What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

হিউম্যান সাইকোলজিঃ কিছু জানা কিছু অজানা (পর্ব ০১) (1 Viewer)

WhisperBD

Senior Member
Joined
Jul 24, 2024
Threads
17
Messages
527
Credits
4,731
মানুষের মন বড়ই জটিল এক কারখানা। আমরা যাপিত জীবনে কী আচরণ করি, কেন করি তার পেছনের কারণ নির্ণয় করা বড়ই দুঃসাধ্য। তবুও হিউম্যান বিহেভিয়ার নিয়ে কতই না গবেষণা হচ্ছে প্রতিনিয়ত। মানুষের সাইকোলজি নিয়ে যত ঘাঁটাবেন, ততই অবাক বনে যাবেন। আজ মানুষ সম্পর্কে ২১ টা সাইকোলজিক্যাল ফ্যাক্টস শেয়ার করছি সবার সাথে। পড়েই দেখুন, মিলে যেতে পারে আপনার সাথেও!

১। যে তিনটি জিনিস মানুষের মস্তিস্কের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব হয় না – খাদ্য, আকর্ষণীয় মানুষ এবং বিপদ।

২। মানুষের সবচেয়ে আকাংখিত পার্থিব জিনিষের ভেতরে সঙ্গীত (মিউজিক) চতুর্থ।

৩। গবেষণা বলছে যে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে আপনার দুশ্চিন্তা গুলো লিখতে পারলে তা আপনার পরীক্ষার নাম্বার বৃদ্ধিতে সহায়ক।

৪। একজন মহিলার পক্ষে কোনো কথা গোপন রাখার গড় সময় হল ৪৭ ঘণ্টা ১৫ মিনিট।

৫। একজন মানুষের যত বেশি ফেইসবুক ফ্রেন্ড থাকে , দুশ্চিন্তা ও উদ্বেগে ভোগার সম্ভাবনা সেই ব্যাক্তির তত বেশি।

৬। অতি মাত্রায় অতিরিক্ত চিন্তা বিষণ্ণতার ১ নম্বর কারণ।

৭। প্রকৃতপক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করার জন্য, নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।

৮। ৬৬৬ সংখ্যা থেকে উদ্ভুত ভয়ের নাম হেক্সাকোসিওহেক্সেকোনটাহেক্সাফোবিয়া।

৯। গড়ে মানুষ মাকড়শাকে মৃত্যুর চেয়ে বেশি ভয় পায়।

১০। মানুষের মস্তিস্কের যে অংশ ভয়ের অনুভুতি সৃষ্টি করে ঠিক সেই অংশই গণিতের দুশ্চিন্তা সৃষ্টি করে।

১১। অন্যান্য দিনের চেয়ে সপ্তাহের শেষ কর্মদিবসে মানুষের সুখের পরিমাণ ৯.৮% বেশি থাকে, ঠিক তার উল্টো হয় সপ্তাহের প্রথম কর্মদিবসে।

১২। অলসতা আর অকর্মণ্যতায় মৃত্যুর হার ধূমপানের মৃত্যু হারের সমান।

১৩। বক্সের সর্বশেষ চকলেটটা আসলেই সবচেয়ে মজার – মানুষের তাই ই ধারণা।

১৪। মানব শিশু সাধারণত বাবার উচ্চতা আর মায়ের ওজন পায়।

১৫। মানুষ জন্মগত ভাবে শুধু দু’টি ভয় নিয়ে পৃথিবীতে জন্মেছে – উচ্চতা থেকে পড়ার ভয় আর উচ্চ শব্দ ভীতি।

১৬। প্রেমে পড়লে ১ বছর পর্যন্ত মানুষের স্নায়ু গ্রন্থির বৃদ্ধি তরান্বিত হয় যা ওই ব্যাক্তির স্মরণ শক্তি বাড়ায়।

১৭। প্রতি ১২ জনে ১ জন পুরুষ বর্ণান্ধ (কালার ব্লাইন্ড)। শুনেছি রবীন্দ্রনাথও কালার ব্লাইন্ড ছিলো।

১৮। প্রায় ৩০% মানুষ বিয়ের আগে কুমার/কুমারী থাকে।

১৯। পুরুষের চেয়ে মেয়েদের হার্টবিট বেশি দ্রুত হয়।

২০। প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন জুটি প্রেমে পড়ে।

২১। টাকা গুনলে অথবা হাতে নিয়ে নাড়াচাড়া করলে বা গন্ধ শুঁকলে তা মানুষকে শারীরিক ও মানসিক বিরূপ অভিজ্ঞতা থেকে রক্ষা করতে সাহায্য করে।
(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত ও সংকলিত)



আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।
আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top