সালাম, মামা সকল !
ইতিপূর্বে ধারনা দিয়েছিলাম প্রতি মাসে অন্তত দুই মাসের হাজিরার ফলাফল প্রকাশের চেস্টা করবো। সেই চেস্টাতেই আজ জুন/২০২২ মাসের হাজিরার ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এভাবে যদি এগিয়ে যেতে পারি তবে হয়তো একটা সময় মাসের হাজিরার ফলাফল মাসেই প্রকাশ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধৈর্য্যের সাথে সবাই আমার পাশে থাকবেন সে প্রত্যাশা করছি। যদিও কথাটা ক'জন পড়বেন কিংবা আদৌ কেউ কড়বেন কিনা তাতেও যথেষ্ঠ সন্দেহ আছে। সে যাই হউক, থ্রেড এই এই ধারাবাহিকতা বজায় থাকলে কখনো হয়তো আবারো সেই আগের মতো উচ্ছাস ফিরে আসতেও পারে। তখন হয়তো আমার এই কথাটি কেউ না কেউ পড়বেন আর এই বিলম্বে প্রকাশিত হাজিরার ব্যাপারটি অনুধাবন করবেন।
এমাসের হাজিরাতে শুধু মাত্র একজনই আছেন যিনি হাজিরা প্রদানের সময় জীবিত ছিলেন মানে একটিভ মেম্বার ছিলেন পরবর্তীতে ব্যান হয়ে যান। আগের মাসগুলোতে এরকম সদস্য সংখ্যা বেশ ক'জনই ছিলেন। সেদিক দিয়ে নিয়মিত সদস্য সংখ্যার হার বেশীই বলতে হবে। মানে এটা এক ধরনের উন্নতির লক্ষন ! আমরা চাই না কেউ নির্জন মেলা থেকে ব্যান হয়ে যাক। কিন্তু অবস্থা এমনই হয় যে যারা ব্যান হচ্ছেন তাদেরকে ব্যান না করেও পারা যায় না। দিন শেষে ফোরামের শৃংখ্যলার ব্যাপারটি যেখানে মূখ্য !
এই মাসেও যারা হাজিরা খাতায় নিজেদের নাম দস্তখত করেছেন তাদের বেশীরভাগই হয় শখ করে কিংবা না বুঝে অথবা এমনি এমনিই হাজিরা প্রদান করে গেছেন। পুরস্কারের আশায় কিংবা নিজের রেগুলারিটি বজায় রাখার নিশান হিসাবে সেই নিয়মিত মেম্বাররাই হাজিরা দিয়ে গেছেন। সেজন্যই নতুন কেউ পুরস্কার পেয়েছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে ব্যত্যয় একটা ঘটেছে। অনেক অনেকদিন ধরে ফাস্ট এন্ড ফিউরিয়াসের খেতাব ধরে রাখা আমাদের @apuvai মামা এবার আর এই খেতাব ধরে রাখতে পারেননি। কেনো পারেননি সেটা ওনিই ভালো জানেন, তবে প্রতিযোগিতা যে হয়েছে সেটা হাজিরা প্রদানের সময় দেখে খুব ভালোভাবেই অনুমান করা যায়। হয় অপু মামা ছেড়ে দিয়েছেন কিংবা যিনি এবারের ফাস্ট এন্ড ফিউরিয়াসের খেতাব অর্জন করেছেন সেই @Able31 মামা অপু মামাকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছেন। ব্যাপারটা বেশ উপভোগ্য ছিলো আমার কাছে।
অনেক আবোল-তাবোল লিখে ফেলেছি। আর কথা বাড়াবো না। এবার সরাসরি চলে যাই হাজিরার ফলাফল প্রকাশে...
ইতিপূর্বে ধারনা দিয়েছিলাম প্রতি মাসে অন্তত দুই মাসের হাজিরার ফলাফল প্রকাশের চেস্টা করবো। সেই চেস্টাতেই আজ জুন/২০২২ মাসের হাজিরার ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এভাবে যদি এগিয়ে যেতে পারি তবে হয়তো একটা সময় মাসের হাজিরার ফলাফল মাসেই প্রকাশ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধৈর্য্যের সাথে সবাই আমার পাশে থাকবেন সে প্রত্যাশা করছি। যদিও কথাটা ক'জন পড়বেন কিংবা আদৌ কেউ কড়বেন কিনা তাতেও যথেষ্ঠ সন্দেহ আছে। সে যাই হউক, থ্রেড এই এই ধারাবাহিকতা বজায় থাকলে কখনো হয়তো আবারো সেই আগের মতো উচ্ছাস ফিরে আসতেও পারে। তখন হয়তো আমার এই কথাটি কেউ না কেউ পড়বেন আর এই বিলম্বে প্রকাশিত হাজিরার ব্যাপারটি অনুধাবন করবেন।
এমাসের হাজিরাতে শুধু মাত্র একজনই আছেন যিনি হাজিরা প্রদানের সময় জীবিত ছিলেন মানে একটিভ মেম্বার ছিলেন পরবর্তীতে ব্যান হয়ে যান। আগের মাসগুলোতে এরকম সদস্য সংখ্যা বেশ ক'জনই ছিলেন। সেদিক দিয়ে নিয়মিত সদস্য সংখ্যার হার বেশীই বলতে হবে। মানে এটা এক ধরনের উন্নতির লক্ষন ! আমরা চাই না কেউ নির্জন মেলা থেকে ব্যান হয়ে যাক। কিন্তু অবস্থা এমনই হয় যে যারা ব্যান হচ্ছেন তাদেরকে ব্যান না করেও পারা যায় না। দিন শেষে ফোরামের শৃংখ্যলার ব্যাপারটি যেখানে মূখ্য !
এই মাসেও যারা হাজিরা খাতায় নিজেদের নাম দস্তখত করেছেন তাদের বেশীরভাগই হয় শখ করে কিংবা না বুঝে অথবা এমনি এমনিই হাজিরা প্রদান করে গেছেন। পুরস্কারের আশায় কিংবা নিজের রেগুলারিটি বজায় রাখার নিশান হিসাবে সেই নিয়মিত মেম্বাররাই হাজিরা দিয়ে গেছেন। সেজন্যই নতুন কেউ পুরস্কার পেয়েছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে ব্যত্যয় একটা ঘটেছে। অনেক অনেকদিন ধরে ফাস্ট এন্ড ফিউরিয়াসের খেতাব ধরে রাখা আমাদের @apuvai মামা এবার আর এই খেতাব ধরে রাখতে পারেননি। কেনো পারেননি সেটা ওনিই ভালো জানেন, তবে প্রতিযোগিতা যে হয়েছে সেটা হাজিরা প্রদানের সময় দেখে খুব ভালোভাবেই অনুমান করা যায়। হয় অপু মামা ছেড়ে দিয়েছেন কিংবা যিনি এবারের ফাস্ট এন্ড ফিউরিয়াসের খেতাব অর্জন করেছেন সেই @Able31 মামা অপু মামাকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছেন। ব্যাপারটা বেশ উপভোগ্য ছিলো আমার কাছে।
অনেক আবোল-তাবোল লিখে ফেলেছি। আর কথা বাড়াবো না। এবার সরাসরি চলে যাই হাজিরার ফলাফল প্রকাশে...