What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

শিখে নিন দ্রুত আর সহজেই গুগলে Google Searching এর কিছু Awesome Tips (Search করুন একনিমিষে) (1 Viewer)

Black Knight

Not Writer or Creator, Only Collector
Staff member
Supporter
Joined
Mar 6, 2018
Threads
265
Messages
25,763
Credits
560,184
Birthday Cake
Billed Cap
Rocket
Pizza
Mosque
Pizza
Best-advanced-google-search-tips-and-tricks.jpg

আমরা বর্তমানে কিছু জানতে, বুঝতে, খুজতে সর্বদায় Google এর আশ্রয় নিই। আবার এদের মধ্যে কিছু আছে ভিডিও, কিছু অডিও, কিছু আর্টিকেল, কিছু বাংলা, কিছু ইংলিশ। তাই নিজের দরকারি জিনিস টা খুঁজে পেতে Google মামার যেন যেন কোন বিকল্প নেই। কিন্তু সমস্যা একটা যা হল এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান জায়গায়। আর আমরা হয়তো সার্চ করছি গদবাঁধা নিয়মে। আর তাই চোখ এড়িয়ে যাচ্ছে অনেক কিছু কিংবা দরকারের থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলছে এই সার্চ অভিযান; যেটা কিনা হতে পারতো আরও অনেক কম সময়ে। চাইলেই কিন্তু বাঁচান যায় এই প্রয়োজনীয় সময় গুলি - কিছু সাধারণ কিন্তু Effective Tips Appiled করে গুগোল এ সার্চ করার সময়।

তো আসুন, জেনে নেই Simple কিছু উপায় গুগলে নিজের কাঙ্কিত জিনিস খুঁজে পাওয়ার।

১। ব্যবহার করুন কুওট (""):
কুওট বা কোটেশন মার্ক টা খুঁজে পেতে সাহায্য করবে আপনার স্পেসিফিক কনটেন্ট। গুগোল এর কিছু খোঁজার এলগরিদম টা যদি জেনে যান, তাহলে কিছু খুঁজতে খুব সুবিধে হবে। কারণ আমরা যদি লিখি Cat food in Bangladesh. তাহলে গুগোল প্রত্যেকটি শব্দ কে আলাদা খুঁজে বের করে, প্রত্যেকটা শব্দ কে আরেকটি শব্দের সাথে মিলিয়ে রেজাল্ট খুঁজে বার করে আপনাকে দেখায়। তাতে লিস্ট হয়ে যায় অনেক বড়। আর তাই যদি আপনি জানেন আপনি আসলে কি খুঁজছেন, সেটা কোটেশন মার্ক এর মধ্যে দিয়ে দিলে ওই পুরো শব্দ টা এক খানে গুগোল খুঁজে আপনাকে দেখাবে।
যেমন "Cat food in Bangladesh"।


২। (-) হাইফেন ব্যবহার করুন কিছু বাদ দিতেঃ
কিছু লিখে যদি আপনি মনে করেন এমন কোন জায়গা যেখান থেকে আপনি চান না গুগোল কিছু খুঁজে বের করুক তাহলে সার্চ কনটেন্ট এর শেষে হাইফেন বা মাইনাস - এবং একি ভাবে প্লাস + ইউস করে শুধু সেই জায়গা থেকেই খুজবে এমন বলে দিতে পারেন গুগোল কে। যেমনঃ যদি আমি গুগোল করি এমন কোন ওয়েবসাইট এর জন্য যেখান থেকে আমি ওয়েব ডিজাইন শিখতে পারবো, কিন্তু আমি চাইছিনা সেখানে ইউটিউব এর কোন ভিডিও আসুক।
তাহলে আমরা লিখব How to design webpages -youtube
আর পক্ষান্তরে যদি আমরা চাই শুধু ইউটিউব এর ভিডিও ই দেখাবে তাহলে লিখার শেষে +youtube দিয়ে দেব।


