গানের জগতে তোলপাড় তুলে এবার খেলার মাঠেও ঢুকে পড়েছে বিটিএস। ইতিমধ্যে জেনে গেছেন কোপা কাঁপিয়ে কে ঘরে তুলেছে শিরোপা। মাঝরাতে শুরু হচ্ছে আরেক মহারণ। ইউরো চ্যাম্পিয়নশিপ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড।
করোনার কারণে কোপা ফাঁকা স্টেডিয়ামে হলেও ইউরোর আসরে অবশ্য দর্শক আছে, তবে কম। ফাইনালেও তাই থাকবে কিছুটা রাখঢাক। তবে আনন্দ যে একদমই থাকবে না, তা কি হয়! ইউরোর টুইট তো তা–ই বলে। ফাইনালে বাজানো হবে বিটিএসের গান ‘বাটার’।
শিগগিরই সিডি আকারে আসছে ‘বাটার’। তারই কনসেপ্ট ফটোশুটে বিটিএস সদস্যরা, টুইটার
তবে দুম করেই বিটিএসকে নির্বাচন করেনি ইউরো কর্তৃপক্ষ। অন্য গানের সঙ্গে টক্কর দিয়ে বাটারকে বিজয়ী হতে হয়েছে। টুইটারে উয়েফা ইউরো ২০২০ অ্যাকাউন্ট থেকে একটি জরিপ করা হয়। জানতে চাওয়া হয়, ‘কোন গানটি শুনতে চান ওয়েম্বলি স্টেডিয়ামে?’ সেখানে লড়াই করে বিটিএসের ‘বাটার’, লুই টমলিনসনের ‘কিল মাই মাইন্ড’, বিলি আইলিশের ‘ব্যাড গাই’, উশার ‘ইয়ে’।
গানের দল, বিটিএস, ইনস্টাগ্রাম
প্রায় ৪৭ ভাগ ভোট পেয়ে বিজয়ী ‘বাটার’। আর হবে না–ই বা কেন। অনলাইন দুনিয়াজুড়ে ‘বিটিএস আর্মি’ আছে না? কোরিয়ান এই কে–পপ ব্যান্ডের পাঁড় ভক্তরা টপাটপ ভোট দিয়েছেন বাটারকে। মাখনের স্বাদে এমনিতেই মজে আছে সারা বিশ্ব। ষষ্ঠ সপ্তাহের মতো বিলবোর্ডের শীর্ষে এই গান।