ডিস্ক্লেইমারঃ এই লেখাটা বেশ পুরনো, একটু এডিট করে আপডেট দিচ্ছি/দিব। একটু সময় নিয়ে সাথে থাকুন, আর ভাল লাগলে কমেন্টে জানান। হ্যাপি রিডিং।
প্রথম পর্বঃ
চাকরির জন্য বাসা বদল করে নতুন এই এলাকায় আসা। ব্যাচেলর হিসাবে বাসা পেতে অনেক ঝামেলা হয়েছিল, বাসা তাও একটা পাওয়া গেল, কিন্তু বাসায় উঠে অন্য এক সমস্যায় পড়লাম, এদিকটাতে কাজের লোক পাওয়া খুব কঠিন, কারন খুব একটা মানুষ থাকে না এখানে। আর যারা কাজ করে তারা এদিকে কাজ নেয় না কারন খুব বেশী টাকাও পাওয়া যায় না। বেশ কিছুদিন খুজে কিছুটা হাল ছেড়ে দিয়ে বাসার নিচের কেয়ারটেকারকে বললাম একজন কাজের লোক দেখে দিতে, দরকার হলে টাকা বেশী দেয়া যাবে।
দুদিন পর সন্ধ্যায় বাসায় ফিরে উপরে উঠতে যাব, এমন সময় কেয়ারটেকার মামা ডাক দিল, কাছে গেলে বলল একজন কাজ করতে রাজি আছে কিন্তু টাকা একটু বেশী দিতে হবে। আমার তখন টাকায় আপত্তি নাই, তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম কে? সে বলল যে সামনের বাসার দারয়োনের বউ, এমনিতে কোথাও কাজ করেনা কিন্তু একেবারে কাছে বলে আর টাকা ভাল পাওয়া যাবে বলে রাজি হয়েছে। কখনো কাজ করেনি শুনে আমি একটু দোনোমনা হলাম দেখে মামা বলল যে মেয়ে খুবই পরিস্কার আর ভদ্র। দরকার হলে কথা বলে দেখেন। আমি রাজি বলে আমাকে নিয়ে সামনের বাসায় গেল।
আমাকে বাইরে দাড় করিয়ে রেখে ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে বাইরে এসে বলল যে মেয়েটার স্বামী বাইরে গেসে, কিন্তু আমি তার সাথে এখন কথা বলতে পারি ভিতরে গিয়ে। বলে সে তার বাসার গেট খোলা আছে তাই চলে গেল।
আমি ভিতরে গেলাম, সবে সন্ধ্যা হচ্ছে। এখন বাতি জ্বলেনি, ভিতরে গিয়ে দাড়াতে একজন এসে লাইট জ্বালিয়ে আমার দিকে ঘুরে দাড়াল।
আমি প্রথমে দেখে কিছুটা থতমত খেয়ে গেলাম, এই মেয়ে দারোয়ানের বউ আর আমার বাসায় কাজ করবে! বয়স হয়ত আমার সমান অথবা এক বছর কম, পরনে বেশ পরিস্কার কিন্তু কিছুটা জীর্ন একটা সালোয়ার। বেশ ফরসা মাজামাজা গায়ের রঙ, গোলগাল মুখ। শরীর বেশ ভরাট, সালোয়ারটা গায়ে বেশ টাইট হয়ে এটে আছে। আমি কিছু বলছিনা দেখে বলল 'আপনের বাসায় কাজ?'। তার কথায় সম্বিত ফিরে এল। এতক্ষণ যে তার দিকে তাকিয়ে ছিলাম এটা বুঝে লজ্জা পেলাম, সেও যে এটা লক্ষ্য করেছে এটা তার মুখে মৃদু হাসি দেখে বুজতে পারলাম। বললাম জ্বী, কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে। মাথা নেড়ে বলল 'জে আমার সময়ের সমস্যা নাই, আমি আর কোথাও কাম করিনা। আপনের বাসা কাছে বইলা আমার স্বামী রাজি হইসে।'। কথায় একটা আঞ্চলিক টান আছে দেখলাম। পরদিন শুক্রবার, বললাম সকালে আসেন পরদিন থেকে। মাথা নেড়ে হ্যা সূচক জবাব দিল। বের হয়ে আসার আগে একবার জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু ব্যাচেলর এটা জানেন তো। আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল 'তাতে কি হইসে, খায়া তো ফেলবেন না।' হাসির সময় গালে দেখলাম টোল পড়ে, আর বাদিকে একটা গজদাত আসে মেয়েটার। কথা শুনে অবশ্য কিছুটা লজ্জা পেয়ে বললাম যে না অনেকে কাজ করতে চায় না ব্যাচেলর বাসায় কারণ কাজ বেশী করা লাগে তাই। একথা শুনে বলল 'কেন আপনে কত কি করাইবেন যে আগেই ডরাইতেছেন?'। আমি হেসে বললাম ঠিক আসে কাল আসেন। বের হওয়ার আগে হঠাত মনে হল নাম জানা হয়নি মেয়েটার। ঘুরে জিজ্ঞাসা করলাম আপনাকে কি নামে ডাকব? আবার সেই টোল পড়া হাসি দিয়ে বলল 'মায়া'।
