বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেছিলেন তিনি। কেননা স্কুলজীবনে তাঁর নাচ দেখে খুব হাসাহাসি করেছিল সহপাঠীরা। পরদিন নোরা ফাতেহি ঘুম থেকে উঠে মাকে বললেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল পরিবারের সন্তান নোরা পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সে সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান সুপারহিট কিছু আইটেম গানে নেচে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন ছবি শেয়ার করে দুই কোটির বেশি অনুসারীদের ব্যস্ত রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একেকটি ছবিতেও লাইক পড়ে লাখ লাখ। আজ এই তারকার জন্মদিন। জন্মদিনে দেখুন ইনস্টাগ্রামে শেয়ার করা নোরার নানা সময়ের ছবি।
মরোক্কান মা–বাবার ঘরে ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি কানাডায় নোরার জন্ম। বেড়ে ওঠা কানাডায়। আর ক্যারিয়ার ভারতে। তাই ভারতীয়-আরব-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে তাঁর নাচের ভঙ্গিমা অন্য সবার চেয়ে আলাদা | ছবি: ইনস্টাগ্রাম
মরোক্কান মা–বাবার ঘরে ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি কানাডায় নোরার জন্ম। বেড়ে ওঠা কানাডায়। আর ক্যারিয়ার ভারতে। তাই ভারতীয়-আরব-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে তাঁর নাচের ভঙ্গিমা অন্য সবার চেয়ে আলাদা | ছবি: ইনস্টাগ্রাম