What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Manali87

Exclusive Writer
Story Writer
Joined
Apr 19, 2022
Threads
11
Messages
143
Credits
13,104
এই প্রথম ঈশানি ছেলের জন্ম দিনে তাকে নিজের হাতে পায়েস রেঁধে খাওয়াতে পারলো না। এই সেশনে চোদ্দটা ক্যাজুয়াল লিভ নেওয়া হয়ে গেছে। এবার ছুটি নিলে এম. এল. হয়ে যাবে। স্কুল পরিচালন সমিতিও ওর এত ঘন ঘন ছুটি নেওয়া পছন্দ করছে না। তাই ইচ্ছা থাকলেও উপায় নেই।

সকাল থেকেই ঈশানির মন টা খুব খারাপ। ছেলে বেশ কয়েকবার ফোন করেছে। ছেলের বাবা রাহুলও ফোন করেছে। রাহুল বাঁকুড়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। সে ছেলেকে নিয়ে বিষ্ণুপুরের পৈতৃক বাড়িতে থাকে। আর ঈশানি চাকরি সূত্রে হুগলি স্টেশনের কাছে একটা ভাড়া বাড়িতে থাকে। ওর সঙ্গে থাকে মুর্শিদাবাদের মেয়ে তন্দ্রা , ওর কলিগ। দুজনে একই সঙ্গে হুগলি মাতঙ্গিনী বালিকা বিদ্যালয়ে যোগ দিয়েছে। ভাড়া বাড়িটা ওদেরই স্কুলের ক্লার্ক অবনীমোহনের ভগ্নীপতির। তিনি কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা। ছয় মাস হলো তারা এই বাড়িতে এসেছে। তাদের চাকরিরও বয়স ছয় মাস। বিয়ের আগেই ঈশানি জীববিদ্যায় মাস্টার্স করেছে। ইচ্ছা ছিল চাকরির পর বিয়ে করবে। কিন্তু বাবা তার তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিলেন। পাত্র তার বন্ধু পুত্র , ভালো চাকরি করে। জায়গা জমিও ভালোই আছে। এমন পাত্র তিনি হাতছাড়া করতে চাননি। রাহুলরাও বিয়ের জন্য তাড়াতাড়ি করছিলো। বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হলো। বিয়ের পর আট বছর চুটিয়ে সংসার করলো। দুটো ছেলে মেয়ে হলো। অর্ক বড়ো , সে এবার পাঁচে পা দিলো। মেয়ে তিন্নির বয়স তিন। ওদেরকে শাশুড়ি মাতা দেখভাল করেন। তিনি এখনও বেশ শক্ত সামর্থ আছেন। তবু এস.এস.সি. থেকে যখন রেকমেন্ডেশন লেটার এল তখন রাহুল একটু গাঁইগুঁই করলো -

"অতো দূরে যাবে ?"

ঈশানি বললো , "কষ্ট করে এতদূর লেখাপড়া করেছি। চুপচাপ বসে থাকবো ? বিয়ের সময়ই তো বলেছিলাম পেলে চাকরি করবো। তারপর যখন এস.এস.সি পরীক্ষা দিলাম তখনও তো আপত্তি করোনি। তাহলে এখন বাধা দিচ্ছ কেন ?"

রাহুল তখনও চুপ করে আছে দেখে ঈশানি দুহাতে রাহুলের মুখটা ধরে ঠোঁটে একটা চুমু খেয়ে বললো , "লক্ষীটি , বাধা দিও না। এরকম সুযোগ আর আসবে না। আর এখন তো মিউচুয়াল ট্রান্সফার চালু হয়েছে। পরে সুযোগ মতো কাছে চলে আসবো।"

"কিন্তু এতো অল্পেতে তো আমার মত আদায় করা যাবে না। "

"মানে ?"

"মানে আমি এখন তোমাকে একটু বড়ো আদর করবো , তারপর ভাববো তোমাকে ছেড়ে থাকতে পারবো কিনা। "

"বড়ো আদর মানে কি ?"

