মধ্যপ্রাচ্য কেন মধ্যপ্রাচ্য? এটার কারণ বলতে গেলে অনেকগুলো কারণ বলতে হবে!
প্রথমত মধ্যপ্রাচ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত৷ আবার এটি ইউরেশিয়া, ভূমধ্যসাগর ও ভারত সাগরের সঙ্গমস্থলে অবস্থিত৷ অবস্থানের দিক দিয়েও এটি মাঝে তাই এটিকে মধ্যপ্রাচ্য বলা হতো৷ এটিই হয়ত প্রধান কারণ!
এছাড়া পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেছিল মধ্যপ্রাচ্যের মানুষ৷ তাই স্বাভাবিকভাবেই তাদেরকে মাঝে রেখে আকা হয়েছিল৷ আর এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যকে মাঝেই রাখা হয়েছে৷
আবার মধ্যপ্রাচ্য হচ্ছে প্রাচীন সব সভ্যতার আদি নিবাস৷ মধ্যপ্রাচ্য সৃষ্টির আদিকাল থেকেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ তাদের ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার বিকাশের জন্য৷
এই মধ্যপ্রাচ্য সবার কাছে আবার খুব সম্মানীয়ও বটে! প্রায় ৪০০ কোটির উপরে মানুষ মধ্যপ্রাচ্যকে তাদের ধর্মীয় দিক থেকে সম্মান করে৷ কারণ পৃথিবীর বড় বড় ধর্ম যেমন ইসলাম খৃষ্ট ও ইহুদি ধর্মের জন্ম মধ্যপ্রাচ্যে৷ যদিও এখন ওই জায়গায় সবাই প্রায় ইসলামধর্মালম্বী!
তাই সব দিক থেকেই যেহেতু কেন্দ্রবিন্দুতে তাই এটি মধ্যপ্রাচ্য! ।
আর তাছাড়াও পৃথিবীর মেরু বিবেচনায় উত্তর - দক্ষিণ ও পূর্ব পশ্চিমের মাঝেই এর অবস্থান৷ এটিও একটি কারণ হতে পারে৷
প্রথমত মধ্যপ্রাচ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত৷ আবার এটি ইউরেশিয়া, ভূমধ্যসাগর ও ভারত সাগরের সঙ্গমস্থলে অবস্থিত৷ অবস্থানের দিক দিয়েও এটি মাঝে তাই এটিকে মধ্যপ্রাচ্য বলা হতো৷ এটিই হয়ত প্রধান কারণ!
এছাড়া পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেছিল মধ্যপ্রাচ্যের মানুষ৷ তাই স্বাভাবিকভাবেই তাদেরকে মাঝে রেখে আকা হয়েছিল৷ আর এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যকে মাঝেই রাখা হয়েছে৷
আবার মধ্যপ্রাচ্য হচ্ছে প্রাচীন সব সভ্যতার আদি নিবাস৷ মধ্যপ্রাচ্য সৃষ্টির আদিকাল থেকেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ তাদের ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার বিকাশের জন্য৷
এই মধ্যপ্রাচ্য সবার কাছে আবার খুব সম্মানীয়ও বটে! প্রায় ৪০০ কোটির উপরে মানুষ মধ্যপ্রাচ্যকে তাদের ধর্মীয় দিক থেকে সম্মান করে৷ কারণ পৃথিবীর বড় বড় ধর্ম যেমন ইসলাম খৃষ্ট ও ইহুদি ধর্মের জন্ম মধ্যপ্রাচ্যে৷ যদিও এখন ওই জায়গায় সবাই প্রায় ইসলামধর্মালম্বী!
তাই সব দিক থেকেই যেহেতু কেন্দ্রবিন্দুতে তাই এটি মধ্যপ্রাচ্য! ।
আর তাছাড়াও পৃথিবীর মেরু বিবেচনায় উত্তর - দক্ষিণ ও পূর্ব পশ্চিমের মাঝেই এর অবস্থান৷ এটিও একটি কারণ হতে পারে৷