প্রথম পর্বঃ
চাকরির জন্য বাসা বদল করে নতুন এই এলাকায় আসা। ব্যাচেলর হিসাবে বাসা পেতে অনেক ঝামেলা হয়েছিল, বাসা তাও একটা পাওয়া গেল, কিন্তু বাসায় উঠে অন্য এক সমস্যায় পড়লাম, এদিকটাতে কাজের লোক পাওয়া খুব কঠিন, কারন খুব একটা মানুষ থাকে না এখানে। আর যারা কাজ করে তারা এদিকে কাজ নেয় না কারন খুব বেশী টাকাও পাওয়া যায় না। বেশ কিছুদিন খুজে কিছুটা হাল ছেড়ে দিয়ে বাসার নিচের কেয়ারটেকারকে বললাম একজন কাজের লোক দেখে দিতে, দরকার হলে টাকা বেশী দেয়া যাবে।
দুদিন পর সন্ধ্যায় বাসায় ফিরে উপরে উঠতে যাব, এমন সময় কেয়ারটেকার মামা ডাক দিল, কাছে গেলে বলল একজন কাজ করতে রাজি আছে কিন্তু টাকা একটু বেশী দিতে হবে। আমার তখন টাকায় আপত্তি নাই, তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম কে? সে বলল যে সামনের বাসার দারয়োনের বউ, এমনিতে কোথাও কাজ করেনা কিন্তু একেবারে কাছে বলে আর টাকা ভাল পাওয়া যাবে বলে রাজি হয়েছে। কখনো কাজ করেনি শুনে আমি একটু দোনোমনা হলাম দেখে মামা বলল যে মেয়ে খুবই পরিস্কার আর ভদ্র। দরকার হলে কথা বলে দেখেন। আমি রাজি বলে আমাকে নিয়ে সামনের বাসায় গেল।
আমাকে বাইরে দাড় করিয়ে রেখে ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে বাইরে এসে বলল যে মেয়েটার স্বামী বাইরে গেসে, কিন্তু আমি তার সাথে এখন কথা বলতে পারি ভিতরে গিয়ে। বলে সে তার বাসার গেট খোলা আছে তাই চলে গেল।
আমি ভিতরে গেলাম, সবে সন্ধ্যা হচ্ছে। এখন বাতি জ্বলেনি, ভিতরে গিয়ে দাড়াতে একজন এসে লাইট জ্বালিয়ে আমার দিকে ঘুরে দাড়াল।
আমি প্রথমে দেখে কিছুটা থতমত খেয়ে গেলাম, এই মেয়ে দারোয়ানের বউ আর আমার বাসায় কাজ করবে! বয়স হয়ত আমার সমান অথবা এক বছর কম, পরনে বেশ পরিস্কার কিন্তু কিছুটা জীর্ন একটা সালোয়ার। বেশ ফরসা মাজামাজা গায়ের রঙ, গোলগাল মুখ। শরীর বেশ ভরাট, সালোয়ারটা গায়ে বেশ টাইট হয়ে এটে আছে। আমি কিছু বলছিনা দেখে বলল 'আপনের বাসায় কাজ?'। তার কথায় সম্বিত ফিরে এল। এতক্ষণ যে তার দিকে তাকিয়ে ছিলাম এটা বুঝে লজ্জা পেলাম, সেও যে এটা লক্ষ্য করেছে এটা তার মুখে মৃদু হাসি দেখে বুজতে পারলাম। বললাম জ্বী, কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে। মাথা নেড়ে বলল 'জে আমার সময়ের সমস্যা নাই, আমি আর কোথাও কাম করিনা। আপনের বাসা কাছে বইলা আমার স্বামী রাজি হইসে।'। কথায় একটা আঞ্চলিক টান আছে দেখলাম। পরদিন শুক্রবার, বললাম সকালে আসেন পরদিন থেকে। মাথা নেড়ে হ্যা সূচক জবাব দিল। বের হয়ে আসার আগে একবার জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু ব্যাচেলর এটা জানেন তো। আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল 'তাতে কি হইসে, খায়া তো ফেলবেন না।' হাসির সময় গালে দেখলাম টোল পড়ে, আর বাদিকে একটা গজদাত আসে মেয়েটার। কথা শুনে অবশ্য কিছুটা লজ্জা পেয়ে বললাম যে না অনেকে কাজ করতে চায় না ব্যাচেলর বাসায় কারণ কাজ বেশী করা লাগে তাই। একথা শুনে বলল 'কেন আপনে কত কি করাইবেন যে আগেই ডরাইতেছেন?'। আমি হেসে বললাম ঠিক আসে কাল আসেন। বের হওয়ার আগে হঠাত মনে হল নাম জানা হয়নি মেয়েটার। ঘুরে জিজ্ঞাসা করলাম আপনাকে কি নামে ডাকব? আবার সেই টোল পড়া হাসি দিয়ে বলল 'মায়া'।
Last edited: