
পরিচিতি পর্ব-৩ঃ তৃতীয় স্থানে মিউচুয়াল শেয়ার হয়েছে।

[TABLE=collapse,centered]
[TR]
[TD]
dipu.gif

dipu মামা (২৮ দিন)
[/TD]

[TD]
Nevil.jpg

Nevil মামা (২৮ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]
তৃতীয়স্থান অর্জন করায় নির্জনমেলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন

giphy.gif
 
পরিচিতি পর্ব-৪ঃ আরো যারা পুরস্কার পাচ্ছেন

[TABLE=collapse,centered]
[TR]
[TD]
৪র্থ স্থান
aranya_2018.gif

aranya_2018 মামা (২৭ দিন )
[/TD]

[TD]
৫ম স্থান
dukhopakhi.jpg

dukhopakhi মামা (২৫ দিন)
[/TD]

[TD]
ষষ্ঠ স্থান
blacktranzer মামা (১৮ দিন)[/TD]

[TD]
৭ম স্থান
1845.jpg

monipuri (১৪ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]
[TABLE=collapse,centered]
[TR]
[TD]
৮ম স্থান
Bislybaran.jpg

Bislybaran মামা (১৩ দিন)
[/TD]

[TD]
৯ম স্থান
SMYR.jpg

SMYR মামা (১৩ দিন)
[/TD]
[/TR]
[/TABLE]

আপনাদের সবাইকে ছোটভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

37f8360e4248efaf21f305047069748ed40e1a29a62844be3c3b11e895a16486.gif
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top