What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

স্বামী-স্ত্রী নিয়ে একগাদা চুটকি (1 Viewer)

Laal

Exclusive Writer
Story Writer
Joined
Mar 4, 2018
Threads
104
Messages
3,604
Credits
23,794
Compass
Lollipop
Red Apple
বউঃ এই আজ তো আমাদের ১ম বিবাহ বর্ষিকী। আমরা আজ কি করব?

বরঃ আস প্রথমে আমরা দুই মিনিট দাড়িয়ে নিরবতা পালন করি!
 
স্বামী টিভি দেখছিল….

হঠাৎ চিৎকার করে উঠলঃ কবুল বলিস না! কবুল বলিস না!! কবুল বলিস না!!!

রান্নাঘর থেকে স্ত্রী জিজ্ঞেস করলোঃ টিভিতে কি দেখছ?
……

স্বামীঃ আমাদের বিয়ের ভিডিও।
 
স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—

স্বামী: আমি আমার বিয়ে আজকেই ভাংতে চাই। আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।

আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?

স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।

আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার!
 
এক নব-বিবাহিত দম্পতি এক হোটেল এ রুম ভাড়া নিতে গিয়েছে ।

হোটেল ম্যানেজার: “দেখুন, আমাদের খাট-গুলো বেশ পুরাতন । এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো , স্বামী–স্ত্রী দের আমরা খাট দেই না । আপনারা কষ্ট করে ফ্লোর এ থাকবেন। “
এই বলে ম্যানেজার রুম-বয় কে ডেকে বলল : এই খাট গুলা সরা ।


স্বামী: দেখুন ভাই, আমরা নব বিবাহিত …

ম্যানেজার (রুমবয়কে ডেকে): এই, চেয়ারগুলাও সরা !
 
Last edited:
অন্ধকার রাত…লোডশেডিং চলছে। এক নববিবাহিত দম্পতি তাদের বেডরূমে বসে আছে।
জানালা দিয়ে দখিনা বাতাস আসছে। বাতাসে স্ত্রীর ঘনকালো চুল এলোমেলো হয়ে যাচ্ছে।
চাঁদের আবছা আলোতে তারা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে…
বুঝতেই পারছেন খুব রোমান্টিক পরিবেশ।

এমন একটা মুহূর্তে স্ত্রী স্বামীর খুব কাছে এসে খুব ক্ষীণকন্ঠে বলল,

“তুমি কি বুঝতে পারছো, আমি এখন তোমার কাছে কী চাইতে পারি?”
স্বামী বলল, “হ্যা, বুঝতে পারছি।

স্ত্রীর কন্ঠস্বর আরো গাঢ় হল, সে আগের চেয়েও ক্ষীণ কন্ঠে বলল,”কি?”
স্বামী বলল, একটা “IPS” !!
 
স্ত্রী: একটি কথা তোমাকে জানাতে চাই। আমার খুব অস্বস্তি লাগে ব্যাপারটা নিয়ে।

স্বামী: বলো দেখি, কী এমন ঘটনা।

স্ত্রী: তুমি আবার রাগ করো না যেন। আমাকে ভুল বুইঝো না, জানু।

স্বামী: আরে কও না, কী এমন কথা!

স্ত্রী: আমার বয়স ৫০ বছর হয়ে গেছে। তারপরও তোমার এক বন্ধু খুব প্রশংসা করে। সুযোগ পেলেই বলে, ‘ভাবি, আপনি যা সুন্দরী না, আপনার হাসি…’


স্বামী মোটেই রাগলো না। খুব স্বাভাবিক কণ্ঠে বললো-

স্বামী: বুঝছি, ও তো বল্টু। ওর স্বভাবই…

স্ত্রী: হায় আল্লাহ! তুমি চিনে ফেলেছো?

স্বামী: ব্যাটা তো ভাঙ্গারি ব্যবসায়ী, চিনবো না! পুরনো-বাতিল জিনিসপত্রের কদর ওর চেয়ে ভালো কে বোঝে!
 
বাবুর বিয়ের ৮ বছর পূর্ণ হলো আজ। এর মধ্যেই বাবুর চারটা বাচ্চা। একদিন কাগজে বাবু দেখলো যে, সরকার ঘোষনা করেছে, যার পাঁচটা বা তার বেশী বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার ২০,০০০ টাকা করে বাচ্চা ভাতা দেবে।

বাবু তখন খুশীতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?

বৌ: বলো, কিছু মনে করবো না।

বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটা বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটা বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে ২০,০০০.০০ টাকা করে পাবো। অর্ধেক তোমার অর্ধেক আমার!

বউ বললো: যাও।

বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটো বাচ্চা গায়েব।

বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি?


বৌ বললো যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজে কি এই নিউজ তুমি একাই পড়েছো?
 
নাদিয়ার বিয়ের পরদিন তার বান্ধবী শিলার সাথে দেখা…

শিলা: কিরে তোর বাসর রাত কেমন হল?

নাদিয়া: আর বলিস না প্রথম কয়েকবার মিসকল দিলো…
তারপর যখন কল ঢুকলো তখন ব্যালেন্স শেষ…
 
ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি মুখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরে চলে যাচ্ছিলাম।

উনি আমাকে ডেকে বললেন: "জানেন ভাই আমি কেন হাসছি?"

স্বভাবতই বললাম, “আমি কিভাবে জানব, ভাই ?”

সে আবারো সেই ঐচ্ছিক হাসিটা রেখে হাত উচিয়ে বললো : “ঐ দেখতেছেন না ক্যাশ কাঊন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড”

আমি বললাম: “তাহলেতো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনিতো খুশি দেখতেছি?”

সে বলে: “আমার টাকা পয়সার অভাব ছিল বলে সে ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিলো। বছরখানেক আগে শুনি এইখানে চাকরী নিছে, তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসেই আমার বঊ এর নামের একাউন্টে টাকা জমা দিয়ে যাই”

বলে আবারো সেই হাসি......!
 
নাদিয়ার বিয়ের পরদিন তার বান্ধবী শিলার সাথে দেখা…

শিলা: কিরে তোর বাসর রাত কেমন হল?

নাদিয়া: আর বলিস না প্রথম কয়েকবার মিসকল দিলো…
তারপর যখন কল ঢুকলো তখন ব্যালেন্স শেষ…
hahaha call dhukar sathe balance sesh

স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—

স্বামী: আমি আমার বিয়ে আজকেই ভাংতে চাই। আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।

আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?

স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।

আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার!
asolei eta vagger bepar

বউঃ এই আজ তো আমাদের ১ম বিবাহ বর্ষিকী। আমরা আজ কি করব?

বরঃ আস প্রথমে আমরা দুই মিনিট দাড়িয়ে নিরবতা পালন করি!
prothom anniversary te 2 minit nirobota? double?
 

Users who are viewing this thread

Back
Top