What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ফিলোসফি কী? (1 Viewer)

WhisperBD

Senior Member
Joined
Jul 24, 2024
Threads
17
Messages
526
Credits
4,725
Philosophy deals with the big questions in an argumentative way.

ফিলোসফি হচ্ছে জ্ঞানের একটি শাখা, যেটি মৌলিক প্রশ্ন বা সমস্যাগুলোকে যুক্তি দিয়ে মোকাবেলা করে। যেমন – একটি ডাস্টার হাত থেকে ছেড়ে দিলে তা নিচে পড়ে যায়। ফিজিক্সের লোকেরা বলবে, এটি নিচে পড়ার কারণ হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। আমরা তাদের এই কথাকে মেনে নিয়েছি।

কিন্তু মধ্যাকর্ষণ শক্তি কেন? মধ্যাকর্ষণ শক্তি না হয়ে অন্য কিছু হলো না কেন? – এই ধরনের গোড়ার প্রশ্নকে ফিজিক্স এলাউ করবে না। ফিলোসফি এগুলোকে ডিল করে। বিজ্ঞান যা বলে সেইটাকে সেইটার জায়গায় রেখে প্রদত্ত ‘উত্তরটির’ আগে কী হতে পারে, পরে কী হতে পারে সেটা নিয়ে ফিলোসফি আলোচনা করে। তাই, অন্য যে কোনো ডিসিপ্লিনের তুলনায় ফিলোসফির অ্যাপ্রোচটাই আলাদা।

সবাই বলে, দর্শন হলো জীবন ও জগতের সামগ্রিক। ফিলোসফির এ ধরনের সংজ্ঞার সমস্যা হলো, জীবন ও জগৎ নিয়ে তো সবাই কাজ করে। লিটারেচার, হিস্ট্রি, এনথ্রোপোলজি, পলিটিক্স …। কোনটা নয়? বিজ্ঞানের বিষয়গুলোও তো জীবন ও জগতের বাইরে কোনো কিছু নয়।

কিন্তু বিগ কোয়েশ্চেনস, ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস – এগুলোকে সিস্টেমেটিকেলি ডিল করে ফিলোসফি।

ফিলোসফি যেসব ইস্যু নিয়ে কাজ করে সেসব ইস্যুর মৌলিকত্ব ও গভীরতার কারণে পরিসংখ্যান বা ভৌত পরীক্ষার মাধ্যমে সেগুলোকে সমাধান করা সম্ভব নয়। সেজন্য যুক্তির হাতিয়ার বা বাহনকে ব্যবহার করতে হয়। ফিলোসফিতে এই কাজটিই করা হয়।

বিগ কোয়েশ্চনগুলোর উত্তর পাওয়া প্রসংগে স্বনামধন্য এস্ট্রোফিজিসিস্ট মিশিও কাকু বলেছেন, ‘you can wait your whole life; but you will not get an email from outside, from God or from some Supreme Being, that this is the answer to your question. You have to find out your own answer. OK?’

That’s philosophy.

(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত ও সংকলিত)


আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।
আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 
Philosophy deals with the big questions in an argumentative way.

ফিলোসফি হচ্ছে জ্ঞানের একটি শাখা, যেটি মৌলিক প্রশ্ন বা সমস্যাগুলোকে যুক্তি দিয়ে মোকাবেলা করে। যেমন – একটি ডাস্টার হাত থেকে ছেড়ে দিলে তা নিচে পড়ে যায়। ফিজিক্সের লোকেরা বলবে, এটি নিচে পড়ার কারণ হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। আমরা তাদের এই কথাকে মেনে নিয়েছি।

কিন্তু মধ্যাকর্ষণ শক্তি কেন? মধ্যাকর্ষণ শক্তি না হয়ে অন্য কিছু হলো না কেন? – এই ধরনের গোড়ার প্রশ্নকে ফিজিক্স এলাউ করবে না। ফিলোসফি এগুলোকে ডিল করে। বিজ্ঞান যা বলে সেইটাকে সেইটার জায়গায় রেখে প্রদত্ত ‘উত্তরটির’ আগে কী হতে পারে, পরে কী হতে পারে সেটা নিয়ে ফিলোসফি আলোচনা করে। তাই, অন্য যে কোনো ডিসিপ্লিনের তুলনায় ফিলোসফির অ্যাপ্রোচটাই আলাদা।

সবাই বলে, দর্শন হলো জীবন ও জগতের সামগ্রিক। ফিলোসফির এ ধরনের সংজ্ঞার সমস্যা হলো, জীবন ও জগৎ নিয়ে তো সবাই কাজ করে। লিটারেচার, হিস্ট্রি, এনথ্রোপোলজি, পলিটিক্স …। কোনটা নয়? বিজ্ঞানের বিষয়গুলোও তো জীবন ও জগতের বাইরে কোনো কিছু নয়।

কিন্তু বিগ কোয়েশ্চেনস, ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস – এগুলোকে সিস্টেমেটিকেলি ডিল করে ফিলোসফি।

ফিলোসফি যেসব ইস্যু নিয়ে কাজ করে সেসব ইস্যুর মৌলিকত্ব ও গভীরতার কারণে পরিসংখ্যান বা ভৌত পরীক্ষার মাধ্যমে সেগুলোকে সমাধান করা সম্ভব নয়। সেজন্য যুক্তির হাতিয়ার বা বাহনকে ব্যবহার করতে হয়। ফিলোসফিতে এই কাজটিই করা হয়।

বিগ কোয়েশ্চনগুলোর উত্তর পাওয়া প্রসংগে স্বনামধন্য এস্ট্রোফিজিসিস্ট মিশিও কাকু বলেছেন, ‘you can wait your whole life; but you will not get an email from outside, from God or from some Supreme Being, that this is the answer to your question. You have to find out your own answer. OK?’

That’s philosophy.

(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত ও সংকলিত)


আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।
আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
Thank you so much 🥰 keep em coming
 
Thank you so much 🥰 keep em coming
অনেক ধন্যবাদ আপনাকে। ছোট্ট একটা সাজেশন ছিল - একই পোস্ট বা একই লেখা বা একই মন্তব্য বিভিন্ন থ্রেডে না করতে চেষ্টা করবেন, এটা কিন্তু ফোরামের নিয়মের বাইরে। পরে কিন্তু কট খেয়ে যাবেন। কস্ট করে ফোরাম rules গুলো একবার দেখে নিন।
 
অনেক ধন্যবাদ আপনাকে। ছোট্ট একটা সাজেশন ছিল - একই পোস্ট বা একই লেখা বা একই মন্তব্য বিভিন্ন থ্রেডে না করতে চেষ্টা করবেন, এটা কিন্তু ফোরামের নিয়মের বাইরে। পরে কিন্তু কট খেয়ে যাবেন। কস্ট করে ফোরাম rules গুলো একবার দেখে নিন।
Okay, I'll try to be careful on future occasions, thank you so much 🥰
 

Users who are viewing this thread

Back
Top