What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Review Nirjon Mela Movie Review (NMMR) (1 Viewer)

dukhopakhi

Global Moderator
Staff member
Global Mod
Joined
Mar 3, 2018
Threads
91
Messages
9,941
Credits
95,379
Thermometer
Tomato
Red Apple
Watermelon
Red Apple
Recipe chicken
আমরা সবাই ই কম বেশী সিনেমা (মুভি) দেখতে পছন্দ করি। কিন্তু সমস্যা হয়ে যায় সিনেমা বাছাই করতে যেয়ে। এখন প্রতি বছর অনেক সিনেমা মুক্তি পায় সারা বিশ্ব জুড়ে। তার ভিতর কোনটা কেমন তা না জানা থাকলে সিনেমা দেখতে যেয়ে আশাহত হতে হয়। আরও বিশেষ করে বলতে গেলে, সবার পছন্দ সমান নয়। কেউ যদি রোমান্টিক সিনেমা পছন্দ করে, তো কারো পছন্দ একশন নির্ভর সিনেমা, আবার কেউ চায় হাস্য রসাত্মক, কেউ বা আবার ইতিহাস নির্ভর, ভয় বা রহস্য জাতিয় সিনেমার তো এখন জয়জয়কার অবস্থা। কিন্তু এগুলোর ভিতরেও আবার মানের প্রশ্ন চলে আসে। পছন্দসই ক্যাটাগরির সিনেমা দেখতে যেয়ে যদি দেখি সিনেমার মানটা মোটেও ভালোনা বা গল্পটা একেবারেই যাচ্ছেতাই, তাহলে ছুটির দিনটা যে কতটা বেকার হতে পারে তা এই ব্যাস্ত যুগে আপনি আমি সবাইই হাড়ে হাড়ে অনুভব করি। তাই এই থ্রেডের মাধ্যমে আমরা চেষ্টা করবো পছন্দসই ক্যাটাগরির সিনেমাটার সম্বন্ধে কিছুটা ধারনা নিয়ে একটা সুন্দর অবসর কাটানোর নিশ্চয়তা খুঁজে বের করার। তাই এখানে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনার দেখা সিনেমার ধরন, কাহিনী সারসংক্ষেপ ও মুক্তিকাল উল্যেখ করে এখানে পোস্ট করে দিবেন। তবে টুইস্ট ক্লাইম্যাক্স এই ধরনের তথ্য দিবেন না। যাতে করে ফোরামের অন্য সদস্যরা তা দেখে সহজেই সিনেমা বাছাই করতে পারে। এমনকি আপনি নিজেও অন্যের পোস্ট দেখে নিজের পছন্দ মতো একটা সিনেমা বাছাই করে দেখতে পারবেন খুব সহযেই। আপনাদের সকলের সহযোগিতার আশায় রইলাম।

বিঃদ্রঃ
১/ সিনেমার রিভিউ সংক্রান্ত রিপ্লাই ব্যাতিত অন্য কোন রিপ্লাই না দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। সাধারন রিপ্লাই মুছে ফেলা হবে।
২/ সকলে কমেন্ট বক্সে আপনাদের সিনেমা রিভিউ পোস্ট করে দিবেন। স্টাফ মামারা তা যথা স্থানে লিংকাপ করে দিবে।

৩/ সাবটাইটেল সহ দেখে থাকলে সেটা উল্লেখ করে দেবেন।

১/ বাংলাদেশি বাংলা/Bangladeshi Bangla
২/ ভারতীয় বাংলা/Indian Bangla
৩/ ভারতীয় হিন্দি/Indian Hindi
৪/ ভারতীয় অন্যান্য ভাষা/Indian other Language
৫/ ইংরেজি/English
৬/ বিশ্বের অন্যান্য ভাষা/Worlds other Languages
 

Users who are viewing this thread

Back
Top