সবই ডাটা সেন্টারের খেলা।আমরা যেরকম আমাদের মেমোরি কার্ডে ডাটা সংরক্ষণ করে রাখি তেমনিই ডাটা সেন্টারও ডাটা সংরক্ষ্ণ করে রাখে। ডাটা সেন্টার হচ্ছে এমন একটি যায়গা/বিল্ডিং/সুবিধা যেখানে অনেক গুলি কম্পিউটার সিস্টেম পরষ্পরের সাথে ফাইভার ক্যাবল দ্বারা সংযুক্ত থাকে। ডাটা সেন্টারগুলি তথ্য গ্রহণ,সংরক্ষণ এবং ডাটা সরবরাহ করে। বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলি ডাটা সেন্টার এর জন্য অনেক পরিমাণ টাকা খরছ করছে। ডাটা সেন্টার এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে সার্বক্ষ্ণিক বিদুৎ সুবিধা থাকে, আগুন নিয়ন্ত্রন ব্যবস্থা থাকে, কুলিংব্যবস্থা, পরিবেশ, নিরাপত্তা ও আরো অনেক ব্যবস্থা থাকে। ডাটা সেন্টারে সাধারণত ৬ লেয়ার নিরাপত্তা ব্যবস্থা থাকে।
ডেনমার্কে গুগলের ডাটা সেন্টার
নেদারল্যান্ডে গুগলের ডাটা সেন্টার
ডেনমার্কে গুগলের ডাটা সেন্টার
নেদারল্যান্ডে গুগলের ডাটা সেন্টার