পুরান ঢাকার আরমানিটোলার চলতি পথে দেখা যায়, প্রাচীন ইউরোপীয় ধাঁচের একটি ফটক দাঁড়িয়ে আছে। ঠাসাঠাসি করে বেড়ে ওঠা বাড়িঘরের মধ্যে হঠাৎ স্থাপনাটির ফটকে বড় করে লেখা 'আর্মেনিয়ান চার্চ' থমকে দেবে যে কাউকেই। আর্মেনীয়রা ব্যবসার উদ্দেশ্যে আঠারো শতকের দিকে ঢাকায় আসতে শুরু করেন। ঢাকার উন্নয়নে আর্মেনীয়দের অবদানের কথা সর্বজনস্বীকৃত। কোম্পানি আমলের শেষ দিকে কমতে থাকে তাঁদের ব্যবসা-বাণিজ্য। এ ধরনের স্থাপনা ছাড়া ঢাকার সঙ্গে আর্মনীয়দের সংযোগ তেমন নেই বলে গবেষকদের মত।
আর্মেনীয় স্থাপত্যশৈলীর নিদর্শন এই গির্জা।
আর্মেনীয় স্থাপত্যশৈলীর নিদর্শন এই গির্জা।