আপনি যেহেতু মোবাইলে কোডিং করতে চান, তার মানে আপনার কোডিং সম্পর্কে ধারণা আছে। আপনাকে এখন শুধু সেই জিনিসটাই মোবাইলে প্রাকটিস করতে হবে।
মোবাইলে কোড করা কিছুটা কষ্টকর। খুব ছোট ফন্ট সাইজ, ফোনের উইডথ কম থাকায় কোড বুঝতে সনস্যা হওয়া ইত্যাদি। তবে এগুলো ফেস করতে পারলে মোটামুটি সম্ভব।
আপনি প্রথমে প্লে স্টোর থেকে একটি কোড ইডিটর
ডাউনলোড করে নেবেন।
আমি স্প্যাক ইডিটর ব্যবহার করেছি। অ্যাকোডও ব্যবহার করেছি। দুটোই ভালো কাজ করে। আপনি এখান থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
এবার আপনার কাজ হচ্ছে ফোনের মেমোরি ড্রাইভে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা। এটা কম্পিউটারের মতোই সিম্পল। ফাইল এক্সটেনশন অন রেখে আপনার প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিন এবং এর ভেতরে প্রয়োজনীয় ফাইল সেভ করে নিন।
ব্যাস, ফোল্ডারটি ইডিটরে নিয়ে আসুন। কোড লিখুন, রান করুন।
কোড রান করাতে গুগল ক্রোম তো আছেই। আর আপনি একটু বেশি স্পেস পেতে ফোনটা প্রোট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নেন। ঝামেলার সমাধান।
কোডিংয়ের দুনিয়ায় শক্ত হন, স্কিল ডেভেলপ করেন সেই কামনা।
মোবাইলে কোড করা কিছুটা কষ্টকর। খুব ছোট ফন্ট সাইজ, ফোনের উইডথ কম থাকায় কোড বুঝতে সনস্যা হওয়া ইত্যাদি। তবে এগুলো ফেস করতে পারলে মোটামুটি সম্ভব।
আপনি প্রথমে প্লে স্টোর থেকে একটি কোড ইডিটর
ডাউনলোড করে নেবেন।
আমি স্প্যাক ইডিটর ব্যবহার করেছি। অ্যাকোডও ব্যবহার করেছি। দুটোই ভালো কাজ করে। আপনি এখান থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
এবার আপনার কাজ হচ্ছে ফোনের মেমোরি ড্রাইভে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা। এটা কম্পিউটারের মতোই সিম্পল। ফাইল এক্সটেনশন অন রেখে আপনার প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিন এবং এর ভেতরে প্রয়োজনীয় ফাইল সেভ করে নিন।
ব্যাস, ফোল্ডারটি ইডিটরে নিয়ে আসুন। কোড লিখুন, রান করুন।
কোড রান করাতে গুগল ক্রোম তো আছেই। আর আপনি একটু বেশি স্পেস পেতে ফোনটা প্রোট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নেন। ঝামেলার সমাধান।
কোডিংয়ের দুনিয়ায় শক্ত হন, স্কিল ডেভেলপ করেন সেই কামনা।