maruftamimauthor
Member
Movie Name:- Aamis
Director:- Bhaskar Hazarika
Cast:- Lima Das, Arghadeep Baruah.
[HASH=3794]#Spoiler_Alert[/HASH]
....
"কখনও শুনেছেন যে ভালোবাসা প্রকাশের জন্য নিজের শরীরের মাংস কেটে রান্না করে ভালোবাসার মানুষটিকে খাওয়াতে?"
এমনই আশ্চার্য কাহিনী দিয়ে তৈরি এই মুভিটি।
বেশ কিছুদিন যাবত এই মুভিটি সম্পর্কে অনেক লিখালিখি দেখছিলাম তাই নিজেও দেখে নিলাম মুভিটি এবং দেখার পর আমি নিজেই অবাক যে বাংলাতে এমন মানসিকতার মুভি তৈরি হয়।
......
এবার মুভির কাহিনীতে আসা যাক...
নিরমালি নামক একজন মধ্যবয়সী বিবাহিতা ডাক্তারের সাথে হঠাত করে পরিচয় হয় সুমন নামের একজন পিএইচডি ছাত্রের ।
সুমনের পিএইচডি এর বিষয় ছিল নানা রকম প্রাণীর মাংসের স্বাদ কেমন হয় তার গবেষণা করা। এবং তার সাথে যোগ দেয় ডাক্তার নিরমালি।
এরপর দুজনে শুরু করে বিভিন্ন প্রাণীর মাংসের স্বাদ গ্রহণ করা। এভাবে আস্তে আস্তে একে অপরের বন্ধুত্ব শুরু হয় এবং সেখান থেকে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু নিরমালি নিজের সংসার এর কথা চিন্তা করে নিজেকে দূরে রাখার চেষ্টা করে।
এদিকে সুমন ভালোবাসা প্রকাশের জন্য নিজের শরীরের মাংস কেটে রান্না করে নিরমালিকে খাওয়াতে শুরু করে। এর দ্বারা সে মনে করে যে নিজের মাংস ভালোবাসার মানুষকে খাওয়ালে শারীরিক সম্পর্ক এবং শারীরিক স্পর্শের অনুভূতি পাওয়া যায়।
...
এভাবে আস্তে আস্তে কাহিনী অন্যদিকে মোড় নিতে শুরু করে এবং এর পরিণতি হয় ভয়াবহ।
...
এই মুভিতে সব থেকে আকর্ষণ করেছে বিভিন্ন প্রাণীর মাংসের গুনাগুন,সেগুলোকে রান্না করার ধরণ এবং সবশেষে খাবারের স্বাদ গ্রহণের ভঙ্গি।
এমন এক্সপ্রেশন দেখলে নিজেরই পেট গুলিয়ে এসেছিল অনেকবার।
...
তাই বলব চাইলে একবার হলেও এই মুভিটি দেখতে পারেন সময় বিফলে যাবে না। তবে একটি কথা বলতে চাই,আপনি যদি দূর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এই মুভি দেখা থেকে বিরত থাকুন নয়ত বমি ঠ্যাকাতে কষ্ট হবে। এবং খাবার সামনে নিয়ে কখনও এটিকে দেখবেন না তাহলে খাওয়ার রুচিতে ঝামেলা হতে পারে।
আপনি যদি মনের থেকে এই মুভিটি দেখেন তাহলে আমি কোনো সন্দেহ ছাড়া বলতে পারি আপনাকে বেশ কিছুদিন ঘোরের ভিতর থাকতে হবে এবং অরুচিতেও ভুগতে পারেন।
তাই নিজ দায়িত্বে দেখবেন।
ধন্যবাদ।
(ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই মুভিটি দেখেছেন তাদের অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।)
Director:- Bhaskar Hazarika
Cast:- Lima Das, Arghadeep Baruah.
[HASH=3794]#Spoiler_Alert[/HASH]
....
"কখনও শুনেছেন যে ভালোবাসা প্রকাশের জন্য নিজের শরীরের মাংস কেটে রান্না করে ভালোবাসার মানুষটিকে খাওয়াতে?"
এমনই আশ্চার্য কাহিনী দিয়ে তৈরি এই মুভিটি।
বেশ কিছুদিন যাবত এই মুভিটি সম্পর্কে অনেক লিখালিখি দেখছিলাম তাই নিজেও দেখে নিলাম মুভিটি এবং দেখার পর আমি নিজেই অবাক যে বাংলাতে এমন মানসিকতার মুভি তৈরি হয়।
......
এবার মুভির কাহিনীতে আসা যাক...
নিরমালি নামক একজন মধ্যবয়সী বিবাহিতা ডাক্তারের সাথে হঠাত করে পরিচয় হয় সুমন নামের একজন পিএইচডি ছাত্রের ।
সুমনের পিএইচডি এর বিষয় ছিল নানা রকম প্রাণীর মাংসের স্বাদ কেমন হয় তার গবেষণা করা। এবং তার সাথে যোগ দেয় ডাক্তার নিরমালি।
এরপর দুজনে শুরু করে বিভিন্ন প্রাণীর মাংসের স্বাদ গ্রহণ করা। এভাবে আস্তে আস্তে একে অপরের বন্ধুত্ব শুরু হয় এবং সেখান থেকে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু নিরমালি নিজের সংসার এর কথা চিন্তা করে নিজেকে দূরে রাখার চেষ্টা করে।
এদিকে সুমন ভালোবাসা প্রকাশের জন্য নিজের শরীরের মাংস কেটে রান্না করে নিরমালিকে খাওয়াতে শুরু করে। এর দ্বারা সে মনে করে যে নিজের মাংস ভালোবাসার মানুষকে খাওয়ালে শারীরিক সম্পর্ক এবং শারীরিক স্পর্শের অনুভূতি পাওয়া যায়।
...
এভাবে আস্তে আস্তে কাহিনী অন্যদিকে মোড় নিতে শুরু করে এবং এর পরিণতি হয় ভয়াবহ।
...
এই মুভিতে সব থেকে আকর্ষণ করেছে বিভিন্ন প্রাণীর মাংসের গুনাগুন,সেগুলোকে রান্না করার ধরণ এবং সবশেষে খাবারের স্বাদ গ্রহণের ভঙ্গি।
এমন এক্সপ্রেশন দেখলে নিজেরই পেট গুলিয়ে এসেছিল অনেকবার।
...
তাই বলব চাইলে একবার হলেও এই মুভিটি দেখতে পারেন সময় বিফলে যাবে না। তবে একটি কথা বলতে চাই,আপনি যদি দূর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এই মুভি দেখা থেকে বিরত থাকুন নয়ত বমি ঠ্যাকাতে কষ্ট হবে। এবং খাবার সামনে নিয়ে কখনও এটিকে দেখবেন না তাহলে খাওয়ার রুচিতে ঝামেলা হতে পারে।
আপনি যদি মনের থেকে এই মুভিটি দেখেন তাহলে আমি কোনো সন্দেহ ছাড়া বলতে পারি আপনাকে বেশ কিছুদিন ঘোরের ভিতর থাকতে হবে এবং অরুচিতেও ভুগতে পারেন।
তাই নিজ দায়িত্বে দেখবেন।
ধন্যবাদ।
(ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই মুভিটি দেখেছেন তাদের অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।)