What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুলের নাম : ব্লিডিং হার্ট (1 Viewer)

Joined
Aug 2, 2018
Threads
244
Messages
21,963
Credits
140,759
Guitar
Statue Of Liberty
Helicopter
Television
Laptop Computer
Lollipop
ব্লিডিং হার্ট (সাদা)
Common Name : Bleeding Heart, Bleeding Heart vine, Bleeding Glory Bower, Glory Bower, Bag Flower.
Scientific Name : Clerodendrum thomsonae

xUqM91mh.jpg
 
যতদূর জানি এর কোনো বাংলা নাম নেই। বাংলা নাম থাকলেও আমার ঠিক জানা নেই। এতো সুন্দর একটা ফুলের বাংলা নাম না থাকাটা দুঃখজনক। তবে শুনতে পাই হুমায়ূন আহমেদ এই ফুলের বাংলা নাম দিয়েছিলেন ‘হৃদয়ে রক্তক্ষরণ’। এই নাম করণের বিষয়টা কতটা সত্যি আমার জানা নাই। ব্লিডিং হার্ট শুনলে যে ছন্দময়তা আসে ‘হৃদয়ে রক্তক্ষরণ’ শুনলে তা আসে না।

cHK08Uth.jpg



 
চকচকে সবুজ পাতার মাঝে সাদা আর লালের চমৎকার কম্বিনেশন এই অপরূপ ফুলটির আকর্ষণ অতুলনীয়। তবে ফুলটি গন্ধহীন। গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে, তবে শরৎ কালে বেশি ফুল ফুটে। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে গুচ্ছভাবে ফুল ফোটে।

eUzMsZ2h.jpg



 
অসাধারণ নয়নাভিরাম ব্লিডিং হার্ট ফুলটির আদি নিবাস পশ্চিম আফ্রিকা। Bleeding Heart নামকরণ করা হয়েছে ফুলের গঠনের জন্য। ফুলটি দেখলেই নাকি তার নামের স্বার্থকতা বুঝা যাবে। ফুটন্ত ফুল দেখতে হৃদয় আকৃতির এবং তা থেকে বের হওয়া পরাগদণ্ড দেখলে নাকি মনে হয় যেন রক্তক্ষরণ হচ্ছে। (আমার কাছে তা মনে হয়নি।)

qZmUuwlh.jpg



 
ব্লিডিং হার্ট এর দুটি প্রজাতি আমি বাংলাদেশে দেখতে পেয়েছি এবং ছবি তুলেছি। একটিতে লালচে গোলাপি রং এর বৃতির মাঝে লাল রঙের ফুল ফুটে। বৈজ্ঞানিক নাম Clerodendrum speciosum । আর অন্যটিতে সাদা বৃতির মাঝে লাল রঙের ফুল ফুটে।

f9yPBhTh.jpg



 
ব্লিডিং হার্ট ছোট আকারের ঝোপাল কাষ্ঠল ফুলগাছ। পাতার রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট। টবে ও সরাসরি মাটিতে লাগানো যায়। ডাল কাটিংয়ের মাধ্যমে বেশ সহজেই চারা করা যায়। কাটিং চারার বয়স বছর না ঘুরতেই গাছে ফুল আসে। এই গাছে সাধারণত পোকামাকড়ের তেমন কোনো উপদ্রব হয় না।

RU5t4osh.jpg




ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
 
অসাধারন পোস্ট !
বরাবরের মতো আমি আপ্লুত...
ফুলটি বেশ চেনা চেনা মনে হলেও পুরো গাছ সহ ফুলের ছবি না থাকায় পূর্ণ নিঃসংশয় হওয়া গেলো না।
চমৎকার এই শেয়ারের জন্য মামাকে অনেক অনেক ধন্যবাদ !
 

Users who are viewing this thread

Back
Top