সময় কাটানোর জন্য আমরা অফলাইনে বন্ধু বান্ধব নিয়ে কার্ড ( তাস) খেলে থাকি। এছাড়াও উৎসবে অনুষ্ঠানে কার্ড খেলার বেশ প্রচলন রয়েছে। কার্ড খেলা বিভিন্ন প্রকার হয়ে থাকে। লোকমুখে প্রচলিত রয়েছে ৫২ কার্ডে ৫৩ খেলা। তবে কার্ডের নানারকম খেলার মধ্যে টুয়েন্টি নাইন 29 খেলাটি বেশ জনপ্রিয়। এ খেলাটি সারা বিশ্বব্যাপি বেশ পরিচিত। এ খেলাটির নানা মোবাইল এন্ড্রয়েড ভার্সন প্লেষ্টোর ও অনলাইনে পাওয়ার যায়।
আমার পছন্দের অনলাইন ভার্সনটি নিচে দেওয়া হলো- ডাউনলোড করে নিন।
DOWNLOAD card 29