What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পরিণতি (Running...) (1 Viewer)

Rainbow007

Moderator
Staff member
Moderator
Joined
Mar 5, 2018
Threads
254
Messages
10,514
Credits
341,235
Watermelon
Camera
Tokyo Tower
Doughnut
Birthday Cake
Birthday Cake
পরিণতি
অনুষ্ঠানে আসার প্রায় পনেরো মিনিট পর নীলিমা দেবী (45) ওকে দেখতে পেলেন, ও অর্থাৎ রাজদীপ (27), ডাকনাম রাজ। রাজ হচ্ছে নীলিমার বসের ছেলে। আসলে ও এসেছে ওর কোম্পানির মালিক রূপেশের বিবাহবার্ষিকি তে। রূপেশে আর ওর ওয়াইফ সোমলতা আর ওদের একমাত্র ছেলে রাজদীপ। যদিও রাজদীপকে ও প্রথম দেখে ছিলো প্রায় মাস দেড়েক আগে ওর মেয়ে মধুশ্রীর (22) বিয়েতে।
নীলিমা একটা বেসরকারি আইটি কোম্পানির সেলস ম্যানেজমেন্টে কর্মরতা। মেয়ে মধুশ্রী আর ছেলে নীহার (18), নীহার HS পাশ করে এখন পুনেতে MBA পড়ছে। নীলিমার মুখ সুশ্রী, বয়সের ছাপ পড়লেও রূপের চটক আছে এখনো। শারীরিক গঠন 36-34-34, বয়সের সাথে পেট আর পাছায় হালকা মেদ জমায় আরও আকর্ষণীয় হয়েছে। যদিও প্রায় পনেরো বছর আগে ডিভোর্স হয়ে যায়। মলয়ের সাথে নীলিমার লাভ ম্যারেজ ই হয়েছিল। ডিভোর্সের পর থেকে দুই ছেলে মেয়ের দায়িত্ব একা হাতে সামলে এসেছে নীলিমা। মলয় মাসে মাসে একটা খরপোশ পাঠিয়েই দায়িত্ব ছেড়েছে। ছেলে মেয়েকে বড় করার যাবতীয় দায়িত্ব নীলিমাই পালন করেছে। ওর বাপের বাড়ি থেকে অবশ্য সেকেন্ড ম্যারেজ এর কথা বলেছিলো তবে নীলিমা ওসব কথা কানে তোলেনি। চাকরি করার পাশাপাশি দুই ছেলে মেয়েকে মানুষ করেছে। মধুশ্রীর গ্রাজুয়েশনের পর আর অপেক্ষা করেনি নীলিমা। প্রিয়ব্রত সাথে ওর বিয়ে দিয়েছে। প্রিয়ব্রত হল মধুশ্রীর বান্ধবী শ্রীজার মাসতুতো দাদা। শ্রীজার বাড়ির এক অনুষ্ঠানে ওদের পরিচয়, ওখান থেকেই প্রেম। প্রিয়ব্রত একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত, মাইনেও বেশ ভালো, দিল্লীতে পোস্টিং। সুপাত্র দেখে নীলিমা আর দেরি করেননি। নিজেই একদিন প্রিয়ব্রতকে ডেকে পাঠিয়েছিলেন। আসলে মধুশ্রী আর নীলিমার সম্পর্কটা অনেকটা বন্ধুর মত। মধুশ্রীর অবশ্য এখনই বিয়ে করাতে তেমন রাজি না হলেও ওর মায়ের মুখের দিকে চেয়ে আর না করাতে পারেনি। তবে প্রিয়ব্রত বলেছে মধুশ্রী চাইলে বিয়ের পর মাস্টার্সটা কমপ্লিট করতে পারে। ওদের রিসেপশনের দিনই রাজদীপকে প্রথম দেখে নীলিমা। রাজদীপের হাইট 5'9", জিম করা শরীর, সুদর্শন। সেদিন অবশ্য শুধু আলাপই হয়েছিল কথা তেমন হয়নি।
মধুশ্রী বিয়ে করে দিল্লী চলে যাবার পর একা হয়ে পড়েছিলো নীলিমা। ওর ছেলে নীহারও দুদিন পর পুনেতে চলে যায়। ছেলে মেয়ে চলে যাবার পর নিজেকে অফিসের কাজে আরও ব্যস্ত করে ফেলে। এমনিতেই কাজের প্রতি দায়বদ্ধতার জন্য অফিসে ওর আলাদা সুনাম ছিলো। বছর দুয়েক আগে প্রোমোশনের ও অফার ছিলো, কিন্তু প্রোমোশন পেলে মাঝে মধ্যে কলকাতার বাইরে যেতে হবে বলে সেটা রিফিউজ করেছে। একদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে শপিং মলে গিয়েছিলো নীলিমা , টুকটাক জিনিস কিনতে, ওখানেই রাজদীপের সাথে দেখা। রাজদীপই হাসিমুখে ওর দিকে এগিয়ে আসে।
রাজদীপ: হাই , এখানে?
নীলিমা: হ্যাঁ একটু কেনাকাটা ছিলো আর কি।
রাজদীপ: আপনার সাথে আলাপ করার খুব ইচ্ছে ছিলো !
নীলিমা: কেনো শুনি?
রাজদীপ: আপনার কথা ড্যাড খুব বলেন, আপনি একজন সিঙ্গেল মাদার হয়ে যেভাবে দায়িত্ব পালন করছেন সেটা সত্যিই তারিফ যোগ্য।
