What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected ইচ্ছেগুলোর সমীকরণ (1 Viewer)

lamiaantara

Banned
Joined
Mar 7, 2021
Threads
12
Messages
12
Credits
346
ইচ্ছেগুলোর সমীকরণ

ইচ্ছে গুলো বড্ড অবাধ্য
আমার বরাবরই সমুদ্র খুব পছন্দ। কেন জানিনা সমুদ্র খুব টানে আমায়।কিন্তু কখোনো যাওয়া ই হয়নি সমুদ্রের কাছে।
গভীর সমুদ্রের মাঝে একটা জাহাজ,জাহাজের ছাদে শুয়ে উপরের তারাভরা আকাশ দেখছি, অনন্ত মহাকালের এই মহাশূন্যতা অনুভব করছি,সমুদ্রের অবাধ্য ঢেউয়ের গর্জনে বিচলিত রাতের নিস্তব্ধতা, চাঁদের আলোতে ঢেউয়ের চকচক করে উঠা মসৃণ রুপ দেখতে দেখতে মহাবিশ্বের অপার্থিব এক সুখ অনুভব করছি।
ভালো লাগে এটা কল্পনা করতে।মনে হয় কল্পনা শক্তি যদি আরোও প্রখর হতো।কি অভাগা আমি!কল্পনাতেই বাস্তবের সাধ নেয়ার দুষ্প্রাপ্য চেষ্টা করে যাচ্ছি।
ইচ্ছে গুলো বড্ড বেমানান
কখোনো ইচ্ছে হয়, আটপৌরে করে শাড়ি পরে এলোচুলে ঝুম বৃষ্টির মাঝে শব্দহীন একজোড়া নুপুর পায়ে হাঁটতে।হাতভর্তি কাঁচের চুড়ি পরে বৃষ্টিফোঁটা গুলোকে ছুঁতে। বৃষ্টির ছোয়া পেয়ে আনন্দে ডগমগ হওয়া গাছগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়।কখনোবা,সতেজ পাতার ডগা বেয়ে অভিমানী বৃষ্টিফোঁটার পতনের দৃশ্য টা অবলোকন করতে মন চায়।ইচ্ছে করে বৃষ্টির ঝমঝম শব্দটাকে বোতলবন্দি করি,খরার দিনে মন যখন অশান্ত হবে কান পেতে শুনবো সেই গোছালো বৃষ্টির শব্দটা।
ইচ্ছেগুলো বেসামাল
ইচ্ছে করে প্রবল বৃষ্টির দিনে খরস্রোতা নদীতে সাঁতার কাটতে।নদীর স্রোতের ধ্বনি আর বৃষ্টির ঝমঝম বোল মিলেমিশে যে এক অদ্ভুত মায়ময় ধ্বনির সৃষ্টি হয়,সেই ধ্বনিটা শুনতে চাই কান পেতে।বৃষ্টির মায়াবী সৌন্দর্যে চারপাশে যে ধূমায়িত গোধূলিমূখর পরিবেশ সৃষ্টি হয়,সেই পরিবেশে মিশে যেতে খুব মন চায়।
ইচ্ছেগুলো খাপছাড়া
শরতের কোনো এক বিকালে সাদার মায়ায় জড়ানো কাশফুলের মধ্যে দিয়ে হাঁটতে ইচ্ছে হয়। দিগন্তবিস্তৃত ধানক্ষেতের মাঝ দিয়ে ছুটে যেতে মন চায়।দক্ষিণাবাতাসের ছোঁয়া পেয়ে লজ্জায় নেতিয়ে পড়া ধানগাছের মধ্য দিয়ে চলতে ইচ্ছে হয়।
জানোতো,কাঠগোলাপ ভীষণ প্রিয় আমার।কাঠগোলাপের সাদার মায়ায় মিশে যেতে যে বড্ড ইচ্ছে হয়।
ইচ্ছেগুলো বেপরোয়া
উঁচু পাহাড়চূড়ায় উঠে ধরার সাজানো প্রকৃতিতে দেখার অবাধ্য সাধ জাগে।অভিমানহীন তুলো তুলো মেঘগুলোকে ছুঁতে ইচ্ছে করে।
ইচ্ছেগুলো বড্ড লাজুক
কোনো এক শীতের ভোরে কুয়াশার নির্মলতার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পাতার ডগায় ডগায় জমে থাকা মুক্তার মতো জ্বলজ্বলে শিশিরকণাদের চুপকথা শুনবো কান পেতে খুব সঙ্গোপনে
খুব অদ্ভুত আমার ইচ্ছেগুলো তাই না! আমার এই অবাধ্য,বেমানান, বেসামাল,খাপছাড়া,বেপরোয়া, লাজুক ইচ্ছেগুলো পূর্ণতা পায়নি কখোনো,সবগুলো কল্পনার খাঁচাতে বন্দী আছে,দেখতে পাই কিন্তু ছুঁতে পারিনা


 

Users who are viewing this thread

Back
Top