What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

হিউম্যান সাইকোলজি এর কিছু চমৎকার ফ্যাক্ট (1 Viewer)

WhisperBD

Experienced Member
Joined
Jul 24, 2024
Threads
50
Messages
1,091
Credits
10,457
মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। এই লেখাতে মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি যা খুবই অদ্ভুত কিন্তু সত্যি।

১। যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখতে পারেনা তবে সে আসলে সবসময় খুবই একা ফিল করে।

২। যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখী একজন।

৩। যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন বেশ দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে।

৪। যদি কোন মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে, তবে সে গভীর কোনও ব্যথা অতিক্রম করেছে নিজের জীবনে।

৫। যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবে না খায়, তবে সে খুব চিন্তিত।

৬। যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে, তবে সে নরম মনের মানুষ।

৭। যদি কোন মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রেগে যায়, তবে তার ভালোবাসা প্রয়োজন।

৮। যদি দেখেন, কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু সময় পরপর তার চুল ঠিক করছে, তাহলে সম্ভাবনা আছে যে, সে আপনাকে অনেকটাই পছন্দ করে।

৯। একটি অনুমান মতে, একজন ব্যক্তি বিবাহের পূর্বে গড়ে প্রায় সাতবার কারও না কারও সাথে প্রেম হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা প্রকাশ করতে পারেনা। এমনকি সে মনে মনে সর্বত্র তার (যাকে সে পছন্দ করে) উপস্থিতি অনুভব করে, বা তার উপস্থিতি মিস করে।

১০। আপনি যার সাথে যতবেশি কথা বলবেন, সম্ভাবনা আছে যে, আপনারা তত বেশিই কাছাকাছি আসবেন, এমনকি আপনারা একে অপরের প্রেমেও পড়ে যেতে পাড়েন। তবে যদি কোনো আত্মীয় হয় বা বন্ধু হয়, তাহলে এই প্রেম এক অন্য প্রেম, এই প্রেম এক রক্তের প্রেম। এই প্রেম মানে lovers নয়। এই প্রেম হল সম্পর্ক মজবুতের প্রেম।

১১। আপনি যদি কারও খুব কাছাকাছি হয়ে যান, অর্থাৎ কারও সাথে আপনার প্রায়ই কথা হয়, এবং অনেকক্ষণ ধরেই কথা হয়, তাহলে আপনার অজান্তেই তার পাঠানো ম্যাসেজে তার গলার আওয়াজ আপনার উপলব্ধি হয়।

১২। একটি সার্ভে অনুসারে, নতুন নতুন প্রেমে পড়া ব্যক্তিরা তাদের কাজ ঠিকমত মনযোগ সহকারে করতে পারেনা।

১৩। মনোবিদদের মতে, আপনি আপনার ভালোবাসাকে যতটাই লুকিয়ে রাখতে চাইবেন, অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না, আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে।

১৪। মানুষের জীবনে প্রেম নামক জিনিসটা, গড়ে ১৮ বছর বয়সেই আসে। এই সময় তার মাথায় চলতে থাকে, নিজের আশেপাশের দেখতে সুন্দর কোনো ব্যক্তিকে (ছেলে/মেয়ে) ইমপ্রেস করার চেষ্টা। আবার অনেকসময় এই বয়সে অনেকেই সিনেমার নায়ক-নায়িকাদের প্রেমেও পড়ে যান, না এই প্রেম হল একতরফা প্রেম। কারণ নায়ক-নায়িকারা থোরেই না আপনাকে চেনে? আবার একটু বয়স বাড়ার সাথে সাথেই, সেই ব্যক্তিই সুন্দর এবং ভালো আচরণ যুক্ত সাথীর খোঁজ করতে থাকে।

১৫। জানেন কি, রাগী মানুষেরা সহজেই প্রেমে পড়ে যায়।

১৬। অধিকাংশ কাপলদের মতে, প্রথম প্রেমের মত, পরবর্তী প্রেম গুলি ঠিক জমে না। তাদের মতে, প্রথম প্রেমের বিরহের যন্ত্রণা বেশি।

১৭। একটি তথ্য মতে, রোম্যান্টিক প্রেম এক বছরের বেশি স্থায়ী হয়না। পরস্পরের চাহিদা মিটে যাবার পরই এদের ছাড়াছাড়ি হয়ে যায়।

১৮। বিয়ের আংটি বাম হাতের তৃতীয় আঙ্গুলে কেন পড়ানো হয়ে থাকে জানেন? কারণ, এটি একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে জড়িত।

১৯। মানুষের স্বভাব কেমন দেখুন – মানুষ সেই সমস্ত ব্যক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয়, অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না, তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যারা আপনাকে ভালবাসে তাসের সাথেই থাকুন।

২০। মানব ব্যবহারের উপর করা একটি সার্ভে অনুযায়ী, মানুষ মৃত্যুর সময় যেরকম চিন্তিত এবং আবেগপ্রবণ আচরণ করে, মোবাইল হারিয়ে ফেললে, ঠিক সেইরকম আচরণ করে।

২১। বিশ্বের প্রায় ৯০% মানুষ ম্যাসেজ বা চিঠিতে বা ডায়রিতে সেই সমস্ত জিনিসই লিখেন, যেটা সে মুখে বলে প্রকাশ করতে পারে না।


(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top