Bangla_baba
Member
যাপিত জীবনে মানুষ আনন্দ বেদনার মিশেলে বেঁচে থাকে। অনাবিল সুখ থেকে মুহুর্তের ব্যবধানে দুঃখের ভেতর নিমজ্জিত হতে হয়। তেমনি ভাল সময়ের ভেতর হুট করে নিজেকে একদম বাজে সময়ের ভেতর আবিষ্কার করি গত বছরের লকডাউনে। আমি আগাগোড়া গ্রামের ছেলে। গ্রামেই আমার শেকড়। কিন্তু পড়াশোনার প্রয়োজনে আমাকে শুরু থেকেই বহুদিন বাইরে থাকতে হয়েছিল। মধ্যবিত্ত গৃহস্থ পরিবার। বাবা স্কুল শিক্ষক, গৃহিণী মা, বছর চারেকের ছোট ভাই এই নিয়ে আমাদের সংসার। ভালো ছেলে আর ছাত্র হিসেবে আমাদের দুই ভইয়ের একটা আলাদা সুনাম এলাকাজুড়ে। বাবা মা অনেক কষ্ট করে কিছু সম্পদ গড়েছিলেন। সাধারণ বাঙালি পরিবারের যা থাকলে তাদের সুখী ও সমৃদ্ধ বলা যায় আমরা ছিলাম তাই। আমি পড়তাম দেশের সেরা ভার্সিটিতে। ২০১৯ এর শেষে আমার মাস্টার্স কমপ্লিট হয়। আমার ভাইটাও ২০২০ এর জানুয়ারিতে ডিফেন্সে জয়েন করার সুযোগ পায়। এরপরে শুরু হয় আমাদের দুঃখের দিন। ভাই সার্ভিসে জয়েন করার দিন আমরা সবাই মাইক্রোবাসে ওকে রাখতে যাই। যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় চলে যায় আমার পরিবারের সবাই। একরাশ দুঃখ নিয়ে বেচে থাকি আমি।