গ্রাফিক্যাল নকশা, দুই রঙের কাজল সবই থাকছে এ বছর, মডেল: নিকি ও দোয়েল। সাজ: পারসোনা, স্থান কৃতজ্ঞতা: ক্যানভাস স্টুডিও
চোখের সাজে ভিন্নতা
চেহারার ওপরও পড়েছে করোনার প্রভাব, সাজগোজে এসেছে পরিবর্তন। মাস্কের আড়ালে ঢাকা পড়েছে ঠোঁট, মুখ, নাক। তবে ধরাছোঁয়ার বাইরে আছে চোখজোড়া। তাই এ সময় বেড়ে গেছে চোখের সাজের গুরুত্ব। গত দুই বছর সাজগোজে তাই চেহারার এই অংশকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। আমাদের দেশে চোখ সাজাতে কাজল সব সময়ই ছিল, আছে এবং থাকবে। শুধু কাজল দিয়েই পাল্টে ফেলা যায় চোখের ভাষা। পুরোনো নকশার পাশাপাশি নতুন নতুন নকশায়ও এখন সেজে উঠছে চোখ।
নীল কাজলের ছোঁয়ায়
কয়েক শ বছর ধরে কাজলের ব্যবহার হচ্ছে। রোদ থেকে চোখকে রক্ষা করতে, চোখ পরিষ্কার রাখতে, সৌন্দর্য বাড়ানো প্রভৃতি কারণে সোমালিয়া, ইথিওপিয়া, মিশরের নারীরা কাজল ব্যবহার শুরু করেছিলেন। কারণ, যেটাই হোক কাজল এখন সব বয়সী নারীদের সাজের উপকরণ। কাজলকালো চোখ মানিয়ে যায় প্রতিদিন, যেকোনো জায়গায়, যেকোনো পোশাকের সঙ্গে এবং যেকোনো উৎসবে।
আইশ্যাডো ও কাজল দুটোই থাকবে চলতি ধারায়
গ্রাফিক্যাল নকশা মানাবে সব ধরনের চোখেই
চোখের সাজে প্রতিবছরই কিছু যোগ-বিয়োগ হয়। এ বছর যেমন গ্লিটারের প্রাধান্য থাকবে। চোখের ওপর এবং পাশে আঁকা হবে গ্রাফিক্যাল লাইন। উজ্জ্বল রঙের আইশ্যাডো ও আইলাইনের ব্যবহারও থাকবে। তবে এ সবকিছুর পাশাপাশি জমিয়ে থাকবে কাজল। চোখের নিচে মোটা করে কাজল দেওয়া সব সময়ই থাকবে। কখনো টেনে, কখনো বা চোখ বরাবর সমান থাকবে। তবে বিভিন্ন ধরনের নিরীক্ষাধর্মী কাজও দেখা যাবে। কাজল দিয়ে টানা গ্রাফিক্যাল লাইন তুলে ধরবে সেটাই। কালো রঙের পাশাপাশি নিয়ন রঙের কাজলের ব্যবহার বাড়বে। চোখের বাইরের অংশের কোনার দিকে একটি বা দুইটি লাইনের গ্রাফিক্যাল লাইন নাটকীয়তা তৈরি করবে। চোখের পাতার ওপরও থাকবে এই সাজ। গ্রাফিক্যাল নকশা সবাইকেই মানায় বলে জানান পারসোনার পরিচালক নুজহাত খান।
দুই থেকে তিন রঙের কাজল ব্যবহার করে সাজাতো পারেন চোখ
চোখ অনুযায়ী সাজ
তাঁর ওই কাজল কালো চোখে
চোখের ওপরের পাতা বড় হলে, ওপরেই আঁকা যাবে। তবে যদি ছোট হয়, পাশ দিয়ে তিন কোনা গ্রাফিক্যাল লাইন ভালো লাগবে।
বড় চোখে যেকোনো সাজই ভালো লাগে। কাজল দেওয়ারও তেমন কোনো নিয়ম নেই। চোখের ভেতরে, বাইরে কাজল দেওয়া যায়। চাইলে সাদা রঙের কাজল দিয়েও ভেতরে রেখা টানতে পারেন। গোল আকারের চোখে কিছুটা টেনে কাজল দিন। একটু নিচের দিকে নামানো চোখে কাজল দিন ওপরের দিকে টান দিয়ে। ছোট চোখে সব সময় বাইরের দিকে কাজল পরুন। চোখ বড় লাগবে। ছোট চোখের ওয়াটার লাইন বরাবর সাদা অথবা বাদামি রঙের কাজল লাগান, চোখ বড় লাগবে। যাঁরা কাজলের কড়া কালো রঙটিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, বাদামি রং তাঁদের জন্য আদর্শ।
[FA]pen[/FA] লেখক: রয়া মুনতাসীর, ঢাকা