নীলিমা: হ্যাঁ তবে আমার অফিসও আমার খুব সাহায্য করেছে।
ওরা কথা বলতে বলতে বাইরে চলে আসে।
রাজদীপ: চলুন আপনাকে ড্রপ করে দিই।
নীলিমা: আরে না না তার দরকার হবে না।
রাজদীপ: আরে চলুন ড্রাইভার হিসেবে আমি খুব একটা খারাপ না।
রাজদীপের কথা শুনে হেসে ফেলে নীলিমা।
গাড়িতে আসতে আসতেই নীলিমা জিজ্ঞেস করে 'তুমি তো বিদেশে ছিলে শুনেছিলাম?'
রাজদীপ: হ্যাঁ UK তে। ওখানেই MBA কমপ্লিট করি। তারপর বাবার এক বন্ধুর কোম্পানিতে বছর দুয়েক কাজ করি। জাস্ট ফর এক্সপেরিয়েন্স।
নীলিমা: তো এখন কি প্ল্যানিং?
রাজদীপ: এখন আমাদের কোম্পানির দেখভাল করবো।
নীলিমা: বাহ তাহলে তো তুমিও আমার বস হয়ে যাবে।
রাজদীপ: হাহা তাই হবে হয়তো।
কথা বলতে বলতেই নীলিমার বাড়ি চলে আসে।
নীলিমা: এসো ভেতরে।
রাজদীপ: আজ থাক। অন্য একদিন।
নীলিমা: ঠিক আছে তোমার চায়ের নিমন্ত্রন রইলো।
রাজদীপ: অবশ্যই।
এর ঠিক তিন চারদিন পরে অফিসে রাজদীপ নীলিমাকে ওর কেবিনে ডাকলো। সেদিনের পর অফিসে রাজদীপকে দেখেছে দুু একবার তবে কথা হয়নি। 'তাহলে তুমি আমার বস হয়েই গেলে'- কেবিনে ঢুকেই নীলিমা বললো।
রাজদীপ: হ্যাঁ , আপনার মত সুন্দরী এমপ্লয়ীর বস হতে পেরে আমিও ধন্য।
নীলিমা: ভালো কথাও বলতে পারো তুমি।
রাজদীপ: আচ্ছা আপনাকে যে প্রোমোশন এর অফার দেওয়া হয়েছিল সেটা রিফিউজ কেনো করেছিলেন?
নীলিমা: আসলে তখন কিছু পারিবারিক সমস্যা ছিলো। তাছাড়া ছেলে মেয়েকে ছেড়ে বাড়ির বাইরে থাকা...
'আইসি, কিন্তু এখন তো আপনার ছেলে মেয়ে কলকাতার বাইরে থাকে'- রাজদীপ বললো।
নীলিমা: তা ঠিক।
রাজদীপ: দেখুন আপনি আমাদের কোম্পানিতে এতদিন ধরে যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, তাতে আপনি একটা প্রোমোশন ডিজার্ভ করেন, তাই আপনাকে as a Senior Marketing Head appoint করা হয়েছে, প্লীজ এবার আর না করবেন না।
নীলিমা: অনেক ধন্যবাদ।
রাজদীপ: আর হ্যাঁ যদি কোনো project finalisation এর জন্য আপনাকে কলকাতার বাইরে যেতে হয় তাহলে আপনার সাথে হয় আমি নাহলে কোম্পানির কোনো সিনিয়র এমপ্লয়ী অবশ্যই থাকবে আপনার সাথে।
নীলিমা: কি বলে যে ধন্যবাদ দেবো তোমাকে ।
রাজদীপ: এটা আপনি ডিজার্ভ করেন। আর আপনার সেই চায়ের নিমন্ত্রনটা এখনো ডিউ আছে।
নীলিমা: অবশ্যই, প্লীজ এসো একদিন।
সেদিন বাড়ি ফিরে নীলিমার খুশি আর ধরে না। মধুশ্রী আর নীহারকে ফোন করে প্রোমোশন এর খবরটা দেয়। ওরা ও শুনে খুব খুশি হয়। নীলিমার স্যালারি ও বেড়েছে 12000 এর মত, নীহারের এডুকেশনের জন্য খরচও করতে পারবে বেশি করে। যদিও কলকাতার বাইরে যেতে হতে পারে এটা ছেলে বা মেয়ে কাউকেই বলেনি। যদিও রাজদীপ যতটা ভরসা দিয়েছে তাতে নীলিমা বেশ সন্তুষ্ট। এরপর প্রায় দিন দশেক পর অফিসে গিয়ে জানতে পারে একটা Project Finalisation এর জন্য ওদের বেঙ্গালুরু যেতে হবে। Project In charge হিসেবে নীলিমাকে বাছা হয়েছে। ওকে অ্যাসিস্ট করার জন্য রাজদীপ আর ওদের মার্কেটিং ম্যানেজার শতদল আর নিশা। রাজদীপের নাম দেখে কিছুটা নিশ্চিন্ত হয় নীলিমা। যদিও নিশা আর শতদল দুজনেই প্রায় দশ বছর ধরে চাকরি করছে। পরশু দিন দুপুরে ফ্লাইট, পরদিন মিটিং , আর তারপর দিনই রিটার্ন। বাড়ি ফিরে প্যাকিং সেরে নেয় নীলিমা, বেশ একটা রোমাঞ্চ অনুভব করে ও। ঠিক করে আগামীকাল মধুশ্রীকে ফোন করে বেঙ্গালুরু যাবার ব্যাপার টা জানিয়ে দেবে।
 

Users who are viewing this thread

Back
Top