সালাম, মামা।
অবশেষে কারো কারো মতে শীত নাকি চলেই এসেছে। রাতের বেলায় আপাতত ফ্যান না চালালেও পাতলা কাঁথা কিংবা পাতলা কম্বলে কেউ কেউ অভ্যস্ত হবার চেস্টা চালালেও আমি কিন্তু শুধু একটা টি-সার্টেই রাত পার করে দিচ্ছি। ভোরে কিংবা সন্ধ্যায় ওই সার্টের নিচের টি-সার্টেই দিব্যি চলে যাচ্ছে প্রাতঃকালীন আর সান্ধ্যকালীন পদচারনা। উত্তরের কনকনে বাতাস প্রবাহিত হবার আগে পর্যন্ত এভাবেই চালিয়ে নেয়া যাবে বলে আমার ধারনা। বর্তমান পরিস্থিতিতে বয়স্ক পুরুষ লোকেদের খুব একটা সমস্যা না হলেও বয়স্ক মহিলাদের শীতে কিছুটা সমস্যা হচ্ছে বলে মনে হয়। তবে সেটা শহরের মহিলাদের নয়, গ্রামের মহিলাদের। ইতিমধ্যে দেশের সার্বিক পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হবার ফলে আগামী মিলন মেলা নিয়ে একটা দোদল্যমান অবস্থার সৃস্টি হয়েছে। কি হয় কি হয় একটা পরিবেশে আরো ক'টা দিন দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়াই ঠিক হবে বলে অনেকেই মনে করছেন। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
এসব কথা থাক, চলুন দেখে নেয়া যাক গতো ফেব্রুয়ারী মাসের হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...
অবশেষে কারো কারো মতে শীত নাকি চলেই এসেছে। রাতের বেলায় আপাতত ফ্যান না চালালেও পাতলা কাঁথা কিংবা পাতলা কম্বলে কেউ কেউ অভ্যস্ত হবার চেস্টা চালালেও আমি কিন্তু শুধু একটা টি-সার্টেই রাত পার করে দিচ্ছি। ভোরে কিংবা সন্ধ্যায় ওই সার্টের নিচের টি-সার্টেই দিব্যি চলে যাচ্ছে প্রাতঃকালীন আর সান্ধ্যকালীন পদচারনা। উত্তরের কনকনে বাতাস প্রবাহিত হবার আগে পর্যন্ত এভাবেই চালিয়ে নেয়া যাবে বলে আমার ধারনা। বর্তমান পরিস্থিতিতে বয়স্ক পুরুষ লোকেদের খুব একটা সমস্যা না হলেও বয়স্ক মহিলাদের শীতে কিছুটা সমস্যা হচ্ছে বলে মনে হয়। তবে সেটা শহরের মহিলাদের নয়, গ্রামের মহিলাদের। ইতিমধ্যে দেশের সার্বিক পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হবার ফলে আগামী মিলন মেলা নিয়ে একটা দোদল্যমান অবস্থার সৃস্টি হয়েছে। কি হয় কি হয় একটা পরিবেশে আরো ক'টা দিন দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়াই ঠিক হবে বলে অনেকেই মনে করছেন। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
এসব কথা থাক, চলুন দেখে নেয়া যাক গতো ফেব্রুয়ারী মাসের হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...