What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুলের নাম : ঝুমকোলতা (1 Viewer)

Joined
Aug 2, 2018
Threads
244
Messages
21,963
Credits
140,759
Guitar
Statue Of Liberty
Helicopter
Television
Laptop Computer
Lollipop
এই ফুলের নামের শেষ নাই, কি বাংলায়, কি ইংরেজিতে, কি সংস্কৃতিতে। নামও সব বাহারি বাহারি। তেমনি তার আকার-রূপ আর রং এরও বাহারী মেলা।

GiN8iDKh.jpg

ঝুমকো লতা ফুলের অনেকগুলি নামের মাঝে একটি নাম হচ্ছে - "শঙ্খচক্রগদাপদ্মধারী"। এই বিটকেলে নামটাই ঝুমকো লতা ফুলের সঠিক পরিচয় দিয়েছে।

ঝুমকো লতা ফুলের গর্ভাশয়ের আকৃতি শঙ্খের মতো। পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে একটা চক্র তৈরি করেছে। স্ত্রীকেশ তিনটির মাথা দেখতে গদার মতো আর বৃতিগুলো পদ্মফুলের পাপড়ির মতো মেলে ধরেছে নিজেদের।
 
ঝুমকো লতা ফুলের অন্যান্য নাম : ঝুমকো লতা, ঝুমকা লতা, রাধীকা নাচন, কৃষ্ণকমল, রাখী ফুল, কৌরভ পাণ্ডব পুস্প, পঞ্চপাণ্ডব পুষ্প, শঙ্খচক্রগদাপদ্মধারী।

Common Name : Maypop, Purple passionflower, Passionflower, Passionfruit flower, Passion-flower vine, Purple granadilla, Passiflorina, Flower of the Five Wounds, Water Lemon vine, Wild Apricot vine, Passionaria, Passionblume


ZneAAwLh.jpg

 
ঝুমকো লতা ফুলের ইংরেজি নাম Passion Flower, আর Passion শব্দের অর্থ নাকি প্রেম বা ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি। খ্রীষ্টান মিশনারিরা মনে করেন এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যুর কষ্ট।

GqNUY9s.jpg

Frederick Goodall's এর আঁকা ছবি Passionate Encounter
 
অন্যদিকে হিন্দুধর্মাবলম্বীরা এ ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবদের মিল খুঁজে পান। তাদের মতে নীলবর্ণ চতুর্ভূজা সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী। তার চার হাতে শঙ্খ, চক্র, গদাও পদ্ম ধরা আছে।

wDa6yyU.jpg

সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী রূপে

 
ঝুমকো লতা চিরসবুজ লতানো গাছ, অনেক বছর বাঁচে। কিছু কিছু গাছে সারা বছর অল্প বিস্তর ফুল ফুটলেও সাধারনত বর্ষাকালে ফুল বেশী ফোটে। ফুলে সুঘ্রাণ আছে।

কিছু প্রজাতির ঝোমকো লতায় ফল হয়। সেই ফলগুলি খাওয়ার যোগ্য। জল মিশিয়ে সুস্বাদু সরবত তৈরি করা যায়, যা ট্যাং নামে পরিচিতি।

ঝুমকোলতা মূলতো বুনো লতাই ছিলো আদিতে, এখনো আছে। কোনো যত্ন ছাড়াই আমাদের দেশেও কয়েক রকম বুনো ঝুমকোলতা হয়। বুনো ঝুমকোলতার ফুলের রং সাধারনত সাদা হয়। ফুল এবং ফল গুলি হয় ছোটো ছোটো। ফুলের সৌন্দর্য, আকার আর রং এর বাহারে আকৃষ্ট হয়ে মানুষ একে নিজেদের বাগানে স্থান দিয়েছে।

nODuQBxh.jpg
 
ঝুমকোলাতা ফুলের রূপে মুগ্ধ হয়ে আমাদের কবিরা বেশ কিছু কবিতা ও ছড়া লিখেছেন।

"হারিয়ে পাওয়া আলোটিরে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



jKvRFIJh.jpg


"ঝুমকোলতার বনে দোল দোল দখিনায়
গুন গুন ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, ওগো আমি তোমার।’'
----- পুলক বন্দ্যোপাধ্যায় -----



IkaQt3uh.jpg


"খোলা জানালার ঐ আকাশে
আমার ফেলে আশা পলাশপুরে
লাজুক ঝুমকোলতা বুঝি ঘুমিয়ে পড়েছে
চোঁখে স্বপ্নীল সুখের ছোঁয়া আর একবুক যন্ত্রনা নিয়ে
আমি এক নগর বাউল জেগে আছি বড় একা।"
----- রুদ্র পলাশ -----


ছবি গুলি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে তুলেছি।
 

Users who are viewing this thread

Back
Top