Common Name : Red Poppy, Common poppy, Corn poppy, Corn Rose, Field poppy, Flanders poppy, Oriental Poppy.
Scientific Name : Papaver rhoeas
যতদূর জানি পপীকে মোটা দাগে ২টি ভাগে ভাগ করা যায়। একটি চাষ করা হয় পপী ফল থেকে কষ সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে হেরোইন তৈরি জন্য। সেটি হলো পপি বা আফিয়াম পপি যা থেকে বানিজ্যিক ভাবে আফিয়াম/হিরোইন তৈরী হয়। সেটির Scientific Name হচ্চে Papaver somniferum. এটি থেকে পোস্ত দানাও সংগ্রহ করা হয়।
অন্যটি বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য। একটা গার্ডেন পপি বা অর্নামেন্টাল পপি। এটি শুধু শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই পপীকে বাগানের ফুল হিসেবে চিনলেও পৃথিবীর বিভিন্ন দেশে এটি ফসলী জমির আগাছা হিসেবে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই লাল পপীটি মৃত সৈনিকের প্রতীক হিসেবে ব্যবহিত হতো।
অর্নামেন্টাল পপী ফুল গুলি শুধু লাল নয়, বরং আরো নানান হালকা রঙের হয়ে থাকে। কোনো কোনো ফুলের পাপড়ির ধারগুলি সাদা বা অন্য রঙের বর্ডার থাকে। সেগুলি দেখতে আরো সুন্দর হয়। কিছু কিছু পপী ফুলের পাপড়ি সংখ্যা থাকে মাত্র ৪টি, তবে অন্যগুলির পাপড়ি সংখ্যা আরো অনেক বেশী হতে দেখা যায়। লাল পপী বেলজিয়ামের জাতীয় ফুল।
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০২০ ইং