বালিয়াপাড়া জমিদার বাড়ি / বাইল্যাপাড়া জমিদার বাড়ি
বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে মুঘল ও ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা চালু ছিল। মুঘলামলে ছিলো "জায়গীরদারি" প্রথা। ব্রিটিশ শাসনামলে জমিদারী প্রথা চালু হয়। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ "চিরস্থায়ী বন্দোবস্ত" নামে ১৭৯৩ সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারী প্রথা চালু করেন। জমিদারী প্রথা চালু করার মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি খাজনা আদায় করা।
সেই সময় যারা ব্রিটিশদের কাছ থেকে জমিদারী ক্রয় করেন তারা জমিদার হিসেবে পরিচিত হন। জমিদাররা তাদের জমিদারীর কাজ দেখাশোনা ও বসবাসের জন্য যে প্রাসাদ বা বাড়ি তৈরি করতেন সেটিকে জমিদার বাড়ি বলা হয়। জমিদাররা ছিলেন অনেক ধন-সম্পদের মালিক। তাই তাদের বাড়িগুলো অপূর্ব কারুকাজ ও বেশ বড়সড়ো করে তৈরি করতে। সেগুলিছিলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো।
বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে মুঘল ও ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা চালু ছিল। মুঘলামলে ছিলো "জায়গীরদারি" প্রথা। ব্রিটিশ শাসনামলে জমিদারী প্রথা চালু হয়। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ "চিরস্থায়ী বন্দোবস্ত" নামে ১৭৯৩ সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারী প্রথা চালু করেন। জমিদারী প্রথা চালু করার মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি খাজনা আদায় করা।
সেই সময় যারা ব্রিটিশদের কাছ থেকে জমিদারী ক্রয় করেন তারা জমিদার হিসেবে পরিচিত হন। জমিদাররা তাদের জমিদারীর কাজ দেখাশোনা ও বসবাসের জন্য যে প্রাসাদ বা বাড়ি তৈরি করতেন সেটিকে জমিদার বাড়ি বলা হয়। জমিদাররা ছিলেন অনেক ধন-সম্পদের মালিক। তাই তাদের বাড়িগুলো অপূর্ব কারুকাজ ও বেশ বড়সড়ো করে তৈরি করতে। সেগুলিছিলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো।