What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কোটা আন্দোলন ২০২৪ (1 Viewer)

Pannu khan

Experienced Member
Joined
Apr 6, 2024
Threads
11
Messages
1,135
Credits
7,069
বাংলাদেশের ছাত্ররা যতবারই যৌক্তিক কোন আন্দোলন করতে রাজপথে নেমেছে, সরকার কে পাশে পায় নাই, এটা চরম দুঃখজনক।

নিরাপদ সড়ক থেকে আজকের কোটা আন্দোলন সবগুলোই অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী আন্দোলন।

২০২৪ সালের কোটা আন্দোলনের কোন পক্ষে আপনার অবস্থান ?
এ বিষয়ে ফোরামবাসীর সুচিন্তিত মতামত কামনা করছি।
 
কোটা আন্দোলন ২০১৮ সালেই সফল হয়েছে বলে অনেকে মনে করেছিল কিন্তু দুঃখজনক ভাবে সরকার সাধারণ ছাত্রদের দাবি মূল্যায়ন করেনি। কিন্তু এবার একটা যৌক্তিক রায় আসলেও যতগুলো জীবনের ক্ষতি হলো চাইলে সরকার এটা ঠেকাতে পারতো।
 
কোটা নিয়ে আমার কিছু যায় আসত না। কিছু যৌক্তিক ভাবনা ছিল। যেমন, (১) কোটা থাকা দরকার। কিন্তু ৫৬% কোটা অত্যন্ত অযৌক্তিক। (২) মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু তা নাতি পুতি তো দূরের কথা, সন্তান পর্যন্ত যাওয়া উচিৎ হয়নি। (৩) ৩০ লক্ষ মানুষ মানুষ নিহত হয়েছেন বলে যে আমরা শিখে আসছি তার থেকে মুক্তিযোদ্ধাদের তো সুবিধা দেওয়ায় হয়েছে, বাদ বাকিদের পরিবার পরিজন কেন সুবিধা পাবেন না?
কিন্তু যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, খুন করা শুরু হলো তখন সব যুক্তি টুক্তি উড়ে গেছে। এখন কোন যুক্তি নেই। BAL, ছাত্রলীগ এদের কাউকে চাই না।
 
কোটা নিয়ে আমার কিছু যায় আসত না। কিছু যৌক্তিক ভাবনা ছিল। যেমন, (১) কোটা থাকা দরকার। কিন্তু ৫৬% কোটা অত্যন্ত অযৌক্তিক। (২) মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু তা নাতি পুতি তো দূরের কথা, সন্তান পর্যন্ত যাওয়া উচিৎ হয়নি। (৩) ৩০ লক্ষ মানুষ মানুষ নিহত হয়েছেন বলে যে আমরা শিখে আসছি তার থেকে মুক্তিযোদ্ধাদের তো সুবিধা দেওয়ায় হয়েছে, বাদ বাকিদের পরিবার পরিজন কেন সুবিধা পাবেন না?
কিন্তু যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, খুন করা শুরু হলো তখন সব যুক্তি টুক্তি উড়ে গেছে। এখন কোন যুক্তি নেই। BAL, ছাত্রলীগ এদের কাউকে চাই না।
নামেও বাল কামেও বাল, নাম শুনলে বিরক্তি লাগে
 

Users who are viewing this thread

Back
Top