What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Hasir Jokes (1 Viewer)

Feedback2009

New Member
Joined
Nov 19, 2019
Threads
30
Messages
30
Credits
632
অনেক বছর আগে বাঙালীর যখন সুদিন ছিল, সেই সময় একদিন সন্ধ্যায় একজন মধ্যবিত্ত বাঙালী রায়বাবু হাওড়া থেকে দিল্লী গামী একটা ট্রেনে চাপলেন|
তার সঙ্গে উঠলেন একজন অবাঙালী ভদ্রলোক মিঃসিং|তিনিও দিল্লী যাচ্ছেন|
ট্রেন ছাড়ার কিছু পরে,রাত্রে শুয়ে পড়ার আগে দুজনে যে যার খাবার নিয়ে বসলেন|
মিঃসিং তার থালায় সাজালেন খাঁটি ঘীয়ে ভাজা পরোটা আর কষা মাংস| রায়বাবু বের করলেন ডাল ভাত আর পুঁটি মাছ ভাজা|
মিঃসিং এর খাবারের গন্ধে রায়বাবুর জিভে জল এসে গেল|
দুজনে মুখমুখি বসে খাওয়া শুরু করতে যাবেন -মিঃ সিং বলে বসলেন-
দাদা একঠো বাত পুঁছু,আপ লোগ কাম করতা,হাম লোগ ভী কাম করতা
|মগর আপ লোগ জিতনা উপর পৌঁছতা উওহ হাম লোগোঁসে কিঁউ নেহী হোতা?
রায়বাবু গম্ভীর স্বরে বললেন - কারণ তুম লোগোঁকা বুদ্ধি কম হ্যায় ইসিলিয়ে|
মিঃসিং অবাক হয়ে জানতে চাইলেন- বুদ্ধি কেয়া হোতা অউর কাঁহা মিলতা?
রায়বাবু পুঁটি মাছ দেখিয়ে বললেন হিঁয়া|
এই মছলী খানেসে বুদ্ধি হোতা|
মিঃসিং ভাবে গদগদ হয়ে বললেন, - দাদা আপকা ইয়ে বুদ্ধি বালা খানা হামকো দিজিয়ে অউর হামারা খানা আপ লিজিয়ে|



প্রস্তাবটা শুনে রায়বাবুর আনন্দ হলেও বললেন - নেহী নেহী হামারা বুদ্ধি কম হো যায়গা|
- আরে দাদা আপ তো বাচপন সে ইয়ে বুদ্ধি ,খাতা হ্যায়, একদিন নেহী খানেসে কুছ নেহী হোগা |
রায়বাবু নিমরাজি ভাব দেখিয়ে খাবার বদলা বদলি করে প্রেমসে পরোটা মাংস সাঁটালেন|আর ,সিংজী বিরস বদনে পুঁটি মাছ চিবলেন|
পরের দিন সিং জীর মনে হলো কাল রাতে বাঙালী বাবুটা তাকে খুব ঠকান ঠকিয়েছে|
সে একটা দী্র্ঘশ্বাস ফেলে রললে - দাদা ইয়ে কাম আপ আচ্ছা নেহী কিয়া|
হামারা কিমতি বালা খানা লেকর,ক্যা বুদ্ধি শুদ্ধি বোলকে হামকো পুঁটি মাছ খিলায়া|
রায়বাবু বললেন -



ইয়ে বুদ্ধি কাল তুমহারা কাঁহা থা, ঔর আজ কাঁহাসে আয়া?
 

Users who are viewing this thread

Back
Top