'অরণ্যের দিনরাত্রি' সিনেমা চলচিত্রপ্রেমী প্রায় সবারই দেখা । সত্যজিতের একটি মাস্টারপিস ।
সেখানেই একটি দৃশ্যে মেমরি গেম ছিল । সবারই হয়তো মনে আছে, সেই গেম এ এক-এক করে আউট হয়ে যাবার ক্রমটা ।
প্রথম আউট হলেন কাবেরী বসু ।
তারপর রবি ঘোষ ।
তারপর শমিত ভঞ্জ ।
তারপর শুভেন্দু চট্টোপাধ্যায় ।
সবশেষে সৌমিত্র চট্টোপাধ্যায় ।
শর্মিলা ঠাকুর টিকে রইলেন ..
ও তো Film !
এবার রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে আসুন ।
ছ-জনের মধ্যে প্রথম মৃত্যু হয় --
কাবেরী বসুর (1977)
তারপর রবি ঘোষ (1997)
তারপর শমিত ভঞ্জ (2003)
এরপর শুভেন্দু চট্টোপাধ্যায় (2007)
এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (2020)
শর্মিলা ঠাকুর নিজের জীবনেও এখনও আছেন ।
অদ্ভুত এক রহস্য আমাদের জীবনেরই ..
নিছকই কাকতালীয় ?
নাকি ফেলুদা স্টাইলে -- "আছে আছে টেলিপ্যাথি-র জোর আছে !"
( সংগৃহীত )
সেখানেই একটি দৃশ্যে মেমরি গেম ছিল । সবারই হয়তো মনে আছে, সেই গেম এ এক-এক করে আউট হয়ে যাবার ক্রমটা ।
প্রথম আউট হলেন কাবেরী বসু ।
তারপর রবি ঘোষ ।
তারপর শমিত ভঞ্জ ।
তারপর শুভেন্দু চট্টোপাধ্যায় ।
সবশেষে সৌমিত্র চট্টোপাধ্যায় ।
শর্মিলা ঠাকুর টিকে রইলেন ..
ও তো Film !
এবার রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে আসুন ।
ছ-জনের মধ্যে প্রথম মৃত্যু হয় --
কাবেরী বসুর (1977)
তারপর রবি ঘোষ (1997)
তারপর শমিত ভঞ্জ (2003)
এরপর শুভেন্দু চট্টোপাধ্যায় (2007)
এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (2020)
শর্মিলা ঠাকুর নিজের জীবনেও এখনও আছেন ।
অদ্ভুত এক রহস্য আমাদের জীবনেরই ..
নিছকই কাকতালীয় ?
নাকি ফেলুদা স্টাইলে -- "আছে আছে টেলিপ্যাথি-র জোর আছে !"
( সংগৃহীত )