সালাম, মামা।
নভেম্বর/২০২২ মাসের হাজিরার ফলাফল নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হলাম। নভেম্বর মানে শীতকাল। কিন্তু আমাকে আর আমার মতো অনেককেই এই সময়ে ফুল স্পীডে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। আর দিনের বেলায় তো ফ্যান বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। এহেন অবস্থায় অনেকেই আমাকে তাদের মনে যা ধরে তাই বলে ডাকাডাকি করে। আমার কিছু করার নেই। এই আহে আমার কপালে। তাদেরকে কিছুতেই বুঝাতে পারি না, শীতের সময়ে শীত না করলে আমারও যে খারাপ লাগে... যাক সে কথা। শীত আসছে সে গুটি গুটি পায়ে হউক, কিংবা দৌড়ে দৌড়ে। আসছে যে সেটাই বড় কথা। আমার প্রিয় মওসুম কিছুদিনের জন্য হলেও সময়টা ভালো কাটবে সে আশা করছি। সেই সাথে সবার জন্য শুভ কামনায় চলুন দেখে নেয়া যাক গতো বছর ঠিক এই মাসে হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো।
এখানে উল্লেখ্য যে হাজিরা খাতার ফলাফল তৈরী করতে যেয়ে আমি যেটা বুঝেছি এই সময় থেকেই হাজিরা খাতায় হাজিরা দেয়ার ভাটা শুরু হয়েছিলো। কারন অনিয়মিত মেম্বার থেকে নিয়ে যারা এতোদিন পর্যন্ত নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন তারাও এই মাসে নিয়মিত হাজিরা দেননি। হাজির যে ছিলেন না সেটা নয়, ফোরামে হাজির ছিলেন ঠিকই, কিন্তু হাজিরা দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলান কিংবা ইচ্ছে-অনিচ্ছায় হাজিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।
নভেম্বর/২০২২ মাসের হাজিরার ফলাফল নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হলাম। নভেম্বর মানে শীতকাল। কিন্তু আমাকে আর আমার মতো অনেককেই এই সময়ে ফুল স্পীডে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। আর দিনের বেলায় তো ফ্যান বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। এহেন অবস্থায় অনেকেই আমাকে তাদের মনে যা ধরে তাই বলে ডাকাডাকি করে। আমার কিছু করার নেই। এই আহে আমার কপালে। তাদেরকে কিছুতেই বুঝাতে পারি না, শীতের সময়ে শীত না করলে আমারও যে খারাপ লাগে... যাক সে কথা। শীত আসছে সে গুটি গুটি পায়ে হউক, কিংবা দৌড়ে দৌড়ে। আসছে যে সেটাই বড় কথা। আমার প্রিয় মওসুম কিছুদিনের জন্য হলেও সময়টা ভালো কাটবে সে আশা করছি। সেই সাথে সবার জন্য শুভ কামনায় চলুন দেখে নেয়া যাক গতো বছর ঠিক এই মাসে হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো।
এখানে উল্লেখ্য যে হাজিরা খাতার ফলাফল তৈরী করতে যেয়ে আমি যেটা বুঝেছি এই সময় থেকেই হাজিরা খাতায় হাজিরা দেয়ার ভাটা শুরু হয়েছিলো। কারন অনিয়মিত মেম্বার থেকে নিয়ে যারা এতোদিন পর্যন্ত নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন তারাও এই মাসে নিয়মিত হাজিরা দেননি। হাজির যে ছিলেন না সেটা নয়, ফোরামে হাজির ছিলেন ঠিকই, কিন্তু হাজিরা দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলান কিংবা ইচ্ছে-অনিচ্ছায় হাজিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।