কেমন পাতলা ?
কান্তাসের ক'দিন ধরেই জ্বর। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে পাতলা পায়খানা। সময় যতো যাচ্ছে পায়খানার রূপও ততো পাল্টাচ্ছে। আস্তে আস্তে পাতলা হতে হতে শেষে এমন অবস্থা দাড়ালো যে সেটা একেবারে পানির মতো হয়ে গেলো। অবস্থা বেগতিক দেখে কান্তাস ফোন দিলো পাখিকে। সে যেনো ডাঃ জিসানকে একটু বলে দেয় কান্তাসকে দ্রুত দেখে ওষুধ দিয়ে দেবার জন্য। কারন এই অবস্থায় ডাক্তারের চেম্বারে কান্তাসের বসে থাকা সম্ভব নয়। নিজের কাপড়-চোপড় তো নস্ট হবেই সেইসাথে আশেপাশের লোকজন তখন আর চেম্বারে টিকতে পারবে না। পাখি জিসানকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়ে কান্তাসকে বলে দিলো যেনো এখনি সে ডাক্তারের চেম্বারে যায়। পাখির ফোন পেয়ে কান্তাস ছুটলো ডাঃ জিসানের চেম্বারে। হুড়মুড় করে জিসানের চেম্বারে ঢুকেই কান্তাস বললো,
কান্তাসঃ ডাক্তার সাব, আজ সকাল থেকে আমার পাতলা পায়খানা। জলদি ওষুধ দ্যান।
জিসানঃ কেমন পাতলা ?
কান্তাসঃ ভালোই পাতলা।
জিসানঃ ভালোই কেমন ?
কান্তাসঃ খুব পাতলা।
জিসানঃ খুব কেমন ?
কান্তাসঃ চরম পাতলা।
জিসানঃ চরম কেমন ?
কান্তাসঃ মারাত্নক পাতলা।
জিসানঃ (এবার বেশ বিরক্ত হয়ে ) আরে মিয়া, কেমন পাতলা সেইটা বলতে কি আপনার লজ্জা করছে ?
কান্তাস এবার বেশ বিপদেই পরে গেলো। এতোভাবে বুঝানোর চেস্টা করেও ডাক্তারকে বুঝাতে না পেরে এবার কান্তাস উদহারণ টেনে বললো,
কান্তাসঃ এমন পাতলা যে আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন...