নাটক–সিনেমায় অহরহই বিভিন্ন সংলাপ দেন তারকারা। এর মধ্যে কোন সংলাপটি এখনো মনে লেগে আছে তাঁদের? এ সময়ের ছয়জন অভিনয়শিল্পী জানিয়েছেন সে কথা।
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী
‘কী, বোঝো নাই ব্যাপারটা?’
(আয়নাবাজি সিনেমায় প্রায়ই চঞ্চলকে দিতে দেখা যায় এই সংলাপ)
মাহিয়া মাহি
মাহিয়া মাহি
‘অগ্নি, তোকে করে দেব ধ্বংস।’
(অগ্নি–২ সিনেমায় ওম ও আশিস বিদ্যার্থী সামনে এই সংলাপ দিতে দেখা যায় মাহিকে)
তাহসান
তাহসান
‘আমি জানি না তোমাকে কী দিতে পারব এই জীবনে,গাড়ি–বাড়ি–গহনা কিছুই হয়তো না, হাজার ৫০ বেতনের চাকরি আমার। বাড়িভাড়া, বাজারসদাই, মাসে দুমাসে হয়তো নতুন জামা, একটু ঘোরাফেরা—এর বেশি আরাম আয়েশের জীবন তোমাকে আমি দিতে পারব না। আমি জানি না পাঁচ বছর পরে বা এই ঘর থেকে বাইরে যাওয়ার পরে কী হবে, এতটুকু জানি আজকে তোমাকে যদি একটা কথা না বলি তাহলে সারা জীবন পস্তাতে হবে। সারা জীবন মনে হবে কেন তোমাকে বললাম না, আই লাভ ইউ।’
(নীলপরী নীলাঞ্জনা নাটকের শেষ দৃশ্যে সংলাপটি তাহসান বলেছিলেন মমর উদ্দেশে)
মেহ্জাবীন চৌধুরী
মেহ্জাবীন চৌধুরী
‘কাবিন হিসেবে আমি তোকেই চাই। যদি কখনো বিচ্ছেদের কথা আসেও কাবিন হিসেবে যেন তোকেই পাই।’
(শেষটা সুন্দর নাটকে সহ–অভিনেতা আফরান নিশোকে সংলাপটি বলেন মেহ্জাবীন)
আরেফিন শুভ
আরেফিন শুভ
‘আমার নাম ফারহাজ চৌধুরী। আমি ঢাকার ছেলে। পেশায় রাঁধুনি। হাতের লেখাটা একটু বাজে। কিন্তু রান্নাটা ভালো করি। লবণ একটু বেশি খাই। চলবে তো বসুন্ধরা?’
(আহারে চলচ্চিেত্র কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সংলাপটি দেন শুভ)
পূজা চেরি
পূজা চেরি
‘ইশ, কই আগরতলা কই চকিরতলা, সুজন...’
(পোড়ামন–২ সিনেমায় নায়ক সিয়ামকে পূজা এই সংলাপ দেন)