বাংলা নাটক-টেলিফিল্মের বিষয় ও নির্মাণ নিয়ে আজকার প্রচুর সমালোচনা নয়। নাটকের ‘নামকরণ’ও এর বাইরে নয়।
সম্প্রতি এ ধরনের একগুচ্ছ নাটকের নাম একটি শোবিজ কেন্দ্রিক গ্রুপে শেয়ার করেছেন মো. নাজমুল ইসলাম।
সেখানে তিনি বলেন, “পত্রিকায় এইবারের ঈদের অনুষ্ঠানসূচী পড়ছি, আর কিছু নাটকের বিদঘুটে নাম পড়ে পড়ে এক সময়কার উদ্ভট নামওয়ালা বাংলা ছবির কথা মনে পড়ে যাচ্ছে। সে সময়ের সিনেমার নামগুলো যেন এখন নাটকে ব্যবহার শুরু হয়েছে; নাটকের মান তো কবেই পড়ে গেছে, এখন নামের অবস্থাও শেষ। সে সময় বিভিন্ন পত্রিকার ‘ফান ম্যাগাজিন’গুলোতে ওইসব নাম নিয়ে ট্রল হতো আর মানুষের আড্ডার আলোচনায় হাসির রোল পড়ে যেতো, এবারের ঈদের ৪০টি নাটক ও টেলিছবির নাম শেয়ার না করে থাকতে পারলাম না।”
তার সংগৃহীত নামের মধ্যে আছে— পাগলা রাজা বাসর ঘরে, দ্য ব্রেকআপ লিস্ট আফটার দ্য ওয়েডিং, ছেলে ফুলিশ, গার্লফ্রেন্ড শুধু গিফট চায়, ম্যারাডোনার ছেলে, আফটার ব্রেকআপ, গ্র্যাজুয়েট হকার, ইচিং বিচিং প্রাইভেট কোচিং, ভাই এক প্রেমিক মাস্তান, পাসওয়ার্ড ফেরত চাই, আলীবাবা ও চালিচার, লাড্ডু সোনা, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তেরেকেটে সারেগামা, কাল্লু সুইপার, ফুচকা প্রেম, লাশে গেলাম ফেঁসে, চা খাবেন, পাঁচ ভাই চম্পা, ক্রাশ মহল, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, প্রেমিকা আবশ্যক, আমি ব্রেকআপ চাই, মোবাইল সোয়াইপ, আই সি ইউ, বিশু পাগলা গাছের আগায়, বিএ পাস আব্বাস, চালাক আলীর তালাক, সে বৌয়ের টাকায় চলে, জ্বিনের বিয়ে, এক ভাই চম্পা, নীলের বউ রাশি, বাঁশের চেয়ে কঞ্চি বড়, সৌদি জামাই বিদায় রজনী, বুড়া জামাই ২, শিয়াল বাড়ী ২, সুন্দরী বাঈদানী ২, ইয়েস নো ভেরিগুড এবং আমার বউ সেলিব্রিটি।
এ ছাড়া অনলাইন ঘেঁটে রক রবীন্দ্র, ডোন্ট ডিস্টার্ব, রিভার্স, দ্য বেগার, ফ্রেন্ডস ভার্সেস চিটার্স, ব্যাকফায়ার, হ্যালো লেডিস, উই আর ওয়েটার, লাভ ভার্সেস ক্রাশ, বেবি গার্ল, প্রেশার কিকার্স, ড্যান্সিং কার, বেঈমান ভাবি-সহ কিছু নাটকের নাম পাওয়া যায়।
নাজমুল আশঙ্কা প্রকাশ করেন, “আগে এই ধরনের নামযুক্ত সিনেমার চল শুরু হওয়ার পর মানুষ হলে যাওয়া ছেড়ে দিয়েছিল। আজকাল মানুষ এমনিতেই টিভিতে বাংলাদেশি অনুষ্ঠান কম দেখে, কয়দিন পর আর বাংলাদেশি কোনো নাটক-টেলিছবিই দেখবে না…।”