What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুল পরিচিতি সমগ্র (3 Viewers)

Joined
Aug 2, 2018
Threads
244
Messages
21,963
Credits
140,759
Guitar
Statue Of Liberty
Helicopter
Television
Laptop Computer
Lollipop
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই।
সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি।
পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকারেও প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে।
এই থ্রেডে আমার তোলা সেই সমস্ত ফুলগুলি স্থান পাবে তাদের সংক্ষিপ্ত পরিচিতি সহ।
 
ফুলের নাম : লজ্জাবতী
31352454353_3bb5c9e3a8_b.jpg

অন্যান্য ও আঞ্চলিক নাম : লাজুকলতা, হিন্দি- লাজবতী, সংস্কৃত- সমঙ্গা।
প্রচলিত নাম : Bashful, Shrinking, Sensitive plant, Sleepy plant, Dormilones, Touch-me-not, Shy plant ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Mimosa pudica

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ০৪/১২/২০১৬ইং
 
ফুলের নাম : রক্ত জবা
31352442353_73181ae5c6_b.jpg
ইংরেজী নাম : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis
ছবি : নিজ
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
 
ফুলের নাম : ল্যান্টানা

31352450613_7389c16e10_b.jpg

অন্যান্য ও আঞ্চলিক নাম : ছত্রা, পুটুস, লণ্ঠন ফুল।
প্রচলিত নাম : Sage, big-sage, wild-sage, red-sage, white-sage, tickberry ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Lantana camara
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
 
ফুলের নাম : বনগাঁদা

31352436923_db1a38230d_b.jpg

অন্যান্য ও আঞ্চলিক নাম : বনগেন্দা, সূর্যকন্যা, মরাতিতিগা, মারহাতিতিগা, একমেলা ইত্যাদি।
প্রচলিত নাম : Toothache Plant, Paracress, Eripacha ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Spilanthes acmella
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
 
ফুলের নাম : কুকশিম

31787724590_917bd1e1a9_b.jpg

অন্যান্য ও আঞ্চলিক নাম : ছোটো কুকশিম, সাহাদেবী, ডনকুনি, ইত্যাদি।
প্রচলিত নাম : Ash-coloured Fleabane, Purple Fleabane
বৈজ্ঞানিক নাম : Vernonia patula
ছবি : নিজ
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ইং
 

Users who are viewing this thread

Back
Top