KrakatoaIguazu
Experienced Board
শরীর নশ্বর, তাই তার সর্বোচ্চ ব্যাবহার করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সমাজ, ধর্ম, রাষ্ট্র, আইন ও নীতির শিকলে বাঁধা পড়ে যায় উর্বর জমির যথোপযুক্ত চাষাবাদ।মিথিলার মতো এমন বুদ্ধিদীপ্ত,মেধাবী ও সুন্দরী নারী ক্ষণজন্মা। যারা ওই শরীরের স্পর্শ পাবে তারা দুনিয়াতে জান্নাতুল ফেরদৌসের সুখ লাভ করবে।