বর্ষার সমুদ্রসমান প্রমত্তা পদ্মা শুকনো মৌসুমে শুকিয়ে খাল! সেই মরা গাঙে প্রমোদভ্রমণে গিয়ে মিস্টার অ্যান্ড মিসেস রবিনসন ক্রুশো নৌকাডুবি হয়ে একটা চরে আটকা পড়ে আছে। কোন মোবাইলের নেটওয়ার্ক নেই, জনবসতি থেকে পুরো বিচ্ছিন্ন।
একদিন ভোরে তারা দেখতে পেলো, সৈকতে এক সুদর্শন যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে, গায়ে অদ্ভুত পোশাক। সুস্থ হয়ে উঠে যুবক জানালো, পদ্মাসেতুতে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে গেছে, তারপর ভেসে ভেসে এ চরে এসে উঠেছে।
ওদিকে মিসেস ক্রুশো প্রথম দর্শনেই এই যুবকের প্রেমে পড়ে গেছে। কয়েকদিন পর সুযোগ বুঝে ঐ যুবককে প্রেম নিবেদন করলো সে।
কিন্তু রবিনসন আশেপাশে যতক্ষণ আছে, কোন কিছু করবার সুযোগ তাদের নেই। টিকটকার যুবক রবিনসনকে পরামর্শ দিলো, চরের তালগাছে উঠে সাহায্য চেতে হবে। এত্তবড় পদ্মাসেতু থেকে কেউ না কেউ নিশ্চয়ই দেখবে। সে আর ক্রুশো গাছে চড়ে সাহায্য চাবে, কেউ দেখতে পেলে পতাকা দিয়ে সংকেত দেবে।
ক্রুশোর বেশ মনে ধরলো বুদ্ধিটা। সহজে গাছে উঠার একটা ব্যবস্থাও তৈরি করলো তারা।
পরদিন প্রথমে পাহারা দেয়ার পালা টিকটকার যুবকের। সে গাছে চড়লো, নিচে ক্রুশো আর তার বউ গেরস্থালি কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরই যুবক চেঁচিয়ে উঠলো, 'ছি, ক্রুশো ভাই! দিনে দুপুরেই ভাবীর ওপর এভাবে চড়াও হয়েছেন। ছি ছি ছি!' ক্রুশো নারকেল কুড়োচ্ছিল, সে বিব্রত হয়ে ওপরে তাকিয়ে বললো, 'কী যে বলো, আমি কোথায়, আর ও কোথায়!'
যুবক চোখ কচলে বললো, 'ওহহো, দুঃখিত, আমার যেন মনে হলো … সরি ভাই।' কিন্তু ঘন্টাখানেক পর আবার চেঁচিয়ে উঠলো সে, 'না, এবার আর কোন ভুল নেই। কী ভাই, একটু অন্ধকার হতে দিন না! এভাবে জংলিদের মতো সক্কলের সামনে … ছি ছি ছি!'
ক্রুশো আগুন ধরাচ্ছিল, সে চটেমটে বললো, 'চোখের মাথা খেয়েছো নাকি ছোকরা, কী দেখতে কী দেখছো!'
যুবক খানিকক্ষণ চেয়ে থেকে মাথা নেড়ে লজ্জিতভাবে হাসলো। 'ইয়ে, দুঃখিত, কিন্তু মনে হলো স্পষ্ট দেখলাম…।'
কিছুক্ষণ বাদে যুবকের পাহারা দেয়ার পালা শেষ হলো, এবার ক্রুশো চড়লো তালগাছে। কিছুক্ষণ আশপাশে তাকানোর পর ক্রুশোর চোখ পড়লো নিচে। সে খানিকক্ষণ চেয়ে থেকে আপনমনে বললো, 'আরে! কী তামশা, ওপর থেকে দেখলে তো মনে হয়, সত্যি সত্যি নিচে ওরা ওসব কিছু করছে!'
একদিন ভোরে তারা দেখতে পেলো, সৈকতে এক সুদর্শন যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে, গায়ে অদ্ভুত পোশাক। সুস্থ হয়ে উঠে যুবক জানালো, পদ্মাসেতুতে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে গেছে, তারপর ভেসে ভেসে এ চরে এসে উঠেছে।
ওদিকে মিসেস ক্রুশো প্রথম দর্শনেই এই যুবকের প্রেমে পড়ে গেছে। কয়েকদিন পর সুযোগ বুঝে ঐ যুবককে প্রেম নিবেদন করলো সে।
কিন্তু রবিনসন আশেপাশে যতক্ষণ আছে, কোন কিছু করবার সুযোগ তাদের নেই। টিকটকার যুবক রবিনসনকে পরামর্শ দিলো, চরের তালগাছে উঠে সাহায্য চেতে হবে। এত্তবড় পদ্মাসেতু থেকে কেউ না কেউ নিশ্চয়ই দেখবে। সে আর ক্রুশো গাছে চড়ে সাহায্য চাবে, কেউ দেখতে পেলে পতাকা দিয়ে সংকেত দেবে।
ক্রুশোর বেশ মনে ধরলো বুদ্ধিটা। সহজে গাছে উঠার একটা ব্যবস্থাও তৈরি করলো তারা।
পরদিন প্রথমে পাহারা দেয়ার পালা টিকটকার যুবকের। সে গাছে চড়লো, নিচে ক্রুশো আর তার বউ গেরস্থালি কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরই যুবক চেঁচিয়ে উঠলো, 'ছি, ক্রুশো ভাই! দিনে দুপুরেই ভাবীর ওপর এভাবে চড়াও হয়েছেন। ছি ছি ছি!' ক্রুশো নারকেল কুড়োচ্ছিল, সে বিব্রত হয়ে ওপরে তাকিয়ে বললো, 'কী যে বলো, আমি কোথায়, আর ও কোথায়!'
যুবক চোখ কচলে বললো, 'ওহহো, দুঃখিত, আমার যেন মনে হলো … সরি ভাই।' কিন্তু ঘন্টাখানেক পর আবার চেঁচিয়ে উঠলো সে, 'না, এবার আর কোন ভুল নেই। কী ভাই, একটু অন্ধকার হতে দিন না! এভাবে জংলিদের মতো সক্কলের সামনে … ছি ছি ছি!'
ক্রুশো আগুন ধরাচ্ছিল, সে চটেমটে বললো, 'চোখের মাথা খেয়েছো নাকি ছোকরা, কী দেখতে কী দেখছো!'
যুবক খানিকক্ষণ চেয়ে থেকে মাথা নেড়ে লজ্জিতভাবে হাসলো। 'ইয়ে, দুঃখিত, কিন্তু মনে হলো স্পষ্ট দেখলাম…।'
কিছুক্ষণ বাদে যুবকের পাহারা দেয়ার পালা শেষ হলো, এবার ক্রুশো চড়লো তালগাছে। কিছুক্ষণ আশপাশে তাকানোর পর ক্রুশোর চোখ পড়লো নিচে। সে খানিকক্ষণ চেয়ে থেকে আপনমনে বললো, 'আরে! কী তামশা, ওপর থেকে দেখলে তো মনে হয়, সত্যি সত্যি নিচে ওরা ওসব কিছু করছে!'