What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made মেঘের কাব্য (1 Viewer)

dukhopakhi

Global Moderator
Staff member
Global Mod
Joined
Mar 3, 2018
Threads
102
Messages
11,887
Credits
110,622
Calculator
Mosque
Calculator
LittleRed Car
LittleRed Car
LittleRed Car
নীল আকাশে উড়ে চলা সাদা, কালো অথবা সাদা-কালোর মিশেলে মেঘের রাশি দেখে বিমোহিত হননা এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর। মেঘ আমারও খুব পছন্দের। আকাশে ভেসে চলা মেঘগুলো যেন নিজেরাই আনমনে কাব্য রচনা করে চলেছে, আর সেই কাব্য আমরা আবৃতি করে চলেছি সম্মোহিতের ন্যায়। আসুন মেঘের রচিত কাব্যগুলোর পাঠোদ্ধার করা যায় কিনা দেখি
 
এইযে দেখ বিশাল আকাশ
রৌদ্র ছায়ার খেলা,
তুমি বিনে মিথ্যে সবই
অলস বিকেল বেলা...


yPvc7OY.jpg
 
উত্তাল মেঘনার উদ্দাম নৃত্ত
দমকে দমকে কাঁপিয়ে দিচ্ছে
মেঘেদের রাজ্য...


DjQ2Yue.jpg
 
নিখাঁদ একটি সন্ধ্যার আকাশ
দেখতে দেখতে ঘনালো আঁধার,
তোমার অভাব বুঝতে বুঝতে
ফিরে আসে বারে রাঙ্গা প্রভাত...




qgnJSxv.jpg
 
তোমার জন্য ভূবণ সাজিয়েছি
সবুজ ফসল দিয়ে।
সাদা মেঘের ছাউনি দিয়েছি,
বৃষ্টি জলে তোমার ঠোঁটে
ভালোবাসা বুনবো বলে...



o0tD0Rj.jpg
 
দ্বিতীয় আর তৃতীয় ছবি দুটি কি বিশনন্দীতে থাকাকালীন তোলা নাকি ?
চমৎকার হয়েছে, মামা।
যেমন লেখা তেমনি ছবি...
 
দ্বিতীয় আর তৃতীয় ছবি দুটি কি বিশনন্দীতে থাকাকালীন তোলা নাকি ?
চমৎকার হয়েছে, মামা।
যেমন লেখা তেমনি ছবি...
এপর্যন্ত এখানকার সবগুলো ছবিই বিশনন্দিতে থাকতে তোলা মামা। তবে আগামীতে হয়তো অন্য কোন জায়গার ছবি পাবেন
 

Users who are viewing this thread

Back
Top