maruftamimauthor
Member
Movie Name- Notebook
Director- Nitin Kakkar
Producer- Salman Khan,Murad Khetani,Ashwin Varde
Starring- Zaheer Iqbal,Pranutan Bahl
এবার আসি মুভি প্রশঙ্গে-
প্রথমত বলে নিতে চাই এই মুভিটি থাই মুভি "The Teacher's Diary" থেকে কাহিনী সংরক্ষণ করে তৈরি করা হয়েছে। আমি "The Teacher's Diary" মুভি এর সাথে "Notebook" এর পার্থক্য করব না কারণ কোথায় থাই মুভি আর কোথায় ইন্ডিয়ান মুভি। তারপরও ইন্ডিয়ান হিসেবে মুভিটি ভালো ছিল তারপরও মানুষের মনে জায়গা করে নিতে পারল না। ১৫ কোটি রুপি বাজেটের মুভিটি বক্স অফিসে আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। ধরা যায় বড় ধরনের লোকশান।
আমি মনে করি এই মুভিটি ফ্লপের পিছনে রয়েছে Casting Crew এর হাত কারণ এখানে নায়ক নায়িকা থেকে শুরু করে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সবাই অপরিচিত মুখ।
নায়ক Zaheer Iqbal (Kabir Sir) এবং নায়িকা Pranutan Bahl (Firdaus Teacher) তাদের দুজনেরই প্রথম মুভি এটি। প্রথম হিসেবে তারা আসলেই অনেকটা ভালো করেছেন আমার মতে।
তারা ব্যাতিত বাকীরাও ভালো অভিনয় করেছেন তারপরও মুভিটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে নাই। শুধু একটাই সমস্যা আর সেটি হল পরিচিত অভিয়শিল্পী নেই তার জন্য দর্শক মুভিটি গ্রহণ করতে পারেনি। এটিই মুভি তৈরির ব্যার্থতা ছিল প্রডাকশনের।
লোকেশনের ব্যাপারে বলতে গেলে মুভিটি কাশমিরে শুটিং করা হয়েছে। সব থেকে ভালোলেগেছে পানির উপরে ঐ ভাসমান স্কুলটিকে।
সব মিলিয়ে মুভিটি আমার কাছে ভালোলেগেছে অন্যদের কেমন লাগবে জানি না। তারপরও বলতে চাই একবার হলেও মুভিটি দেখবেন আশা করি আপনার সময় নষ্ট হবে না।
ধন্যবাদ....
(ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটি আমার প্রথম মুভি রিভিউ তাই অনেক ভুল থাকতে পারে।)
Director- Nitin Kakkar
Producer- Salman Khan,Murad Khetani,Ashwin Varde
Starring- Zaheer Iqbal,Pranutan Bahl
এবার আসি মুভি প্রশঙ্গে-
প্রথমত বলে নিতে চাই এই মুভিটি থাই মুভি "The Teacher's Diary" থেকে কাহিনী সংরক্ষণ করে তৈরি করা হয়েছে। আমি "The Teacher's Diary" মুভি এর সাথে "Notebook" এর পার্থক্য করব না কারণ কোথায় থাই মুভি আর কোথায় ইন্ডিয়ান মুভি। তারপরও ইন্ডিয়ান হিসেবে মুভিটি ভালো ছিল তারপরও মানুষের মনে জায়গা করে নিতে পারল না। ১৫ কোটি রুপি বাজেটের মুভিটি বক্স অফিসে আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। ধরা যায় বড় ধরনের লোকশান।
আমি মনে করি এই মুভিটি ফ্লপের পিছনে রয়েছে Casting Crew এর হাত কারণ এখানে নায়ক নায়িকা থেকে শুরু করে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সবাই অপরিচিত মুখ।
নায়ক Zaheer Iqbal (Kabir Sir) এবং নায়িকা Pranutan Bahl (Firdaus Teacher) তাদের দুজনেরই প্রথম মুভি এটি। প্রথম হিসেবে তারা আসলেই অনেকটা ভালো করেছেন আমার মতে।
তারা ব্যাতিত বাকীরাও ভালো অভিনয় করেছেন তারপরও মুভিটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে নাই। শুধু একটাই সমস্যা আর সেটি হল পরিচিত অভিয়শিল্পী নেই তার জন্য দর্শক মুভিটি গ্রহণ করতে পারেনি। এটিই মুভি তৈরির ব্যার্থতা ছিল প্রডাকশনের।
লোকেশনের ব্যাপারে বলতে গেলে মুভিটি কাশমিরে শুটিং করা হয়েছে। সব থেকে ভালোলেগেছে পানির উপরে ঐ ভাসমান স্কুলটিকে।
সব মিলিয়ে মুভিটি আমার কাছে ভালোলেগেছে অন্যদের কেমন লাগবে জানি না। তারপরও বলতে চাই একবার হলেও মুভিটি দেখবেন আশা করি আপনার সময় নষ্ট হবে না।
ধন্যবাদ....
(ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটি আমার প্রথম মুভি রিভিউ তাই অনেক ভুল থাকতে পারে।)