What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

জীবনের উপলব্ধি (1 Viewer)

WhisperBD

Senior Member
Joined
Jul 24, 2024
Threads
41
Messages
868
Credits
8,328
কি হবে! সবই তো রেখে যাব, সাথে যাবে না কিছুই। সারাটা জীবন শুধু দৌড়ের উপরেই থাকলাম। আসলে একসময় সবকিছুই থেমে যাবে।

একটা গল্প বলা যাক। একজন চীনা ধনী লোক মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে ভাবলেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

  • দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
  • একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
  • প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাসই করে না।
  • কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
  • সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে কিনা সেটা নিয়েও কথা থেকেই যায়।
নিরেট সত্যটি হচ্ছে, মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ ও অর্থপূর্ণ জীবন লাভ করাটা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ার চেষ্টা করা উচিত যেন সেটা অর্থপূর্ণ হয়।

উপদেশ দিচ্ছি না। আসলে জীবনকে উপলব্ধি করার সময়ই পেলাম না আমরা। তাই যে ক’টা দিন আছি, এ জীবনকে সুন্দর করে ভালবাসতে শিখি। জীবন তো একটাই, তাই…

  • অসুস্থ না হলেও সুযোগ থাকলে নিয়মিত মেডিকেল চেকআপ করুন।
  • অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
  • মানুষকে ক্ষমা করে দিন।
  • রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
  • পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই।
  • নিজের সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
  • ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
  • সুযোগ পেলেই কাছের লোকজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশ এমনকি ভিন্ন দেশ দেখতে বেড়িয়ে পড়ুন।
  • ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না।
  • মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না।
  • বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজুন।
  • দিনে কমপক্ষে একবার গায়ে রোদ লাগান।
  • মাঝে মাঝে উচ্চস্বরে হাসুন।
  • সম্ভব হলে দৈনিক বা সাপ্তাহিক, নিদেন পক্ষে মাসে একবার প্রকৃতির কাছাকাছি সবুজের মাঝে কিছু সময় কাটান।
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top