৩। ব্যবহার করুন ( : )কোলনঃ
যদি এমন টা চাই, আমার কনটেন্ট টা শুধু একটা ওয়েবসাইট থেকে খুঁজে বের করে দেবে। যেমন কোন আর্টিকেল বা কনটেন্ট যা আমি চাই শুধু ফেসবুক থেকে খুঁজে এনে দেবে। যদি হউ কোন প্রডাক্ট তাহলে আমি চাই, ফেসবুকে সেই প্রডাক্ট এর যত পোস্ট আছে সেটা দেখবো যা দেখে আমি আমার নিজের ব্র্যান্ডিং করার আইডিয়া পেতে পারি তাহলে সার্চ লিখার শেষে ঃ কোলন লিখে ওয়েবসাইট এর আড্রেস তা লিখে দিব।
যেমন- Tshirt design :facebook.com, podcast :digitalskilsbd.com
তাহলে উক্ত টপিকটি শুধু সেই ওয়েবসাইট থেকেই খুঁজে বের করে দেবে আপনাকে গুগোল।



৪। (*) স্টার খুঁজে দেবে গুপ্তধনঃ
হাহা, না সোনা, মানিক হিরে না, তবে এটা হতে পারে এমন একটা গুপ্ত ধন যা চাচ্ছেন খুঁজতে কিন্তু জানেন না কি লিখে খুজবেন। বুঝেন নি তো?
ধরুন এমন একটা টপিক হতে পারে গানের লিরিক। সেটার কিছু অংশ আপনার মনে আছে, বাকি টা নেই। তাহলে মনে না থাকা অংশ টুকুতে সম্ভাব্য কিছু একটা লিখে দুইটা স্টার এর মধ্যে রেখে দিন। গুগোল automatic বুঝে নেবে স্টার এর মাঝে যে কোন শব্দ হতে পারে আর সে তেমন ভাবেই খুজত থাকবে আপনার কাঙ্ক্ষিত উপকরণ টি।
যেমন আমরা যদি রিহানার একটা গান We found love in a hopeless place খুঁজতে চাই কিন্তু এর কিছু অংশ ভুলে যাই, তাহলে আমরা লিখতে পারি we found love *in a crowded plaace*
এখানে স্টার দেয়া অংশে গুগোল বুঝে নেবে আপনি শিওর না এই পার্ট টুকুর ব্যাপারে, আর সে খুঁজে দেবে সম্ভাব্য সব কিছু।



৫। খুঁজে বের করুন সিমিলার সাইটঃ
প্রত্যেকটা সাইট এর একটা টাইপ থাকে। ফেসবুক যেমন সোশ্যাল মিডিয়া, TechTunes.bd - আইটি টেকনোলজি বিষয়ক ইত্যাদি। তো আমরা যদি একটা সাইট এর মতো সিমিলার অন্য সাইট খুঁজে পেতে চাই তাহলে রিলেটেড লিখতে হবে আর পড়ে কলন দিয়ে লিখতে হবে যেটার মতো খুজছি।
যেমন related:nirjonmela.com
তাহলে ঢাকা কাস্ট এর মতো সিমিলার সাইট গুলি আমরা গুগলে খুঁজে পাবো।



৬। সহায়তা নিন অংক করতেঃ
আপনি চাইলেই ছোট অংক করিয়ে নিতে পারেন গুগোল কে দিয়ে। যেমন ৫+৩ লিখে সার্চ করলে এর ফলাফল পেয়ে যাবেন। তেমনি কোন বিজ্ঞানির থিওরী, কিংবা কোন ইকুয়েশান, অন্য কোন দেশের সময়, কারেন্সি, কারেন্সি কনভার্সন যেমন ডলার থেকে বাংলাদেশি টাকায় রুপান্তর ইত্যাদি কাজগুলি খুব সহজে পেয়ে যাবেন গুগোল সার্চ করেই।


