ম্যাডামকে চুমু দিয়েছেন
সেদিন দীপুদের স্কুলে পরিদর্শক এসেছে। হেড স্যার পরিদর্শক মহোদয়কে নিয়ে এই ক্লাস সেই ক্লাস ঘুরে শেষে দীপুদের ক্লাসে এসে ঢুকলেন। ঢুকার আগে প্যাসেজে তানিয়া ম্যাডামের সাথে হেড স্যারের দেখা। স্যার তানিয়া ম্যাডামকে সাথে করে দীপুদের ক্লাসে ঢুকলেন। তখন গোপাল স্যার ক্লাস করাচ্ছিলেন। ইন্সপেক্টর ক্লাসে ঢুকেই গোপাল স্যারকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা, আপনি ছেলেদের অবজারভেশন সন্মন্ধে তালিম দেন তো ?"
গোপাল স্যার বেশ চটপট জবাব দিলেন, "নিশ্চয়ই, স্যার। এটা আমি নিয়মিতই করে থাকি।"
পরিদর্শক বললেন, "আচ্ছা, ঠিক আছে। ছেলেদের তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি। "
এটুকু বলে দীপুদের দিকে তাকিয়ে পরিদর্শক বললেন, " আচ্ছা ছেলেরা তোমরা সবাই চোখ বন্ধ করো তো ? "
ক্লাসের সবাই চোখ বন্ধ করে ফেলার পর পরিদর্শক মুখে একটা শব্দ করে বললেন, "এবার সবাই চোখ খোল আর বলো তোমাদের চোখ বন্ধ অবস্থায় আমি কি করেছিলাম ?"
সবার পিছন থেকে সানি বললো, " স্যার, আপনি তানিয়া ম্যাডামকে চুমু দিয়েছেন, স্যার !"