"বিয়ের পর এতগুলো বছর হয়েগেলো এখনও বড়ো আদর কি জানোনা ? তাহলে এসো , তোমাকে বুঝিয়ে দিই। "

এই বলে রাহুল ঈশানিকে পাঁজাকোলা করে তুলে নিয়ে বিছানার দিকে যেতে থাকে। ঈশানি ছাড়া পাওয়ার জন্য রাহুলের পিঠে কিল মারতে থাকে। রাহুল সেসব পাত্তা না দিয়ে তার কাজ করতে থাকে। বিছানার সামনে ঈশানিকে দাঁড় করিয়ে তার গা থেকে কাপড়টা খুলে নেয়।

ঈশানি বলতে থাকে , "লক্ষীটি , এই ভর দুপুরে এরকম কোরো না। ছেলে মেয়ে চলে আসতে পারে। "

"ছেলে মেয়ে দুটি তাদের ঠাকুমার পাশে শুয়ে ঘুমোচ্ছে। কেউ আসবে না। ", এই বলে রাহুল ঈশানিকে বিছানায় ফেলে তার দেহ থেকে পেটিকোট আর বক্ষ বন্ধনীও খুলে নেয়। নিজের পাজামাটা এক টানে খুলে ঝাঁপিয়ে পড়ে ঈশানির উপর।

ঈশানির ঠোঁটে সজোরে চুমু খেয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। তারপর ঈশানির ভরাট স্তনে মুখ ডুবিয়ে দেয়। নির্মম পোষণে তার স্তনযুগল কে লাল করে দেয়। শেষে তার লৌহ কঠিন পৌরুষ কে নিয়ে সজোরে প্রবেশ করে ঈশানির মধ্যে। তখনও ঈশানি ভিজে না ওঠায় রাহুলের পৌরুষ তাকে আঘাত করে। দাঁতে দাঁত চিপে সে যন্ত্রণা কে সইয়ে নেয়। রাহুল তার পৌরুষ দিয়ে ঈশানিকে ফালা ফালা করতে থাকে। আস্তে আস্তে যখন ঈশানির ভাল লাগতে শুরু করে তখনই রাহুল অন্যান্য দিনের মতো ঈশানির ভিতরে ঝরে গিয়ে তার বুকের উপর থেকে সরে এসে বিছানার ওপর চিৎ হয়ে শুয়ে পড়ে। তখনও ঈশানি তার চরম আনন্দ লাভ করেনি। তাই সে তার পাওনা বুঝে নিতে রাহুলের উপর চড়ে বসে এবং তখনও দৃঢ় থাকা রাহুলের পুরুষাঙ্গ দ্বারা নিজেকে আমূল বিদ্ধ করে। তারপর দ্রুত গতিতে ওঠা-নামা করতে করতে সুখের শীর্ষে পৌঁছে যায়।

 
হঠাৎ ক্লাস শেষের ঢং ঢং ঘন্টার শব্দে আধো ঘুম থেকে জেগে উঠে ঈশানি দেখে সে স্টাফ রুমের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্টাফ রুমের জানালার বাইরের আকাশটার দিকে তাকিয়ে দেখলো সেখানে কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি হতে পারে। এক পশলা বৃষ্টি হলে পচা ভাদরের গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলবে। রাতে ঘুমটা ভালোই হবে।

রাতের কথা মনে হতেই তার মনে পড়লো আজ রাতে গোটা বাড়িতে সে একা। আজ শনিবার। তন্দ্রা আজ তিস্তা-তোর্সা এক্সপ্রেসে বাড়ি গেছে। আসবে সোমবার। রান্নার দিদি মোক্ষদাও ছুটি নিয়ে তার মেয়ের বাড়ি গেছে। ঈশানির মনে হলো সেও বাড়ি গেলে ভাল করতো। কিন্তু গত সপ্তাহে বাড়ি গিয়ে স্কুলে দেরীতে পৌঁছনোয় সেক্রেটারির দাঁত খিঁচুনি শুনতে হয়েছে। তাই এ সপ্তাহে আর রিস্কটা নিতে পারলো না। মনে মনে ঠিক করে রাখলো পরের জন্মদিনে ছেলের সঙ্গে থাকবেই।