৭। খুঁজে ফেলুন একাধিক শব্দ একসাথেঃ
অনেক সময় আমাদের একাধিক শব্দ খুঁজে পেতে হয় বা একাধিক ফ্রেজ খোঁজার দরকার পড়ে। সেটা করতে আমরা পারি Or ব্যবহার করার মাধ্যমে। সার্চ করা শব্দগুলি " " এর মধ্যে রেখে মাঝে OR লিখে সহজেই পেয়ে যেতে পারি একাধিক ফ্রেজ বা শব্দের সার্চ রেজাল্ট
যেমনঃ "how to learn graphic designing" OR "graphic design tips and tricks"।



৮। বার করুন সংখ্যার রেঞ্জঃ
আমরা অনেক সময় সমিকরন বা স্ট্যাটিস্টিক খুঁজে পেতে চাই। এর এটা খুঁজে পেতে আমরা ইউস করতে পারি ডাবল ডট। .. এইটা।
আর এটা আমরা ব্যাবহার করতে পারি দুই ভাবে।
প্রথমত, কিছু লিখে ডাবল ডট দিয়ে একটি সংখ্যা যদি ব্যাবহার করি, মানে যদি লিখি
Fifa world cup ..2018
তাহলে গুগোল বুঝবে আমরা শুধু এই শাল বা নাম্বার এর আওতায় তথ্য গুলি খুঁজে পেতে চাইছি। এর আগেউ না পরেউ না। তাহলে সে শুধু ২০১৮ এর তথ্য গুলি খুঁজে বার করবে।
আর যদি লিখি Fifa world cup 1994..2918
তার মানে সে ১৯৯৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিফা তে যা যা হয়েছে (কিংবা আপনি যদি লিখে দেন আরও স্পেসিফিক ভাবে) তাহলে এই রেঞ্জ এর মধ্যেকার জিনিসগুলি আপনাকে খুঁজে এনে দেবে গুগুল।



৯। খুজে পান কাছের জিনিস পত্তরঃ
যেহেতু গুগোলে সব দেশের সব বিজনেস, জায়গা ইত্যাদি ইনডেক্স করা থাকে, তো চাইলেই আপনি আপনার কাছের কোন জায়গা খুঁজে পেতে পারেন।
যদি লিখেন Restaurent nearby, Or, Pet shop nearby, or hospital bearby,
তাহলে আপনার লোকেশন থেকে সব চেয়ে কাছের জায়গাগুলি সাজেস্ট করবে গুগোল।



১০। ট্রাই করুন একাধিক রেজাল্টঃ
অনেক সময় আমরা খুঁজে পাইনা আমাদের দরকারি রেজাল্টস বা খুঁজতে খুঁজতে বা পেজ নেক্সট করতে করতে হয়রান হয়ে যেতে হয়। এই কাজটা গুগোল কে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারি Try কিওয়ার্ড এর মাধ্যমে। নিচের উদাহরণ দেখলেই তা ক্লিয়ার হয়ে যাবেন।
First try: Write CV
Second try: how to write a proper CV
Third try: best way to write a CV for a job interview
এর ফলে গুগোল আপনার ট্রাই গুলি বুঝে তার রেজাল্ট গুলি ফিলটার করে আপনাকে এনে দেবে আপনি যা চান।



১১। সঠিক শব্দ নির্বাচনঃ
এই জিনিসটা পুরাটাই আপনার উপরে নির্ভর করে। আমরা গুগোলে যা লিখি তা অনেক সময় আমাদের সঠিক রেজাল্ট এনে দেয় না। তাই আমাদের আগে বুঝতে হবে সটিক শব্দ কোন গুলি। তারপর সেটা সার্চ করতে হবে। যেমন আমরা লিখি
I want to learn java programming, or I have a headache.
কিন্তু আসলে আমাদের লিখা দরকার
Learn java programming or how to learn java programming, headache relief. etc.
তাহলেই আমরা খুঁজে পাবো এক্স্যাক্ট উত্তর।



