What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

জীবনের মানে কি? (1 Viewer)

WhisperBD

Expert Member
Joined
Jul 24, 2024
Threads
67
Messages
1,623
Credits
14,077
Ay2ULQ9.png


আমাদের ছোট্ট একটি জীবন। এর সাথে জড়িয়ে রয়েছে দুঃখ কষ্ট হাজারো স্মৃতি এবং হাজারো বন্ধন। জীবনটা আকাশের মত ঘন ঘন রং বদলায়। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম মনে হয়। কখনো সুখী কখনো দুঃখী। কখনো মন হতে চায় পাখি, ইচ্ছে করে উড়ে দেখি ডানা মেলে পুরো জগৎটাকে। কখনো জীবনকে অনর্থক মনে হয়, কখনোবা মনে হয় অনেক মূল্যবান। কখনোবা জীবনটা সেজে ওঠে আকাশের রংধনুর মতো, আবার কখনো বানের জলের মতো ভেসে যায়।

আপনাকে যদি জিজ্ঞেস করি, জীবনের মানে কি? এক গাল বাঁকা হেসে হয়তো উত্তর দেবেন, না হয় দেবেন না। হয়তো ভাবতে পারেন বিকৃত মস্তিষ্কপ্রসূত প্রশ্ন। এমন প্রশ্নের কোন মানে হয় নাকি? ইদানিং কেন যেন জীবনের মানে খুজেঁ ফিরি। যখন একাকিত্ব ঘিরে ধরে, হয়তোবা চায়ের কাপে চুমুক দিচ্ছি অথবা যখন নিঃশব্দে মোবাইলের কীপ্যাডের অক্ষরগুলোর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছি অনবরত, ঠিক তখনই অবচেতন মনে একটি জিজ্ঞাসা ভেসে উঠে, এই জীবনের মানে কি? এক সময় জীবনটা অনেক রঙ্গিন মনে হতো। ভাবতাম জীবনটা অনেক বড়। শৈশবে বড়দের দেখে ভাবতাম, ইস! যদি এদের মতো বড় হতাম! কত্তো মজাই না হতো! যখন বড় হয়ে জীবন যুদ্ধে মুখোমুখি হলাম, বললাম, হায়! যদি শৈশবকাল আবার ফিরে আসত! কিন্তু হারানো শৈশব আর ফিরে আসে না দেখে নতুন করে জীবনটাকে ভাবতে শিখি। নতুন স্বপ্ন নিয়ে জীবনকে সাজাতে থাকি। এক সময় মনে হলো এটাই জীবন। জীবনের অপর নাম যুদ্ধ। পাওয়া না পাওয়ার যুদ্ধ। আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা ভালো, স্বপ্নগুলো বাস্তবায়ন হলে আরো ভালো। তাই স্বপ্ন দেখে যাই প্রতিনিয়ত। তিল তিল করে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে থাকি। কিন্তু কোথা থেকে এক কাল বোশেখী ঝড় এসে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের ফসলগুলো দুমড়ে মুচড়ে দিয়ে যায় বারংবার। হিংস্র হায়েনার বিষাক্ত নখরে ক্ষত-বিক্ষত হয়ে যায় জীবন সাজানোর সব আয়োজন। তাহলে কি লাভ হল এই ব্যর্থ প্রচেষ্টার। যে যুদ্ধে জীবনের এতগুলো দিন কাটিয়ে দিলাম তার কি হবে? এবার তবে কি হবে? এক সময় ভাবতাম বড় ডাক্তার হবো, অকাতরে মানুষের সেবা করে বেড়াবো। কিন্তু কিসের কি! ডাক্তার হয়েছি ঠিকই, কিন্তু বড় হওয়া আর হলো না। জীবনের এই পর্যায়ে এসে আর এগুতে পারব কিনা তা নিয়েই সন্দেহ। বার বার অজানা ঝড় এসে সব তছনছ করে দিয়ে যায়। জীবন পথের দুই-তৃতীয়াংশ পার করে পেছনে ফিরে যাওয়ার তো সুযোগ নেই আর। তবে সামনে এগুবো কি নিয়ে? একরাশ হতাশা ঘিরে আছে আমায়। কি যেন হারিয়ে খুজেঁ ফিরি অজানায়। সম্বিত ফিরে এলে আবার সেই একই প্রশ্ন, এই জীবনের মানে কি? আসলে জীবনের মানে কি?

(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top