শনিবার , দুপুর ১টা ৪৫ -এ স্কুল ছুটি হওয়ার পর ঈশানি বাসায় ফিরে এসে ব্যাগটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দিয়ে কাপড় না ছেড়েই বিছানার ওপর ধপাস করে বসে পড়ল। সাধারণত এটা সে করে না। অন্যান্য দিন স্কুলের কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তবেই বিছানায় আসে। কিন্তু আজ মনটা এতই ভারাক্রান্ত যে কোন কিছুই করতে ইচ্ছে করছে না। আস্তে আস্তে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লো। চোখে ঘুম না এলেও চোখ বন্ধ করে শুয়ে তার এত দিন পর্যন্ত জীবনের চাওয়া-পাওয়ার হিসাব করতে শুরু করলো। দেখলো তার পাওনার খাতা প্রায় শূন্য। সে জীবনটা কে যেভাবে কাটাতে চেয়েছিলো তার কিছুই প্রায় হয়নি।


 
তার জীবনের সমস্ত ছোটো-বড়ো ঘটনা চোখের সামনে ভেসে উঠতে থাকে। আজ বেশি করে মনে পড়ে তার প্রথম প্রেমকে। তখন ঈশানি বড়জোড়া কলেজের ছাত্রী। সেই সময় রজতাভ মল্লিক তাদের কলেজের ছাত্র। হ্যান্ডসাম পেশীবহুল চেহারা। সেই ছেলে তাকে সিঁড়ি দিয়ে ডিপার্টমেন্টে ঢোকার সময় হাতে একটা চিঠি গুঁজে দিয়ে যায়। চিঠি খুলে দেখে সেটা প্রেমপত্র। তাতে ইনিয়ে বিনিয়ে বহু কথা লেখা। ঈশানি প্রথম দিকে এই চিঠিকে গুরুত্ব দেয় না। কিন্তু রজতাভও ছাড়ার পাত্র নয়। সে এরকম চিঠি নিয়মিত দিতেই থাকে। শেষে ঈশানি একদিন দেখে এই ধরণের চিঠি পড়তে তার ভালই লাগছে। শুরু হলো মন দেওয়া-নেওয়ার পালা। ফাঁকা ক্লাস রুমে , কলেজের বকুলতলা বা কৃষ্ণচূড়া গাছের তলায় দুজনে হাত ধরাধরি করে মন বিনিময় করে পরস্পরের কাছাকাছি আসতে লাগলো।

ঈশানির প্রথম চুম্বনের দিনটার কথাও খুব মনে পড়ছে। সেদিন রজতাভ বললো , "চল আজ শাল-পিয়ালের জঙ্গলে দুজনে হারিয়ে যাই। "

ঈশানি বললো , "ভয় করছে। "

জবাবে রজতাভ বললো , "আরে , সঙ্গে আমিতো আছি। "

সব দ্বিধা সরিয়ে রেখে ঈশানি চেপে বসলো রজতাভর মোটর সাইকেলের পিছনে। আর রজতাভ যেন রাজকন্যা কে তার পক্ষীরাজে চাপিয়ে হাওয়ার বেগে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। ঈশানি ভয়ে চোখ বন্ধ করে রজতাভর কোমড় চেপে ধরলো। ঈশানির নরম স্তন দুটো রজতাভর পিঠের ওপর চেপে চেপে বসলো। রজতাভ ঈশানির স্তনের স্পর্শ সুখ অনুভব করতে করতে বনের বুক চিড়ে চলে যাওয়া লাল মোরাম বিছানো রাস্তার ওপর দিয়ে তার বাইক ছোটাতে লাগলো।

