বিভ্রান্ত হবার কিছু নাই, বুঝেই দেয়া হয়েছে এমন নাম।
স্বয়ং আমাদের পক্ষী মামা যাচাই বাছাই করে একটা খানা-পিনার জায়গা নির্ধারন করেছেন, যেখানে ৭৪ পদের খানা পাওয়া যায়। খাঁড়ান, আরো আছে, বাঁকি থাকা দুই পদ আমাদের মামী স্বহস্তে তৈয়ার করিয়া পাঠাইবেন। সেই জন্যই আইটেম সেভেন্টি সিক্স।
আপনি তালিকা করে নিয়ে আসবেন আর এদের সাথে মিলিয়ে খাবেন। বাঁধা দেবার কেও নাই। মালিক পক্ষী মামার বিশেষ পরিচিত।
স্বয়ং আমাদের পক্ষী মামা যাচাই বাছাই করে একটা খানা-পিনার জায়গা নির্ধারন করেছেন, যেখানে ৭৪ পদের খানা পাওয়া যায়। খাঁড়ান, আরো আছে, বাঁকি থাকা দুই পদ আমাদের মামী স্বহস্তে তৈয়ার করিয়া পাঠাইবেন। সেই জন্যই আইটেম সেভেন্টি সিক্স।
আপনি তালিকা করে নিয়ে আসবেন আর এদের সাথে মিলিয়ে খাবেন। বাঁধা দেবার কেও নাই। মালিক পক্ষী মামার বিশেষ পরিচিত।
- ভাবাভাবির সময় নাই। আসতে হবে আগামী মাসের প্রথম শুক্রবার (৩রা মার্চ, ২০২৩)
- সময় নির্ধারিত নয়, যত আগে আসবেন তত পদ টেস্ট করার সুযোগ পাবেন। আপনি আসার আগে যে পর্বগুলি চলে যাবে তা আর টেস্ট করার সুযোগ পাবেন না।
- ভ্যেনুটা আপনাকে পিএম করে জানিয়ে দেয়া হবে। সাথে লোকেশনও।
সো- দেরি না করে নিচের যেকোন একজনকে জানিয়ে দিন "মামা আমি আসব"। অবশ্যই আপনার সাথে যোগাযোগের মাধ্যম দিয়ে দিবেন (মোবাইল নাম্বার)।
আমাদেরকে পিএম করে জানানঃ
@ছোটভাই
@arn43
@dipu
@dukhopakhi
@dukhopakhi মামার ছেলে
@ছোটভাই মামার কইন্যা
@dipu মামার পুত্র
@arn43 মামার পুত্র
@Yuvrajj মামার পুত্র ও কন্যা
আর আপনার যদি এমন গন্যমান্য কেও থাকে সাথে করে নিয়ে আসতে পারেন, কোন বাঁধা নেই।