আপনি ইন্ট্রোভার্ট কিনা মিলিয়ে নিন -
১. তুমুল আড্ডা বা সিরিয়াস কোন আলোচনায় ইন্ট্রোভার্টদের ভূমিকা জাস্ট ছোট্ট এক টুকরো হাসি।
২. ওরা লেনদেন ক্লিয়ার রাখতে পছন্দ করে। পাওনা টাকা পরিশোধে ওস্তাদ। সহজে ঋণও করতে চায় না।
৩. দলাদলি বা কোন্দলের ভেতর নেই। সমন্বয় করে চলতে ভালোবাসে। মধ্যপন্থায় বিশ্বাসী।
৪. ভিন্নমতাবলম্বী কারো মুখের উপর "আপনি ১০০ ভাগ সঠিক" বলে কেটে পড়তে পারে।
৫. শ্রোতা হিসেবে প্রথম শ্রেণীর হয়ে থাকে।
৬. এক সঙ্গে অনেক মানুষের সান্নিধ্য ভালো লাগে না।
৭. কাউকে ভালো লাগলে সহসা প্রকাশ করে না।
৮. সহজে কারো সাথে মেশে না। কিন্তু যার সাথে মেশে খুব ভালো ভাবেই মেশে।
৯. ইন্ট্রোভার্টরা আনন্দ করে থাকে এবং তা প্রকাশও করে। মাঝে মাঝে পাগলামিও করতে পারে। তবে তা শুধু বিশেষ মানুষদের কাছে, বিশেষ সময়। সবার সঙ্গে একদমই নয়।
১০. পছন্দের মানুষকে মনের কথা বলতে অনেক অসঙ্কোচ বোধ করে। বেশিরভাগ ক্ষেত্রে বলতেই পারে না।
আপনার সাথে কয়টি উদাহরণ মিলে গেলো?
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)
১. তুমুল আড্ডা বা সিরিয়াস কোন আলোচনায় ইন্ট্রোভার্টদের ভূমিকা জাস্ট ছোট্ট এক টুকরো হাসি।
২. ওরা লেনদেন ক্লিয়ার রাখতে পছন্দ করে। পাওনা টাকা পরিশোধে ওস্তাদ। সহজে ঋণও করতে চায় না।
৩. দলাদলি বা কোন্দলের ভেতর নেই। সমন্বয় করে চলতে ভালোবাসে। মধ্যপন্থায় বিশ্বাসী।
৪. ভিন্নমতাবলম্বী কারো মুখের উপর "আপনি ১০০ ভাগ সঠিক" বলে কেটে পড়তে পারে।
৫. শ্রোতা হিসেবে প্রথম শ্রেণীর হয়ে থাকে।
৬. এক সঙ্গে অনেক মানুষের সান্নিধ্য ভালো লাগে না।
৭. কাউকে ভালো লাগলে সহসা প্রকাশ করে না।
৮. সহজে কারো সাথে মেশে না। কিন্তু যার সাথে মেশে খুব ভালো ভাবেই মেশে।
৯. ইন্ট্রোভার্টরা আনন্দ করে থাকে এবং তা প্রকাশও করে। মাঝে মাঝে পাগলামিও করতে পারে। তবে তা শুধু বিশেষ মানুষদের কাছে, বিশেষ সময়। সবার সঙ্গে একদমই নয়।
১০. পছন্দের মানুষকে মনের কথা বলতে অনেক অসঙ্কোচ বোধ করে। বেশিরভাগ ক্ষেত্রে বলতেই পারে না।
আপনার সাথে কয়টি উদাহরণ মিলে গেলো?
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)
আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।