১২। বাড়তি শব্দ লিখবেন নাঃ
আমরা অনেক সময় গুগোলকে নিজের বন্ধু মনে করে শুরু করে দেই সুখ দুঃখের আলাপ। যেমন যদি আমরা কোন চাইনিজ Restaurant খুঁজে পেতে চাই,
আমরা লিখি Where can I find a Chinese restaurant which deliver food at home?
Or, My computer's monitor is getting fade, how to repair my monitor? please help! :p:p
এখন চিন্তা করুন আপনার কতগুলো বাড়তি শব্দ এর জন্য গুগোল সার্চ করে এনে দেবে একগাঁদা ফলাফল যেখান থেকে আপনার ফলাফল খুঁজে বের করা খুবই মুশকিল।
আর তাই লিখুন Chinese restaurant nearby, or monitor's fade problem.



১৩। ব্যবহার করুন আলাদা ফ্রেজঃ
অনেক সময় আমরা একটা সমস্যাই পড়লে তার সমাধান খুঁজে পাইনা গুগোলে। তখন হাল ছেড়ে দেই। কিন্তু একি সমস্যা একাধিক নামে থাকতেই পারে আর সেটা খুঁজে পেতে আমাদের কয়েকবার সার্চ করে দেখতে হতে পারে।
যেমনঃ আমরা যদি How to install windows 10 লিখে কিছু না পাই, আমরা সিমিলার শব্দ বা বাক্য ব্যাবহার করে আমাদের খুঁজে পেতে পারি আমাদের প্রব্লেম এর সমাধান।
মানে, instalation of windows 10 বা windows 10 instalation troubleshoot বা windows 10 setup বা windows 10 setup problems etc.



১৪। খুঁজে বের করুন দরকারি ফাইলঃ
গুগোলে আজকাল আমরা অনেকেই নানা ফাইল খুঁজে পেতে চাই। সেটা হতে পারে পিডিএফ, হতে পারে EXE, বা ভিডিও যেমন MP4,MKV বা PSD ইত্যাদি। যার যা দরকার আরকি। তো আমরা চাইলে গুগোলে খুঁজতে পারি শুধুমাত্র নিজের প্রয়োজনের ফরম্যাট এর ফাইল গুলি। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে ফাইল টাইপ কিওয়ার্ডটি।
যেমনঃ কেউ যদি বই খুঁজতে চান পিডিএফ আকারে তাহলে লিখুন
(Book name) filetype: pdf
মানে Lilaboti filetype: pdf



১৫। ডাউনলোড করুন যে কোন মুভিঃ
যদিও এই উপায় হয়তো দুনিয়ার সব মুভি বা ভিডিও খুঁজতে কাজে দেবে না, তার পরেও যদি চান নরমাল কোন মুভি বা ভিডিও বা সিরিয়াল ডাউনলোড করতে, ব্যবহার করতে পারেন Index of কি ওয়ার্ড টার।
যেমন: যদি Game of thrones English সিরিয়াল টি ডাউনলোড করতে চান,
তাহলে লিখুন index of game of thrones, প্রথম এর কয়েকটি লিঙ্ক এ ঢুকে দেখুন ভিডিও ফরম্যাট গুলি দেয়া আছে। সেখান থেকে ফাইল এর উপরে ক্লিক করলেই শুরু হয়ে যাবে ডাউনলোড।

(প্রকৃতপক্ষে এটি আপনাকে বিভিন্ন FTP Server Site এ নিয়ে যাবে, আপনি এটা দেখতে পারেন FTP সার্ভার কি? ও Bangladeshi Top FTP Servers [মুভি এখন ডাউনলোড করুন এক নিমিষে] - Nirjonmela Desi Forum)



তো, এই ১৫ টা বেসিক খুঁজে পাওয়ার টিপস আমি নিজে ব্যাবহার করি। তাই শেয়ার করলাম আপনাদের সাথে। হয়তো গুগোল করলে এমন আরও অনেক টিপস পেয়ে যাবেন। তো খুঁজতে থাকুন আজ থেকেই।

GoogleSearchimage.jpg
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top