নজিরবিহীন হয়ে রইল ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। রাজপথে বার্ষিক প্যারেড চলাকালেই সীমান্তে অবস্থানরত কৃষকদের একাংশ গতকাল মঙ্গলবার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন রাজধানী নয়াদিল্লিতে। টানা কয়েক ঘণ্টা ধরে চলে তুলকালাম দাপাদাপি। পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস উপেক্ষা করে এগিয়ে চলা ট্রাক্টর উল্টে এক কৃষক মারা যান। বিক্ষোভে দিল্লি পুলিশের ১০ জন কমবেশি আহত হন। কৃষকদের কতজন আহত হয়েছেন, জানা যায়নি। কিছু সময়ের জন্য হলেও ঐতিহাসিক লালকেল্লা চলে যায় কয়েক শ কৃষকের অধীনে। অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের এ বিক্ষোভের খণ্ডচিত্র রয়টার্সের ছবিতে...
প্রবল প্রতিরোধে মুখে ব্যারিকেড ভেঙে পুরান দিল্লিতে ঢুকে পড়েন কৃষকেরা
প্রবল প্রতিরোধে মুখে ব্যারিকেড ভেঙে পুরান দিল্লিতে ঢুকে পড়েন কৃষকেরা