১। জীবনের প্রথম প্রেমে পড়া।
২। শেষ পরীক্ষাটা শেষ করার পর।
৩। সকালে ঘুম ভাঙ্গার পর ঘড়ি দেখে বুঝতে পারা যে আরও কিছুক্ষণ ঘুমানো যাবে।
৪। ক্লাস হবে না সেটা হঠাৎ জানতে পারা।
৫। বার বার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভাল লাগে।
৬। পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতোই আছে।
৭। সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা।
৮। ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা।
৯। ছুটির দিনে সন্ধ্যায় কোন পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া।
১০। নিঃস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা।
১১। বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া।
১২। আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা।
সবশেষ……
১৩। যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে।
হাসতে থাকুন সব সময়, কারণ হাসিতে আপনাকে সত্যিই দারুণ লাগে!
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)
২। শেষ পরীক্ষাটা শেষ করার পর।
৩। সকালে ঘুম ভাঙ্গার পর ঘড়ি দেখে বুঝতে পারা যে আরও কিছুক্ষণ ঘুমানো যাবে।
৪। ক্লাস হবে না সেটা হঠাৎ জানতে পারা।
৫। বার বার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভাল লাগে।
৬। পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতোই আছে।
৭। সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা।
৮। ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা।
৯। ছুটির দিনে সন্ধ্যায় কোন পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া।
১০। নিঃস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা।
১১। বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া।
১২। আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা।
সবশেষ……
১৩। যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে।
হাসতে থাকুন সব সময়, কারণ হাসিতে আপনাকে সত্যিই দারুণ লাগে!
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)
আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।