What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কিছু ভালো মনস্তাত্ত্বিক কৌশল (1 Viewer)

XamanSaqib94

Member
Joined
Nov 1, 2021
Threads
10
Messages
101
Credits
1,400
চলুন আজকে আমরা জেনে নেই কিছু ভালো মনস্তাত্ত্বিক কৌশল---

১. যদি ঘুম পরিপূর্ণ না হয়ে থাকে তবে,---
-মস্তিষ্ককে বলুন, " আমি অনেক ভালো ঘুমিয়েছি"। দেখবেন অনেকটা প্রশান্তি লাগবে। এটা চমৎকার কাজ করে!

২. কাউকে হারিয়ে দিতে চান,যে আপনাকে অপমান করেছে?

-কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। কিছু না বলে শুধু সবার সামনে তাকে এড়িয়ে চলে যান।এটা তার অহংকারকে আঘাত করবে এবং খোঁচা দেওয়া থেকে বিরত থাকবে।

৩. বুঝতে চান, কেউ আপনার কথায় মনোযোগী কি না?

-আপনার বলা বাক্যটাকে সামান্য পরিবর্তন করে পুনরায় বলুন। যদি সে মনোযোগী হয় তবে তার মুখভঙ্গি কিছুটা পরিবর্তন হবে অথবা সে বাক্যের পরিবর্তনকৃত অংশ টা ধরে ফেলবে।

৪. কিভাবে বুঝবেন যে, কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নিচ্ছে?

-শুধু তার চোখের দিকে তাকাবেন, যখন সে কথা বলে, এসময় ঐ কথা বলার দরুন যদি তার চোখ অন্যদের চোখ থেকে সরিয়ে নেয় তবে সে ভান করতেছে। একজন মিথ্যাবাদী / ভনিতাকারী ব্যক্তি তার মিথ্যা বলার সময় চোখের স্থিরতা লুকানোর করার চেষ্টা করে।

৫. নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে পরিত্রাণ পেতে চান?

-যুক্তির প্রশ্ন ছুড়ে দিন যখন এসব মাথায় আসে। দেখবেন খারাপ চিন্তার শক্তি কমে যাবে এবং তৎক্ষনাৎ মাথা থেকেও দূরে সরে যাবে।

৬. আত্মবিশ্বাস অনুভব করতে চান?

-যখন কারও সাথে দেখা করছেন, ভাবুন আপনার সবকিছুই আছে যা অপর ব্যক্তি আমার মধ্যে দেখতে চায়/ আমার কাছ থেকে চায়। হ্যাঁবোধক ফলাফলের জন্য এতোটুকুই যথেষ্ট!
 
একেবারে সঠিক ভাবে জীবনে চলার পরামর্শ তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ।
 
-শুধু তার চোখের দিকে তাকাবেন, যখন সে কথা বলে, এসময় ঐ কথা বলার দরুন যদি তার চোখ অন্যদের চোখ থেকে সরিয়ে নেয় তবে সে ভান করতেছে। একজন মিথ্যাবাদী / ভনিতাকারী ব্যক্তি তার মিথ্যা বলার সময় চোখের স্থিরতা লুকানোর করার চেষ্টা করে।
i can tell you the biggest lie right in to your eyes. trick is, you gotta believe the lie too.
 
জীবনে ভালোভাবে চলার জন্য যা তথ্য দরকার তা দেয়ার জন্য ধন্যবাদ।
 
Positive thinking even at negetive times is the greatest psychological trick to be successful in life.
 

Users who are viewing this thread

Back
Top