What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পড়ার মত ভালো কিছু বই সাজেস্ট করুন (2 Viewers)

kichu jodi na paan, online e puro rabindra rachanabali aache...prothom theke porte thakun. Time o pass hobe, gyan o baarte paare. :)
 
জ্ঞানের কথা যদি বলেন, আমি সিরিয়াস...চটি বই পড়েও কিন্তু আপনি বেশ কিছু শিখতে পারবেন। যাই হোক সেদিকে না যাই.... "তারানাথ তান্ত্রিক " এর বই পড়ে দেখতে পারেন। তৎকালীন বাংলার পরিবেশ, মানুষের আচার আচরণ বুঝতে পারবেন সংগে দারুণ গল্প তো আছেই।🙂
 
"আরব্য রজনী" পড়তে পারেন!

"সহস্র এক আরব্য রজনী" পড়তে পারেন! অনলাইনে pdf আছে!
 
এমন আসলে প্রচুর বই আছে। জ্ঞান বৃদ্ধির জন্য নন-ফিকশন বই পড়তে পারেন। অন্যদিকে আনন্দের মাধ্যমেও সাহিত্যের বইগুলো পড়েও জ্ঞান বাড়ানো যায়। আপনি কি ধরনের বই খুঁজছেন ? নন-ফিকশন নাকি ফিকশন ?

আরব্য রজনী নিয়ে দারুণ স্মৃতি রয়েছে। চমৎকার বই। কলকাতার বড়দের জন্য সম্ভবত মৌসুমী প্রকাশনী সচিত্র এই বইটি প্রকাশ করেছে। এটাই আমার কাছে সেরা মনে হয়েছে। এর বাদে সেবা থেকে রকিব হাসানের ৮ খন্ডের আরব্য রচনাটিও সবার জন্য ভালো :D । উপরেরটা এডাল্ট আর পরেরটা নন-এডাল্ট। দুইটাই সংগ্রহে রাখার মত।
 

Users who are viewing this thread

Back
Top