"আর কত দূর ?", ঈশানি ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো।

"আর এসে গেছি ", এই বলে রজতাভ তার বাইকের স্টার্ট বন্ধ করলো। ঈশানি তাকিয়ে দেখলো পলাশ গাছের লাল রঙা ফুলে যেন চারদিকে আগুন ধরে গেছে। সঙ্গে রয়েছে মহুয়া ফুলের মাতাল করা গন্ধ। যেন নেশা ধরে যাচ্ছে।

"কেমন লাগছে ?", রজতাভ বলে উঠলো।

"অবর্ণনীয় সুন্দর। এতো ভালো জায়গায় আনার জন্য তোমাকে ধন্যবাদ। "

"ওই মহুয়া গাছটার তলায় তোমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুতে চাই। "

"বেশ তো , চলো। "

মহুয়া গাছের তলায় ফুল বিছানো ঘাসের ওপর ঈশানি বসলে রজতাভ তার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। মনের অজান্তেই ঈশানি রজতাভর মাথায় , মুখে হাত বোলাতে শুরু করলো। অদ্ভুত এক ভালো লাগায় রজতাভর মন ভরে উঠলো। রজতাভ দু-হাত দিয়ে ঈশানির ক্ষীণ কটিকে বেষ্টন করে বনদেবীর হৃদয়ের শব্দ অনুভব করতে চেষ্টা করলো। চারপাশে পাতা ও ফুল পড়ার টুপ্ টাপ্ শব্দ , আর দূরে পাতার আড়াল থেকে নাম না জানা একটি পাখির সুমিষ্ট সুর তাদের হৃদয়কে ছুঁয়ে যেতে লাগলো।

"ভালো লাগছে দেবী ?"

এর কোনো উত্তর না দিয়ে ঈশানি হঠাৎ রজতাভকে চুম্বন করে বসলো। ঘটনার আকস্মিকতায় রজতাভ লাফিয়ে উঠে পড়লো। দেখলো ঈশানি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সে এক হ্যাঁচকায় ঈশানিকে দাঁড় করিয়ে তার বলিষ্ঠ দুহাত দিয়ে ঈশানিকে নিজের দিকে আকর্ষণ করলো। ঈশানি ভীরু কপোতীর মত রজতাভর প্রশস্ত বুকে মুখ লুকালো। রজতাভ এক হাত দিয়ে ঈশানির কোমর জড়িয়ে ধরে অন্য হাতে ঈশানির মুখটা তুলে ধরলো।

দেখলো ঈশানি চোখ বন্ধ করে আছে। তার গোলাপি রঙের পাতলা ঠোঁট দুটো কিসের যেন আমন্ত্রণে তির তির করে কাঁপছে। রজতাভ আস্তে আস্তে তার ঠোঁট দুটো ঈশানির ঠোঁটের ওপর নামিয়ে নিয়ে এলো। অনাস্বাদিত এক অনুভূতিতে তারা কেঁপে উঠলো। ঈশানি তার ঠোঁট দুটো আরও মেলে দিল। রজতাভ তার পুরুষালি ঠোঁট দিয়ে ঈশানির ঠোঁট দুটিকে নিপীড়ণ করতে লাগলো। ঈশানি একটা ঘোরের মধ্যে চলে গিয়ে অনুভব করলো রজতাভর হাত তার শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।

নিষিদ্ধ এক মাদকতায় হারিয়ে যেতে যেতে হঠাৎ ভেসে উঠে ঈশানি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠলো , "আর নয় রজত। এই পর্যন্তই থাক। বাকীটা বিয়ের পর। তা নাহলে নিজেকে খেলো এবং সস্তা বলে মনে হবে। "

রজতাভ তারপর আর জোর করেনি।

ঈশানি এরপর জীববিদ্যায় প্রথম শ্রেণিতে অনার্স পাশ করে মাস্টার ডিগ্রি করার জন্য বর্ধমান চলে গেল। আর রজতাভ বি. লিব. করার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হল। তারপর সময়ের নিয়মে দুজনের মধ্যে যোগাযোগ ক্ষীণ হতে হতে রজতাভ এখন শুধুমাত্র ঈশানির স্মৃতিতে রয়ে গেছে।





 

Users who are viewing this thread

Back
Top