সালাম, মামা।
কেমন আছেন সবাই। শীতের শেষে বসন্তের আগমনে ধরনী নতুন সাজে যখন সাজতে ব্যস্ত তখন আপনাদের জন্য মে/২০২৩ মাসের হাজিরার ফলাফল নিয়ে আবারো হাজির হলাম। প্রকৃতির এই রূপ বদলানোতে আগে যেরকম অনুভুতি হতো এখন আর সেটা খুঁজে পাই না। না পাবার অনেকগুলো কারনের মাঝে একটি হলো বয়স। সেটি তো আর আগের মতো নেই। বয়সের কারনে অনুভুতি কিছুটা লোপ পেলেও পারিপার্শ্বিক অবস্থা বিচারে এখন বসন্তের সেই উদ্যাম উচ্ছল অবস্থাটা যে অনেকে প্রত্যাশাই করেন না সেটিও বিবেচনায় আনতে হবে। নির্মল সেই আনন্দধারা এখন অনেক ক্ষেত্রেই বেশ কলুষিত হয়ে পড়েছে সামাজিক উচ্ছৃংখলতা আর নীতি নিয়মের তোয়াক্কা না করা কিশোর-কিশোরীদের অবাধ আর অনৈতিক চলা-ফেরার কারনে। দিন দিন জিম্মি হয়ে পড়ছে অনেক অভিবাবক। তাদের করুণ অবস্থা দেখে মাঝে মধ্যেই বেশ কস্ট লাগে। সামাজিক এই অবক্ষয় রোধে নিজেরা কিছু করতে না পারার সেই কস্ট কুড়ে কুড়ে খেলেও শেষ পর্যন্ত একদিন এই অবস্থা থেকে আমাদের সমাজ ঘুড়ে দাঁড়াবে সে প্রত্যাশা রেখে মনকে দমানোর চেস্টা করি।
অনেক ভারি ভারী কথা হয়ে গেছে। এসব এখানে লেখার তো আসলেও কোনো কারন নেই।
তারচে বরং চলুন দেখে নেয়া যাক মে/২০২৩ মাসের হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...
কেমন আছেন সবাই। শীতের শেষে বসন্তের আগমনে ধরনী নতুন সাজে যখন সাজতে ব্যস্ত তখন আপনাদের জন্য মে/২০২৩ মাসের হাজিরার ফলাফল নিয়ে আবারো হাজির হলাম। প্রকৃতির এই রূপ বদলানোতে আগে যেরকম অনুভুতি হতো এখন আর সেটা খুঁজে পাই না। না পাবার অনেকগুলো কারনের মাঝে একটি হলো বয়স। সেটি তো আর আগের মতো নেই। বয়সের কারনে অনুভুতি কিছুটা লোপ পেলেও পারিপার্শ্বিক অবস্থা বিচারে এখন বসন্তের সেই উদ্যাম উচ্ছল অবস্থাটা যে অনেকে প্রত্যাশাই করেন না সেটিও বিবেচনায় আনতে হবে। নির্মল সেই আনন্দধারা এখন অনেক ক্ষেত্রেই বেশ কলুষিত হয়ে পড়েছে সামাজিক উচ্ছৃংখলতা আর নীতি নিয়মের তোয়াক্কা না করা কিশোর-কিশোরীদের অবাধ আর অনৈতিক চলা-ফেরার কারনে। দিন দিন জিম্মি হয়ে পড়ছে অনেক অভিবাবক। তাদের করুণ অবস্থা দেখে মাঝে মধ্যেই বেশ কস্ট লাগে। সামাজিক এই অবক্ষয় রোধে নিজেরা কিছু করতে না পারার সেই কস্ট কুড়ে কুড়ে খেলেও শেষ পর্যন্ত একদিন এই অবস্থা থেকে আমাদের সমাজ ঘুড়ে দাঁড়াবে সে প্রত্যাশা রেখে মনকে দমানোর চেস্টা করি।
অনেক ভারি ভারী কথা হয়ে গেছে। এসব এখানে লেখার তো আসলেও কোনো কারন নেই।
তারচে বরং চলুন দেখে নেয়া যাক মে/২০২৩ মাসের হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...