What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার এর LATEST ভার্সন (1 Viewer)

Bergamo

Forum God
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
9,649
Messages
117,051
Credits
1,241,096
Glasses sunglasses
Berry Tart
Statue Of Liberty
Profile Music
Sandwich
IvIVef1.jpg


আজ আপনাদের জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে এসেছি । যেহেতু আজ আমরা অভ্র কীবোর্ড এর সাহায্যে বাংলা লিখছি তাই ওটা দিয়েই শুরু করি ।

5yGxVis.jpg


১) Avro Keyboard : আমাদের কাছে অত্যন্ত পরিচিত সফটওয়্যার তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই সফটওয়্যারটা দিয়ে আপনি পিসিতে বাংলা টাইপ করতে পারবেন । সত্যি কথা বলতে কি বাংলা টাইপ করার জন্য এটা একটা অসাধারন সফটওয়্যার এর থেকে সহজে বোধয় বাংলা লেখা যায় না । এছাড়া আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করলে পাবেন Avro Spell Checker যেটা দিয়ে আপনি আপনার লেখাতে কোন বানান ভুল আছে কিনা সেটা চেক করতে পারবেন ।

ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

cPW16Mb.jpg


২) Google Chrome / Mozilla Firefox : এ দুটো হল ব্রাউজার । দুটো ব্রাউজারই খুব ভালো । অবশ্য আমি নিজে গুগল ক্রম ব্যবহার করি তবে যাদের ইন্টারনেট এর স্পীড ভালো তাদের পক্ষে মজিলা ফায়ারফক্সই ব্যবহার করা ভালো । Google Chrome ডাউনলোড করতে ক্লিক করুন এখানে আর Mozilla Firefox ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৩) Java Runtime Environment : এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এটা প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করা হয় এছাড়া বহু সফটওয়ার চালাতেও এটি কাজে লাগে । ৩২ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৪) Adobe Flash Player : Youtube ভিডিও দেখার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এটা ছাড়া আপনি Youtube এ ভিডিও দেখতে পাবেন না । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৫) VLC Media Player : এই ভিডিও প্লেয়ারটি সব ধরনের ভিডিও চালাতে পারে । খুব ভালো একটা ভিডিও প্লেয়ার । ৩২ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৬) DAEMON Tools Lite : আমরা অনেক সময় অনেক .iso ফাইল ডাউনলোড করি কিন্তু এগুলো চালাতে আমাদেরকে আগে ডিভিডি অথবা সিডি তে বার্ন করতে হয় তবে এই সফটওয়্যারটা থাকলে আপনি সিডি অথবা ডিভিডি তে বার্ন না করেও ফাইলটা চালাতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৭) Nero Multimedia Suite : অনেক সময় আমাদের সিডি অথবা ডিভিডি বার্ন করতে হয় তখন আপনি এই সফটওয়্যারটা দিয়ে খুব সহজেই আর খুব ভালোভাবে সিডি অথবা ডিভিডি বার্ন করতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৮) Skype : ভিডিও চ্যাট করার জন্য এটার তুলনা হয় না । এক কথায় অসাধারন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

৯) WinRAR : RAR ফাইল EXTRACT করার জন্য এটা খুব ভালো সফটওয়্যার তবে দুঃখের বিষয় হল আপনাকে এই সফটওয়্যারটা কিনতে হবে । কি খুব কষ্ট হল শুনে ? তবে আপনাদের জন্য আমি এর বদলে আরও একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটার নাম Extract Frog । এটা পুরো ফ্রী । যদি Winrar কিনতে না চান তাহলে এটা ব্যবহার করতে পারেন । এটাও খুব ভালো কাজ করে । তবে আপনি নেটে একটু খুঁজলেই ফুল ভার্সন Winrar পেয়ে যাবেন । আমি অবশ্য ফুল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দেব না আমি কেবল ট্রায়ালটার ডাউনলোড লিঙ্ক দেব । Winrar 32 বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে এবং Extract Frog ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১০) Adobe Reader : pdf ফাইল পরার জন্য এই সফটওয়্যারটার তুলনা নেই । আমি অ্যাডোব রিডার ১১ এর লিঙ্ক দিলাম । আপনি যদি অ্যাডোব রিডার ১০ ব্যবহার করেন তাহলে আপডেট করে নিতে পারেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১১) CCleaner : পুরো ফ্রী একটা সফটওয়্যার । আপনার পিসির বিভিন্ন Temp ফাইল ডিলিট করবে । এছাড়া আরও অনেক কাজ রয়েছে ডাউনলোড করলেই বুঝতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১২) Vuze : টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য এটার তুলনা হয়না । তবে সফটওয়্যারটা ইন্সটল করার আগে আপনার পিসিতে জাভা ইন্সটল করা থাকতে হবে । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১৩) Recuva : ফাইল ডিলিট হয়ে গেছে ? নো টেনসন । এই সফটওয়্যারটা আপনার ফাইলটাকে ফিরিয়ে এনে দিবে । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১৪) Avast! Free Antivirus : আপনারা যারা প্যাচ সফটওয়্যার ব্যবহার করেন তারা এটা ব্যবহার করতে পারেন । পুরো ফ্রী । পিসি এর Protection হয়ত ততটা ভালো হবে না তবে প্যাচ অ্যান্টিভাইরাস ব্যবহার করার থেকে অনেক ভালো । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১৫) Internet Download Manager : ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য এর থেকে ভালো সফটওয়্যার আর হয় না । তবে এটা কিনতে হয় যদি কিনতে না চান তাহলে প্যাচ ব্যবহার করতে পারেন । আমি অবশ্য ট্রায়াল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দেব । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

১৬) Lightshot : Screenshot নেবার জন্য এটা খুব ভালো একটা সফটওয়্যার । একবার মাত্র Prtscr বাটনটা প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে


এই মুহূর্তে আমার আর কোন সফটওয়্যার এর নাম মনে পড়ছে না , যদি আপনাদের আরও কোন সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে বলবেন । কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না যেন । ভালো থাকবেন , ভালো রাখবেন । সামনেই দেখা হবে । ধন্যবাদ ।
 

Users who are viewing this thread

Back
Top